ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

বুধবার, ১ জুলাই, ২০১৫

postheadericon সাফল্যের ৫৫ টি সূত্র...। সফল ব্যক্তি হতে এই 55 টিপস মনে রাখুন ... " ঠেকে শিখার চেয়ে জেনে শিখা অনেক ভালো ... " সো জানুন...


সফলতা কোনো নির্দিষ্ট ছক ধরে আসে না। তবে এক্ষেত্রে কিছু বিষয় মেনে চললে তা সফল জীবনে সহায়ক হিসেবে কাজ করে।

আপনি প্রচুর কাজ করছেন কিন্তু সফলতার মুখ দেখছেন না কিংবা কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হচ্ছেন না এমনটা প্রায়ই হয়ে থাকে কিন্তু এর কারণ কী? আসুন জেনে নিই...
সবাই সফল হতে চায় মাঝারি মানের জীবন কেউই চায় না সফল ব্যক্তিদের জীবনযাপনের ধরন অনুসন্ধান করলে দেখা যায়, অভিন্ন কিছু অভ্যাস বা আচরণ তাঁদের মধ্যে রয়েছে যেমন তাঁরা বিনয়ী, ঝুঁকি নেওয়ার মতো সাহসী এবং আনন্দময় মেজাজে থাকতে পছন্দ করেন আপনিও যদি বড় কিছু অর্জন করতে চান, তাহলে সফল ব্যক্তিদের কিছু জীবনাচরণ অনুসরণ করে দেখতে পারেন তবে সবই যে হুবহু অনুসরণ করতে হবে, তা নয়


1) শূন্য থেকে শুরু করে সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠুন “ বহু সফল ব্যক্তি খালি হাতেই তাদের কাজ শুরু করেছিলেন। স্টারবাকস প্রতিষ্ঠাতা সিইও হাওয়ার্ড স্কুলজ গোল্ডম্যান সাক্স-এর সিইও লয়েড ব্ল্যাংকফেইন বড় হয়েছেন এভাবেই। প্রতিযোগিতা দুর্ভাগ্য তৈরি করে বড় নেতা।”
2) যা ভালো লাগে, তাই করুন  “আপনার নিজের ভালোলাগার বিষয় করুন এবং তার বাজারের জন্য প্রার্থনা করুন। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেন, ‘সবচেয়ে ভালো কাজের একমাত্র উপায় হল নিজের কাজকে ভালোবাসা। আপনি যদি এটা না পেয়ে থাকেন তাহলে খুঁজতে থাকুন। স্থীর হবেন না।তিনি ঠিকই বলেছিলেন। আপনি যদি নিজের আগ্রহের বিষয়ে কাজ করেন তাহলে গ্রাহকরাও আপনাকে খুঁজে বের করবে। আর এভাবে টাকাও খুঁজে বের করবে আপনাকে।”
3) নিজের ব্যবসা শুরু করুন, সন্নাসীর মতো থাকুন “ নতুন ব্যবসা শুরু করে নিজে একজন সন্নাসীর মতো জীবন নির্বাহ করুন। আমেরিকার মিলিয়নেয়ারদের মধ্যে দুই তৃতীয়াংশই আত্মকর্মসংস্থানের মাধ্যমে অবস্থায় এসেছেন। তাদের অধিকাংশই আবার ছোট ব্যবসা করেন আর তাদের সামর্থের চেয়ে কম অর্থে জীবন নির্বাহ করেন। তবে তাদের অর্থ তারা আবার ব্যবসায় বিনিয়োগ করেন। সাধারণত তারা পূর্বপুরুষের কাছ থেকে কোনো অর্থ পাননি। তাই কেনার আগে আরেকবার চিন্তা করুন- আপনার কি নতুন গাড়ি বা দামি যন্ত্রটা লাগবেই?”
4) ঝুঁকি নিন, ভুল করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন “অধিকাংশ মানুষ অবিবেচনাপ্রসূত অথবা সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলে, যা তাদের নেয়া উচিত নয়। তার বদলে স্মার্ট ঝুঁকি নিতে হবে, যা বাস্তবে পূরণ করা সম্ভব। নিজের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান। ভুল হলেও তা স্বাভাবিক। আঘাত না পেয়ে কেউ সামনে এগোতে পারে না।”
5) অনেক ত্যাগ করে সর্বশক্তি দিয়ে কাজ করুন  “ইয়াহুর সিইও মেরিসা মেয়ার খুবই পরিশ্রমি একজন নারী। তিনি সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করেন। আর এলন মাস্ক দুটি প্রতিষ্ঠা চালান। একই বিষয় প্রযোজ্য ছিল স্টিভ জবসের ক্ষেত্রে। তিনি অ্যাপল পিক্সার চালাতেন। আপনি যা বিনিয়োগ করবেন তার ফলাফল পাবেন।”
6) নিজের ভাগ্য নিজেই তৈরি করুন” এটা বলা হয় যে, সুযোগ যখন প্রস্তুতির সঙ্গে মিলে যায় তখন সৌভাগ্য আসে। আমি খুব ভাগ্যবান কথার পাশাপাশি এটাও সত্য যে আমি ভাগ্য খোঁজার কাজে কখনো থামিনি। আর যখনই কোনো সুযোগের আশা মিলেছে তা হারাইনি। কারণে অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে বাস্তব জগতের সফল মানুষদের সঙ্গে পরিচিত হতে হবে।”
7) স্থিতিশীল বিবাহিত জীবন “বিয়ে ভাঙার পর বহু ধনী মানুষের সম্পত্তি কমে গেছে। কারণে ধনী হওয়া থাকার জন্য স্থিতিশীল বিবাহিত জীবন গুরুত্বপূর্ণ।“
8) বৈচিত্র্য আনুন “বহু ধরনের ধারণা আনুন নিজের কাজে। এতে অনেক কষ্ট সময় ব্যয় হতে পারে। তবে প্রাথমিকভাবে কষ্ট হলেও ভবিষ্যতে এর সুফল অবশ্যই পাবেন।“
9) গুরু সব সময়েই গুরু। গুরুকে কখনোই চাকচিক্যে ছাড়িয়ে যাবেন না। এতে তিনি আপনাকে হুমকি বলে মনে করতে পারেন। এছাড়া এতে নানা বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
10) বন্ধুদের মাত্রাতিরিক্ত বিশ্বাস করবেন না। বন্ধুরা আপনাকে পথেও বসাতে পারে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শত্রুদের ব্যবহার করার ক্ষমতা অর্জন করা। এটাও শিখে নিতে হবে।
11) নিজের আগ্রহ গোপন করে রাখুন। আপনার কার্যক্রমের পেছনের আগ্রহ যদি সবাই জানতে পারে তাহলে তা ভণ্ডুল হয়ে যেতে পারে।
 
12) প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। আপনি কাউকে অভিভূত করার জন্য যদি প্রচুর কথা বলা শুরু করেন তাহলে তা আপনাকে সাধারণ মানুষ হিসেবে প্রকাশ করবে।
13) সুনামের ওপর গুরুত্ব দিন। এটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই একে সর্বশক্তি দিয়ে রক্ষা করতে হবে।
14) মনোযোগ আকর্ষণে গুরুত্ব দিন। ভিড়ের মাঝেও যেন অন্যরা আপনাকে খুঁজে পায়, সে ব্যবস্থা করুন।
15) অন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। তবে প্রয়োজনে কাজের সাফল্য নিজের কাঁধে নিতে দেরি করবেন না।
16) অন্য মানুষকে আপনার কাছে নিয়ে আসুন। প্রয়োজনে টোপ ব্যবহার করুন।
17) কাজের মাধ্যমে বিজয়ী হন, বিতর্কে নয়। আপনার সত্যিকার কর্মতৎপরতা প্রকাশিত হবে কাজের মাধ্যমে। কথার মাধ্যমে বিজয়ী হওয়া কাজের কোনো কথা নয়। তাই কাজে জোর দিন।
18) নেতিবাচক মনোভাবসম্পন্ন মানুষের কাছ থেকে দূরে থাকুন। এরা আপনার মনোভাবকে নেতিবাচক করে তুলবে।
19) আপনার ওপর মানুষকে নির্ভর করতে দিন। এজন্য প্রয়োজনে নানা পদক্ষেপ নিন যেন অন্যরা আপনাকে নির্ভরযোগ্য হিসেবে ধরে নেয়।
20) নিজের সততা নির্ভরযোগ্যতা বিষয়ে ভাবমূর্তি তৈরি করুন। এটি আপনার ভবিষ্যত জীবনে পাথেয় হবে।
21) সাহায্য চাইতে গেলে তাদের লাভের কথা সবার আগে দেখুন। এখানে দয়া-মায়ার অবকাশ রাখবেন না।
22) অন্যদের সঙ্গে বন্ধুর মতো হোন। কিন্তু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে গিয়ে বন্ধুত্বের তুলনায় গোয়েন্দাও হওয়ার জন্য প্রস্তুতি নিন।
23) শত্রুকে ধ্বংস করে দিন সম্পূর্ণভাবে। শত্রুর শেষ রাখতে নেই, একথা ভুলে গেলে চলবে না।
24) সম্মান শ্রদ্ধা অর্জনের জন্য সব সময় উপস্থিতি এড়িয়ে চলুন। কিছুটা দূরত্ব বজায় রাখলে এগুলো অর্জন করা সহজ হয়।
25) অন্যদের সন্দেহের চোখে দেখুন। কাউকেই পুরোপুরি বিশ্বাস করবেন না।
26) নিজের রক্ষার জন্য দুর্গ বানাবেন না। অন্যদের সঙ্গেই থাকতে হবে। অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে অনেক বড় ক্ষতি।
27) যার সঙ্গে কাজ করছেন তাকে চিনে রাখুন। ভুল মানুষের সঙ্গে কোনো বিষয়ে কথা বলে কোনো লাভ নেই।
28) কোনো বিষয়ে কাউকে প্রতিশ্রুতি দেবেন না। প্রতিশ্রুতি দেওয়া অনেক বড় বিষয়। এটি বহু ঝামেলা সৃষ্টি করে।
29) এক শত্রুকে কাবু করতে অন্য শত্রুকে কাজে লাগান। এতে আপনার নিজের ঝামেলা কম হবে।
30) আপনি যখন দুর্বল তখন আত্মসমর্পণের পদ্ধতি অবলম্বন করুন। সময় নিয়ে দুর্বলতা দূর করেশক্তি অর্জন করুন।
31) নিজের সব শক্তিকে একত্রিত করুন। শক্তি ব্যবহার করে কোনো কাজে সফলতা পেতে তা কাজে লাগান।
32) উপযুক্ত ভূমিকায় অবতীর্ণ হোন। সঠিকভাবে দায়িত্ব পালন করুন।
33) নিজের ভাবমূর্তি নতুনভাবে তৈরি করুন। অন্যরা আপনাকে যেভাবে দেখে তা বাদ দিন।
34) নিজেকে পরিচ্ছন্ন রাখুন। অন্য কার্যক্রমের মাধ্যমে যেন আপনার হাতে নোংরা না লাগে সেদিকে লক্ষ্য রাখুন।
35) কাছাকাছি মানুষদের বিশ্বাস প্রয়োজন অনুযায়ী কাজ করুন যেন নিজেদের একটা বন্ধন গড়ে তোলা যায়।
36) আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন। কোনো কাজ যদি আপনার নখদর্পণে থাকে তাহলে তা নিয়ে কোনো দ্বীধার মানে হয় না।
37) কাজ শুধু শুরু করলেই হয় না, শেষ করতে হয়। তাই কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য পরিকল্পনা করুন।
38) আপনার অর্জনকে স্বাভাবিক করুন। এমনভাবে অনুশীলন করুন যেন অর্জনটি স্বাভাবিক কাজ বলেই মনে করে অন্যরা।
39) অন্যদের এমনভাবে নিয়ন্ত্রণ করুন যেন তারা তা বুঝতেও না পারে। এক্ষেত্রে তাদের হাতে ক্ষমতা রয়েছে এমন অনুভূতি তৈরি করতে হবে।
40) মানুষের কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করুন। তাদের কল্পনাশক্তিকে কাজে লাগান।
41) অন্যের দুর্বলতা নির্ণয় করুন। প্রক্যেকের কোনো না কোনো দুর্বলতা থাকে। এটি আপনার কাজে লাগবে।
42) নিজের মতো করে চলতে অবিচল থাকুন। অন্যরা যাই করুক না কেন, তাতে আপনার বিচলিত হওয়ার প্রয়োজন নেই।
43) সময় মেনে চলুন। তাড়াতাড়ি কোনো কাজ করার প্রয়োজন নেই আবার দেরি করাও যাবে না। সঠিক সময়ে কাজ করতে হবে।
44) নিজের যা নেই তা উপেক্ষা করুন। এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই।
45) নিজের কাজের মাধ্যমে উজ্জ্বল উপস্থিতি তৈরি করুন। নিজের শক্তিমত্তা এমনভাবে প্রদর্শন করুন যেন অন্যরা তা দেখে সম্মান করে।
46) নিজের মতো করে চিন্তা করুন। এক্ষেত্রে অন্যের বিষয়গুলো মাথায় রাখলেও তাদের মতো করে চিন্তা করা যাবে না। কিন্তু আচরণ করুন অন্যদের মতোই।
47) পানি শান্ত করে মাছ ধরুন। শত্রুকে উত্তেজিত করে নয় বরং তাকে ঠাণ্ডা করেই নিজের কাজ সমাধান করুন।
48) বিনামূল্যের জিনিস বর্জন করুন। যেসব জিনিস অন্যরা বিনামূল্যে দিতে চায় তার পেছনে নির্দিষ্ট একটি কারণ আছে।
49) বড় কোনো মানুষের জুতা পায়ে দিলেই বড় হওয়া যায় না। তাই এজন্য নিজের মাপমতো জুতাই পরতে হবে।
50) ভেড়ার পালকে দূর থেকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া যায়। কাজে দক্ষতা অর্জন করুন।
51) অন্যের হৃদয় মন সম্পর্কে জানুন। বিষয়গুলো নিজের কাজে লাগান।
52) আয়নাতে নিজের অনেক বিষয় পর্যবেক্ষণ করা যায়। আবার নিজের শত্রুর অনেক বিষয়ও আয়নার মতো করে অনুকরণ করতে হয়।
53) পরিবর্তনের পেছনে দৌড়ান। পরিবর্তন সব সময়েই করতে হবে। কিন্তু একবারে বেশি পরিবর্তন নয়, অল্প অল্প করেই এগোতে হবে।
54) পুরোপুরি নিখুঁত কেউই নয়। তাই নিজেকে পুরোপুরি নিখুঁত বলে তুলে ধরার চেষ্টা করা বৃথা। কাজ থেকে বিরত থাকাই ভালো।
55) যুদ্ধক্ষেত্রে কখনো কখনো থেমে যেতে হয়। এক্ষেত্রে কখন থামতে হবে তা শিখে নিন
56) পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। এক্ষেত্রে পরিকল্পনা করে রাখুন আগেভাগেই। সব সময় নতুন বিষয় গ্রহণ করতে প্রস্তুত থাকুন

  প্রয়োজনীয় সব 🕮ই-বুক, 💻সফটওয়্যার ও টিটোরিয়াল🎬 কালেকশ একসাথে সংগ্রহ করতে!

আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের যে একটি লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড লিংকঃ

📝 অনলাইনে প্রিভিউ 🕮 দেখতেঃ এখানে👆ক্লিক করুন


🎯এই কালেকশ সম্পর্কে কোন কিছু বুঝতে সমস্যা হলে অথবা আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে ... যোগাযোগ করতে পারেন ...!
👨 ফেসবুকঃ www.facebook.com/tanbir.cox
🖄 ই-মেইলঃ tanbir.cox@gamil.com
📲 Mobile: +88 01738359555 (Viber, Whatsapp & imo Available)
📞🎧 Skype: tanbir.cox
👓👀all ebooks Online Preview: এখানে👆ক্লিক




প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !