ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

শনিবার, ৯ জুন, ২০১৮

postheadericon ২৫০ টি সমার্থক শব্দ বা প্রতিশব্দ...।।


সমার্থক শব্দ: যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক শব্দ বা একার্থক শব্দ বলে।
মূলত, রচনায় মাধুর্য সৃষ্টি বা রক্ষার জন্য রচনার বিভিন্ন জায়গায় একই অর্থবোধক একটি শব্দ ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । বিশেষত কবিতায় এবং কাব্যধর্মী গদ্যরচনায় এর প্রয়োজনীয়তা খুবই বেশি ।
সমার্থক শব্দ বা প্রতিশব্দএকই বা সমান অর্থের শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে। অথবা এমন অনেক শব্দ আছে যাদের অর্থ একই কিন্তু উচ্চারণ ভিন্ন, সেসব শব্দকে সমার্থক শব্দ বলে। অথবা মেয়ে, মেয়েমানুষ, মেয়েছেলে, মাইয়া, কনে, কন্যা, ঝি, বেটি, ঝিউরি, ঝিয়ারি, পুত্রী, দুহিতা, আত্মজা, দুলালী, কুমারী, নন্দিনী, তনয়া, তনুজা, পুত্রিকা, দারিকা ইত্যাদি শব্দগুলো একই অর্থ প্রকাশ করে তাই এগুলো সমার্থক শব্দ। অথবা Synonym is a word which expressingthe same meaning with another /Expressing the same meaning words is called synonym or similar word|


সমার্থক শব্দের প্রয়োজনীয়তা
ভিন্নভিন্ন ভাষার শব্দ থেকে আগত শব্দ, অর্থের দিক দিয়ে এক হলেও অর্থ দ্যোতনার দিক খেয়াল রেখে শব্দ ব্যবহার করা উচিত। যেমন: জল ও পানি একই অর্থবোধক শব্দ কিন্তু জলচ্ছ্বাসকে পানিচ্ছ্বাস লিখলে বাক্যের গুণ নষ্ট হয়। সমার্থক শব্দের ব্যবহার খুব জরুরি। যেমন : দেশি ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তৃতা ও বক্তব্য আকর্ষণীয় করতে, একই শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করতে, বাক্যকে সহজ, সুন্দর, বলিষ্ঠ, প্রাঞ্জল ও সমৃদ্ধ করতে, বাক্যে শাব্দিক সৌন্দর্য, গুণ, বৈচিত্র্য এবং প্রকাশশৈলীতে অভিনবত্ব আনতে, বাক্যকে অলংকারমণ্ডিত করতে, ছড়াকবিতার ছন্দের মাত্রা ঠিক রাখতে এবং কবিতার মিল দিতে এবং একই শব্দের বার বার প্রয়োগজনিত সমস্যার হাত থেকে রক্ষা করতে সমার্থক শব্দের ব্যবহার জরুরি।


1) অবকাশ অবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ
2) অপূর্ব অদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার
3) অকস্মাৎ আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ
4) অকাল অসময়, অবেলা, অদিন, কুদিন, দুঃসময়
5) অক্লান্ত অদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিশ্রমী
6) অক্ষম অসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল
7) অঙ্গীকার পণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প
8) অচেতন অজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ
9) অজ্ঞ অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব
10) অতিরিক্ত অনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা
11) অতীত গতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল
12) অত্যাচার উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা
13) অদৃশ্য অগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, না দেখা
14) অধিবেশন সভা, সমিতি, সমাবেশ, মিটিং
15) অধ্যয়ন পাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া
16) অনন্ত অবয়, অসীম, অশেষ, চিরস্থায়ী
17) অনুজ্জ্বল নিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবর্ণ
18) অনুরোধ আবেদন, আবদার, আরজি, বায়না
19) অপরিচিত অজানা, নাজানা, অজ্ঞাত, অচিন
20) অভাব অনটন, দারিদ্র্য, দৈন্য, গরিবি, দুর্দশা
বুধবার, ৬ জুন, ২০১৮

postheadericon সবচেয়ে বেশি ব্যবহৃত 5000 ইংলিশ শব্দ বাংলা অর্থ সহাকারে ..

450 মিলিয়ন সমসাময়িক ইংলিশ কোর্পস(কোন বিষয়ের লেখা বা রচনা সংকলন) থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত 5000 ইংলিশ শব্দ বাংলা অর্থ সহাকারে ...
সবচেয়ে ইউজের সংখ্যা ক্রম অনুসারে খুব কমন ৫০০০ শব্দের লিস্ট ... বাংলা অর্থ ও Part of Speech সহকারে ...
এই শব্দ গুলো জানা থাকলে ইংলিশ বুঝা ও ইংলিশে কথা বলা কোন ব্যাপার না ... কিন্তু মজার বিষয় হলো এই ৫০০০ ওয়ার্ড জানা থাকলে আপনি ৯৫% দ্রুত ইংলিশে কথাবার্তা বলতে পারবেন...
এই শব্দ গুলো দেখলে মনে হবে এই শব্দ গুলোর অর্থ তো আমার জানা ... কিন্তু তারপরেও আমারা ইংলিশে কথা বলতে পারি না কারন প্রয়োজনে এই শব্দ গুলো মাথায় আসে না ...
এর জন্য আপনাকে এই শব্দ গুলো ঠোটস্থ করেতে হবে অর্থাৎ এমন ভাবে মুখস্থ করতে হবে যেন চিন্তার আগেই মুখে আসে ...
আশা করি এই ইবুক আপনার ইংলিশ শিখার জন্য অনেক উপকারে আসবে ... 

তাছাড়া এই ই-বুকে বুকমার্ক মেনু 🔖 ও হাইপার লিংক মেনু 📝👆 যুক্ত করা হয়েছে ফলে খুব সহজে যে কোন অধ্যায়ে এ ক্লিক করেই যেতে পারবেন স্ক্রল করা লাগবে না...এই বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে আসুন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

অনলাইনে পড়তে 🕮 বা লাইভ প্রিভিউ 👀 দেখতেঃ
https://drive.google.com/file/d/1yrhHgS3akk-rzgW25cq73Q-lE3fJJYNR/view?usp=sharing


🗊 সাইজঃ- ১০ এমবি

📝 পৃষ্ঠা সংখ্যাঃ ১২৩

📥 ডাউনলোড 👆 লিংকঃ
মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

postheadericon হুমায়ুন আহমেদ এর জনপ্রিয় বানী/উক্তি সমুহ

হুমায়ুন আহমেদ তার বিভিন্ন বই এ তার নিজের দর্শন সম্পর্কে লিখেছেন, কখনো নিজের কথা হিসেবে কখনো বা তার সৃষ্টি করা কোন ক্যারেক্টার এর মাধ্যমে। মাঝে মাঝে প্রিয় হুমায়ুন আহমেদ এর সেই সব কথা গুলো পড়তে ভাল লাগে। তাই যতটুকু পেরেছি কালেকশনের চেষ্টা করেছি। 
 👀 বর্তমানটাই সত্যি। অতীত কিছু না, ভবিষ্যৎ তো দূরের ব্যাপার। আমরা বাস করি- অতীতেও না, ভবিষ্যতেও না
👀 প্রথম শ্রেণীর চামচা হচ্ছে যারা স্বার্থ সিদ্ধির জন্যে চামচার ভাব ধরে থাকে। আর তৃতীয় শ্রেণীর চামচা হচ্ছে তারাই যাদের জন্মই হয়েছে চামচা হিসোবে
👀 সমস্ত জীব-জন্তু ও পশু-পাখির জীবনের বেশীর ভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে। মানুষের জন্যও এটা সত্যি। আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি
👀 মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। কখন যে এই মেয়েটি মায়ায় জড়িয়ে ফেলেছে, নিজেই বুঝতে পারেন নি
👀 ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়
👀 যারা সিগারেট খায় তারা যখন অস্বস্তিকর পরিবেশে পড়ে তখন তাদের সিগারেট ধরাতে ইচ্ছা করে
👀 সব পাখি জোড়ায় জোড়ায় ওড়ে। পক্ষীকুলে শুধুমাত্র চিলকেই নিঃসঙ্গ উড়তে দেখা যায়। নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তো বা পরিচয় আছে
👀 চমৎকার মেয়েগুলি এমন-এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘনিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কী সুখেই না আছে
👀 অনেকদিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয়। আচমকা সবার বয়স কমে যায়। প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার
👀 ভালোবাসা যদি তরল পানির মত কোন বস্তু হত, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত। এমন কি হিমালয় পর্বতও
👀 একজন কাছের মানুষ আরেকজন কাছের মানুষকে তখনি ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না
👀 বাঙালি গরমের ভক্ত নরমের যম। একটু নরম দেখলেই উপায় নেই- ঝাঁপ দিয়ে পড়বে। তারা যত ঝাঁপ দেবে পুলিশ তত বিপদে পড়বে। বাঙালি জাতির যত রাগ খাকি পোশাকের দিকে। পুলিশের দিকে ঢিল মারতে পারলে তারা আর কিছু চায় না
👀 হুট করে প্রেম হয় কনজারভেটিভ ফ্যামিলিগুলোতে। ঐ সব ফ্যামিলির মেয়েরা পুরুষদের সঙ্গে মিশতে পারে না, হঠাৎ যদি সুযোগ ঘটে যায়- তাহলেই বড়শিতে আটকে গেল
👀 যারা মিথ্যা বলে না তারা খুব বিপদজনক। তারা যখন একটা দুইটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসাবে ধরা হয়। এক হাজার ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুঁকে পড়ার মতো। একহাজার সত্যির মধ্যে একটা মিথ্যা। সেই মিথ্যা হবে ভয়ংকার মিথ্যা
👀 আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করার দুটি প্রবনতাই প্রবলভাবে আছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে
👀 মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস অন্যটি গোয়ার্তমি
👀 আমি আমার নিজের দেশ নিয়ে অসম্ভব রকম আশাবাদী৷ আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইব৷ এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইব৷ এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইব
👀 মায়ের সঙ্গে মিল আছে এই জাতীয় মেয়ের প্রতি পুরুষেরা প্রচন্ড আকর্ষন বোধ করে
👀 বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোন বিশ্বাস নাই। দুইটাই ছোকছুকানি জাত
👀 সারা জীবন পাশাপাশি থেকেও এক সময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয়, এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে
👀 জীবনে কুসিৎত সব ব্যাপারগুলি সহজভাবে ঘটে যায়। অপরূপ রূপবতী একটা মেয়ে হাসতে হাসতে কঠিন কঠিন কথা বলে
👀 জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না
👀 একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা
👀 লাজুক ধরনের মানুষ বেশীর ভাগ সময়ই মনের কথা বলতে পারেনা। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই সুখী।
👀 যে সব মানুষের নাক সেনসেটিভ হয় তাদের কান কম সেনসেটিভ হয়। প্রকৃতি একটা বেশী দিলে অন্যটা কমিয়ে দেয়।
👀 বাবা-মা’র প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে, বা-মা হাসে। খেলনা যখন কাঁদে বাবা-মা’র মুখ অন্ধকার হয়ে যায়।
👀 যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।
শনিবার, ২ জুন, ২০১৮

postheadericon 5555 Grammar Practice Test & explanation - Beginner to Advanced

ইংলিশ গ্রামার প্র্যাকটিস টেস্ট ইবুক প্রত্যেকটি উত্তরের গ্রামাটিক্যাল ব্যাখ্যা, গঠন ও উদাহরন সহ....মোট এমসিকিউ টেস্ট ৫৫৫৫ টি...... বিসিএস প্রিলিমিনারি, বাংকার্স রিক্রুটম্যান্ট, শিক্ষক নিয়োগ,বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ও যে কোন সরকারী জব পরীক্ষার ইংলিশ অংশের জন্য খুব গুরুত্বপূর্ণ ও নির্ভরশীল একটি বই...
সব শ্রেনীর শিক্ষার্থীদের ইংলিশ গ্রামারের জন্য অতি প্রয়োজনীয় এই বই ...
আমারা শুধু গ্রামারের নিয়ম পড়ি কিন্তু সেই নিয়মের যথাযত প্রয়োগের জন্য কোন টেস্ট দি না ... যার ফলে কোন পরীক্ষায় উত্তর করার সময় সব নিয়ম মাথায় গুরপাক খেয়ে উত্তর দেওয়ার সময় কনফিউশনের সৃস্টি করে ...
উত্তরের এই কনফিউশন দূর করে কনফিডেন্টসহ উত্তর দেওয়ার জন্য ... ধাপে ধাপে গ্রামারের সব নিয়মের অনেক প্র্যাকটিস টেস্ট দিতে হবে ... 
 
এবং এই টেস্ট গুলোর সমাধান যদি বিস্তারিত ব্যাখ্যা ও উদাহরনসহ আলোচনা করা হয়ে থাকে তাহলে তো কথাই নেই ... আর কখনো উত্তর নিয়ে কফিউশন হবে না ...
সেই ছোট বেলা থেকেই আমারা ইংলিশ গ্রামার পড়ছি তারপরও আমাদের কাজে এই বিষয়টি খুভ জটিল মনে হয় … কারণ আমারা পড়ি ঠিকই কিন্তু ক্লিয়ার কনসেপ্ট পাই না … অনেক গুলো নিয়ম পড়ে জগাখিচুড়ী পাকিয়ে ফেলি … ফলে কোন প্রশ্নের উত্তর করার সময় প্রতিনিয়ত কনফিউশনে থাকি … তাই আমারা ইংরেজি নিয়ে এতো বেশি চিন্তিত থাকি তা আর বলার অপেক্ষা রাখেনা। আর সেই চিন্তাটাকে দূর করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা-

তাছাড়া এই ই-বুকে বুকমার্ক মেনু 🔖 ও হাইপার লিংক মেনু 📝👆 যুক্ত করা হয়েছে ফলে খুব সহজে যে কোন অধ্যায়ে এ ক্লিক করেই যেতে পারবেন স্ক্রল করা লাগবে না...এই বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে আসুন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
অনলাইনে পড়তে 🕮 বা লাইভ প্রিভিউ 👀 দেখতেঃ



🗊 সাইজঃ- 10 এমবি

📝 পৃষ্ঠা সংখ্যাঃ 450
 
মোট এমসিকিউঃ ৫৫৫৫

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !