ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

postheadericon আমার প্রিয় ও প্রয়োজনীয় কিছু কম্পিউটার সফটওয়্যার জাস্ট নাম ও ইউজ দেখুন তারপর সিদ্বান্ত নিন 📥 ডাউনলোড করবেন কিনা !


আপনার কম্পিউটারের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যার ...আপনার কম্পিউটারে এই সফটওয়্যার গুলো ইন্সটল আছে কিনা দেখুন না হলে এখুন্নি ডাউনলোড করে ইন্সটল করে দেখুন … আপনার কম্পিউটার  ব্যবহারে যোগ করবে নতুন মাত্রা ও আপনার প্রয়োজনীয় সব জটিল কাজ কিভাবে এই সফটওয়্যার গুলো দিয়ে খুব সহজে হয়ে যায় তা একবার দেখুন …  এর সফটওয়্যার গুলো সম্পর্কে বেশি কিছু লিখব না শুধু না ইউজ ও ডাউনলোড লিংক দিচ্ছি… আশা করি এতেই সবাই ধারণা লাভ করতে পারবেন 

   XYplorer.v16.4.zip (6.7 MB) রিসেন্ট আপডেট ভার্সন

অসাধারন একটি এক্সফ্লোরার বা ফাইল ম্যানেজার...উইন্ডোজ এক্সফ্লোরারে যা করা যায় তা এইটা দিয়ে সম্ভব আপনার ফাইল ফোল্ডার সম্পর্কিত সকল কাজ এই এক্সফ্লোরারে খুব সহজ ভাবে করতে পারবেন এইটা গুনাবলি লিখে শেষ করা যাবে না ...শুধু দুইটা কথা বলি ...
এইটা দিয়ে যে কোন হাইড , সিস্টেম হাইড , ভাইরাসের আক্রমনের ফলে হাইড লক করা ফোল্ডারে প্রবেশ করতে পারবেন ... এবং তাদের আনহাইড করতে পারবেন ...
এছাড়া এক্সফ্লোরারে ফোল্ডার আইটেম সংখ্যা সাইজ দেখতে পারবেন ...
মাল্টি ট্যাব মাল্টি ভিউ প্যানেল রয়েছে
ব্যাচ ভিউ , সবগুলো ফাইল একসাথে রিনেইম সব ফাইল ফোল্ডারের নাম একসাথে টেক্সট আকারে কপি করতে পারবেন ...
মোট কথা এই সফটওয়্যার আপনার অবশ্যই ব্যবহার করা উচিত যদি না আগে ব্যবহার করেন ...এইটা দিয়ে ফাইলের করা যায় না এমন কোন জিনিস নাই ...
এই সফটওয়্যার নিয়ে যতো ঘাটাঘাটি করবেন ততই এর ক্ষমতা কার্যপ্রণালী বুঝতে পারবেন এবং আপনি ততই এর ভক্ত হবেন ...




সফটওয়্যার এর নামঃ XYplorer.v16.4.zip (6.7 MB) রিসেন্ট আপডেট ভার্সন

সাইজঃ- . এমবি
📥 ডাউনলোড 👆 লিংকঃ

postheadericon মানব চিকিৎসায় ফুল অর্থাৎ প্রাথমিক চিকিৎসায় বিভিন্ন ফুলের ভেষজ গুন


ফুল ভালবাসে সবাই। যে কোন ফুলের সৌন্দর্য মনের ক্ষুধা মেটায়। যে কোন পরিবেশকে সুন্দর করে মন প্রশান্তিতে ভরে দেয়। নিরন্তর ফুলের শোখা দেখে মনে হয় দীর্ঘ এক স্বপ্ন দেখতে দেখতে পার করে দেই পৃথিবীর জীবন। কিন্তু না। অপার্থিব অনুভূতির মত পার্থিব জীবন নয়। দেহের মধ্যে বাসা বাধে নানা রকম অসুখ বিসুখ। স্বপ্ন প্রশান্তি তখন ধীরে ধীরে ভাঙ্গতে শুরু করে। কোন কোন সময় সে অবস্থায় সুন্দর ফুল আর পৃথিবীকে বড্ড কুৎসিত মনে হয়। কিন্তু ফুলের সৌন্দর্যের মত অনেক ফুল গাছের মধ্যেই রয়েছে আর এক মহা সুন্দর- সেসব গাছের ভষজ গুণ। এসব ফুলগাছ আঙিনায় রেখে একদিকে যেমন পেতে পারি স্বর্গের আনন্দ অন্যদিকে পার্শ্বপ্রতিক্রিয়াহীন পরিবেশ সম্মতভাবে সারিয়ে তুলতে পারি আমাদের অসুখগুলো। প্রাথমিক চিকিৎসা তো বটেই- ক্যান্সারের মত কঠিন রাগও সারিয়ে তুলতে পারি ফুল গাছ দিয়ে।

গাঁদা ফুল

হঠাৎ শরীরে কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতার রস অব্যর্থ। পাতা ঘষে বা বেঁটে সে কাটা জায়গায় প্রলেপ দিলে তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যায়, ব্যথা কমে যায় ও তাড়াতাড়ি জোড়া লাগে। পাতার রস দিয়ে ঘা দুয়ে দিলে দ্রুত তা সেরে যায়। গাঁদা ফুলের পাঁপড়ি সামান্য মাখনের সাথে মিশিয়ে অল্প পরিমাণে কয়েকদিন খেলে অর্শের রক্ত পড়া বন্ধ হয়।

অপরাজিতা

প্রসাব কম হলে বা কষ্ট পেলে অপরাজিতা গাছের শিকড়ের ছাল পানিতে সিদ্ধ করে দু’চার দিন খেলেই এ অসুবিধা চলে যাবে। সহজ প্রসবের জন্য সাদা অপরাজিতার শিকড় বাঁটা ১ গ্রাম পরিমাণ খাওয়ালে উপকার পাওয়া যেতে পারে। আর নীল অপরাজিতার শিকড় এক চামচ ঘি, মধু বা চিনির সঙ্গে খেলেই অবশ্যই শুক্র রোগ সেরে যাবে এবং শুক্র বৃদ্ধি হবে। ঠান্ডা লেগে চোখ দিয়ে পানি পড়েতে থাকলে বা চোখে জালা যন্ত্রণা হলে নীল অপরাজিতার বীজ গুঁড়ো করে ২ গ্রাম পরিমাণ নিয়ে তাতে সামান্য চুন মিশিয়ে গরম দুধ বা পানি দিয়ে রাতে শোয়ার আগে খেতে হবে। নীল অপরাজিতার শিকড় বাঁটা খেলে বাত রোগে উপকার পাওয়া যায়।

নয়ন তারা

ব্লাড ক্যান্সারের চিকিৎসায় নয়নতারা অনন্য। এ রোগে আক্রান্ত হলে নয়নতাা গাছের কচি ডালের টাটকা রস ১০ মিলিলিটার বা ২ চা চামচ পরিমাণ কয়েকদিন রোজ সকাল বিকালে খেলে এ রোগের উপশম হয়। ইতোমধ্যেই ভেষজ বিজ্ঞানীরা এ গাছের ডাল ও পাতা থেকে ক্যান্সার নিরাময়ের প্রায় ৭০টি ওষুধ আবিষ্কার করেছেন। শরীরের কোথাও কেটে গেলে বা ঘা বিষাক্ত হয়ে পেকে গেলে গাছের রস সাত দিন ব্যবহার করলে কাটা জোড়া লেগে যায় এবং ঘা সেরে যায়। ব্লাড প্রেসার বা রক্ত চাপ বেড়ে গেলে নয়নতারা গাছের শিকড়ের রস এক চা চামচ পরিমাণ সকালে খালি পেটে একবার করে ৩-৪ দিন খেলে কিছুটা উপকার হতে পারে। বহুমূত্র বা ডায়াবিটিস রোগ সারাতে প্রতিদিন সকালে সাদা নয়নতারা ফুল গাছের দু’টি পাতা খালি পেটে চিবিয়ে খেলে রোগ মোটেই বাড়তে পারে না। পাতা বেটে রস খেলেও একই উপকার। এতে বহুমূত্র রোগ সারে না, তবে নিয়ন্ত্রণে থাকে। বাসায় কিছু প্রাথমিক চিকিৎসা যেমন বিষ পিঁপড়া, মাঝালি পিঁপড়া, বোলতা, মৌমাছি ইত্যাদি পোকা কামড়ালে বেশ যন্ত্রণা হয়, কামড়ানো জায়গা ফুলে যায়। সে জায়গায় নয়নতারার পাতা হাতে ডলে রস লাগালে তাৎক্ষণিকভাবে উপকার পাওয়া যায়।

postheadericon কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম শেখার নতুন ১০ টি বাংলা পিডিএফ বই বা ইবুক (কম্পিউটার, ট্যাব ও স্মার্ট ফোন ভার্সন)



আমাদের মধ্যে অনেকেই আছে যাদের কম্পিউটার বিষয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই শুধু বই পড়ে ও অন্যদের কাজ দেখে দেখে কম্পিউটার শিখেছে। এমনই কিছু শিক্ষার্থীদের জন্য আমার এই সংগ্রহ।  
র্তমান যুগের একটি গুরুত্বপুর্ন অনুসঙ্গ হল কম্পিউটার। কম্পিউটার ছাড়া হয়ত বা আপনি যে পেশাতেই থাকেন না কেন, এক মুুহুর্তও চলতে পারবেন না সামনের দিনগুলোতে। তাই  কম্পিউটার জানাটা আজকের দিনে কত জরুরী তা আর বলে বোঝানো যাবেনা। বাসায় আপনার ছেলে-সন্তান আছে তাদের জন্য আপনার কম্পিউটার জানাটা জরুরী, আপনার নিজের জন্য তো বটেই। নিজে না জানলে অন্যকে শেখানোটা কত কষ্টের আর বিড়ম্বনার তা বোধ করি যারা শিক্ষক তারা আরও ভাল করে বোঝেন।  বর্তমান যুগটাই এমন, এখানে প্রতিযোগীতায় পিছিয়ে পড়লেন তো আর কোন কথা নয়। আপনি যেন আপনার জীবনের রেস (race) হতে পিছিয়ে পড়লেন। অফিস আদালত, স্কুল-কলেজ বিশ্ব বিদ্যালয় কোথায় নেই এই যন্ত্রটি।  বর্তমান এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমরা চাইলেও আর কম্পিউটার নামক এ যন্ত্রের সর্ব গ্রাসী থাবা হতে নিস্তার পাবনা। তাই মন প্রান উজাড় করে শিখে ফেলুন … ইচ্ছা থাকলে উপায় হয়। কম্পিউটার শিখতে হলে বেশি কিছুর দরকার হবে না … জাস্ট নিচে দেওয়া ও এই ব্লগে দেওয়া বইসমূহ ডাউনলোড করুন এবং সেই অনুযায়ি চর্চা করুন দেখবেন কম্পিউটারের সবকিছু অনেক সহজ মনে হবে …
তো আর কি করার নামিয়ে সংগহে রাখুন মহামুল্যবান কম্পিউটার শিক্ষার বাংলা বইসমূহ

বর্তমান এই কম্পিউটারের ও মোবাইল এর যুগে কেউ এখন কাগজের বই খুব একটা পড়তে চায় না , তাই যুগের সাথে তাল মেলাতে আমাদেরকে এখন ই-বুক পড়তে হবে। শুধু যুগের সাথে তাল মিলাতে নয় আমাদের গাছ বাঁচাতে আমাদের সবাইকে অবশ্যই ই-বুক পড়ায় উৎসাহী হওয়া উচিত । নিচের বাংলা pdf বই গুলো – -ইউনিকোড টেক্সট ফরম্যাটে(স্ক্যান করা না) যা খুব সহজে Mobile Computer পড়তে পারবেন………:
যাদের শিখার ও জানার আগ্রহ আছে তারাই শুধু এই বই গুলো  ডাউনলোড করুন ...
তাছাড়া ই-বুক কখনো অকাজে যায় না ...কোন না কোন সময় কাজে লাগে ...
তাই সংগ্রহে রেখে দিন কখন কার কাজে লেগে যাবে বলা তো যায় না ...
ভাই কত আজাইরা ফাইলই তো প্রতিদিন ডাউনলোড করছেন ... কয়টা কাজে লাগে চিন্তা করুন তো ...কিন্তু ই-বুক আপনার সারা জীবন কাজে লাগবে .........


🎯নোটঃ -নিজের সুবিধামতো সময়ে 🕮পড়তে অর্থাৎ প্রয়োজনীয় মূর্হুতে  👓খুঁজে পেতে 👉পোষ্টটি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন.. না হলে পরে আবার 🔍 খুঁজতে হবে ..


তাছাড়া এই ই-বুকে বুকমার্ক মেনু 🔖 হাইপার লিংক মেনু  📝👆 যুক্ত করা হয়েছে ফলে খুব সহজে যে কোন অধ্যায়ে ক্লিক করেই যেতে পারবেন স্ক্রল করা লাগবে না...এই বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে আসুন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
নিচের সবগুলো বই
📱মোবাইল স্ক্রিন ভার্সন 📥 ডাউনলোড করতেঃ 
গুগল প্লে স্টোর গিয়ে " Boighor by chorui লিখে সার্চ দিন
অথবা এখানে👆ক্লিক করুনঃ



কম্পিউটার পরিচর্যা ;লেখকঃ মাহাববুর রহমান , পৃষ্ঠা সংখ্যাঃ ২০০

(কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার রক্ষনাবেক্ষন গাইড);
অনলাইনে পড়তে 🕮 বা লাইভ প্রিভিউ 👀 দেখতেঃ




🗊 সাইজঃ-    এমবি
📝 পৃষ্ঠা সংখ্যাঃ  ২০০ 

postheadericon কবি শফিকুল ইসলামের সকল কবিতার বইয়ের (মোট ২০টি) পিডিএফ ও ওয়ার্ড ফাইলের ডাউনলোড লিংক



উদভ্রান্ত যুগের শুদ্ধতম কবি শফিকুল ইসলামযে কোন মানুষ তার কবিতাগুলো যদি পড়ে তার হৃদয়ে অবশ্যই দাগ কাটবে এবং তার কবিতাগুলি বারেবারে পড়তে ইচ্ছা করবে। মানুষের জীবনের বাস্তব কথা নিয়ে এরকম জীবন্ত কবিতা কত জনে লিখতে পারে তা আমার জানা নেই, তবে বিরহ কবি শফিকুল ইসলাম যে তার কবিতা বইগুলির মাঝে মানুষের সর্বস্ব দিক নিয়ে যে কবিতাগুলি তিনি উপস্থাপন করেছেন এতে সত্যিই তিনি একজন বিরহের কবি। যে কবিকে লালন করা যায়, যে কবিকে সব সময় মনের ফ্রেমে বেঁধে রাখা যায়, যে কবিকে সবসময় অস্তিত্বের মাঝে খুঁজে পাওয়া যায়, যে কবিকে জীবনভর অনুভূতির মাঝে বাঁচিয়ে রাখা যায় আর সেই কবি হলেন শফিকুল ইসলাম। তার কবিতাগুলি পড়লে শরীর ও মন চমক দিয়ে উঠে, কোন কোন কবিতায় চোখের জল ঝরায়। আবার কোন কোন কবিতায় অতীতকে স্মরণ করায়।
 তারুণ্য ও দ্রোহের প্রতীক । তার কাব্যচর্চ্চার বিষয়বস্তু প্রেম ও দ্রোহ। কবিতা রচনার পাশাপাশি তিনি অনেক গান ও রচনা করেছেন। তার দেশাত্ববোধক ও সমাজ-সচেতন গানে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দেশবাসীকে জাগিয়ে তোলার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !