ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

postheadericon 3000 টি বাংলা প্রবচন সংকলন (উপদেশ মূলক সুন্দর বচন বা কথা ,স্ট্যাটাস ও টুইট কালেকশন) এর ই-বুক বা pdf বই কম্পিউটার + মোবাইল ভার্সন



উপদেশ কেউই পছন্দ করে না। কারণ অধিকাংশ মানুষ যা কিছু শেখে, সবটাই ঠেকে শেখে কিংবা ঠকে শেখে, কখনো উপদেশ থেকে কেউ কিছু শেখে না………।। এই ঠেকে শিখতে গিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে জীবন জ্ঞান লাভ করতে পারে সত্য কিন্তু অনেক সময় এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে এমন ভাবে পড়ে যায় যেখান থেকে উঠতে অনেক কষ্ট হয় এবং জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।
তাই আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত নোট , বিভিন্ন ওয়েব সাইট , ব্লগ ও  বন্ধুদের ও নিজের ফেইসবুক স্ট্যাটাস থেকে উপদেশ মূলক লেখা গুলো সংগ্রহ করে এই ই-বুক তৈরি করেছি যা ফলে উপদেশ আপনাদের ঠেকে শিখতে হবে না পড়েই শিখতে পারবেনকারন এইগুলো যুক্তিসহ উপস্থাপন করা হয়েছে
যা আমার নিজের জীবন ও আমার চারপাশে কাছের মানুষদের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে পাওয়া শিক্ষা/অভিজ্ঞতার বাস্তব গল্পের মূল সারাংশ মাত্র
যে আশাতে লেখাগুলো এখানে জমিয়েছি তা হলো হয়ত এই লেখাগুলো আপনাকে একটু চিন্তার খোরাক, একটু আনন্দ, একটু আশা জাগাবে। জীবনের কথাগুলোকেই এখানে সাজিয়ে রাখা হয়েছে। একটু যদি কার ভালো লাগে, মন্দ কী তাতে?
তাছাড়া কিছু কিছু উপদেশ বা উক্তি আমাদের মন-মানসিকতা অনেক উন্নত করবে ... এবং জিবনে এই সব উপদেশ ফলো করলে জীবন হয়তো আরো অনেক সুখের ও নির্ভুল হবে ...

এখানে কয়েটি উপদেশ বা স্ট্যাটাস দেওয়া হল ... ভালো লাগলে নিচের লিংক থেকে এই ই-বুক টি ডাউনলোড করে নিন

1) আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরনের জন্য। একটা লক্ষ পুরণ হয়ে গেলে আর একট লক্ষ এসে সামনে হাজির হয়। যখন ভাবতে বসি তখন খুজে পাই সব লক্ষ্য পুরণ ই অলাভজনক। আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এরজন্য আমাকে যা যা ছাড়তে হয়েছে তার মূল্য এর চেয়ে অনেক বেশী। সে জন্য মনেহয় বেচে থাকাটা শুধুমাত্র মরে যাওয়ার জন্য অপেক্ষা করা। লক্ষ অর্জণ মাঝখানে শুধু শুধু বশে না থেকে কিছু করা। বসে বসে মরার অপেক্ষা তো করা যায় না তাই।
2) আমি লাইফ থেকে যেই বিষয়টা শিখতে পেরেছি তা হল যেচে কাউকে উপকার করতে নাই অর্থাৎ কেউ না চাইলে তাকে আগ বাড়িয়ে উপকার করতে নেই তাহলে আপনি নিজেই বিপদে পরবেন তাছাড়া আপনি নিজ থেকে আগ বাড়িয়ে যতো উপকার করেন না কেন সেইটা সে মনে রাখবে না এবং মূল্যও দিবে না বরঞ্চ তার প্রয়োজনে যে উপকার করবেন সেটাই সে সারা জীবন মনে রাখবে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবে । আর তার প্রয়োজনে যদি কোন কারণে আপনি তাকে সহযোগিতা করতে না পারেন তাহলে সেটাই সারা জীবন মনে রাখবে সেইটাই আপনাকে সবসময় দেখিয়ে দিবে এবং আপনার পূর্বের অসংখ্য আগ বাড়িয়ে উপকার সে ভুলে যাবে এটাই স্বাভাবিক [এই ব্যাপারটা সবার ক্ষেত্রে নয় তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে]

3) কাউকে দৌড়ানি দিতে হলে প্রথমে নিজে ভাল করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয়, তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভবনা থাকে ।

4) জীবন তো একটাই , এই এক জীবন যদি টাকা ইনকাম আর খাওয়ার পিছনে ব্যয় করে দি তাহলে লাইফে আর থাকল কি ...অন্য সাধারন মানুষের মত ভালো জব করে ভালো টাকা ইনকাম করে নিজের বউ , ছেলে, মেয়ে কে আরামদায়ক ও অলস জিবন দিলাম ... কিন্তু এতে আমার লাভ কি হল ... বরঞ্চ আমি আমার ছেলে মেয়েকে পরনির্ভরশীল করে দিলাম ! একদিন আমি ঠিকই মারা যাব ...গুটি কিছু কাছের লোক ছাড়া আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা কেউ অনুভব করল না ... তাহলে কি এই জীবনের কোন মানে আছে !!!!!!

5) যা হয়েছে তা ভালই হয়েছে ,যা হচ্ছে তা ভালই হচ্ছে, যা হবে তাও ভালই হবে।তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে ,কাল তা অন্যকারো ছিল,পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।পরিবর্তনই সংসার এর নিয়ম ।

6) কয়লা ধুইলে কয়লার ময়লা যাবেনা ঠিকই কিন্তু কয়লা ক্ষয়েক্ষয়ে নিঃশেষ হওয়ার সুযোগ থাকে। আর আমাদের সবার সে সুযোগটা নেয়া উচিত।

7) মানুষের জীবন ক্ষরস্রোত নদীর মত। পাথরের আঘাতে আঘাতে যেমন নদী সৃষ্টি তেমনি মানুষের বাধ আর আঘাতে আঘাতে পরিপূর্নতা আসে। অভিজ্ঞতা অর্জিত হয়ে। যা খেয়ে খেয়ে সে জীবনকে বুঝতে শিখে চিনতে শেখে। পাথরের আঘাতে আঘাতে যেমন নদী আকাঁ বাকাঁ হয় তেমনি মানুষের জীবনেও দেখা যায় একটি পথে পা বাড়াল কিন্তু পথটি বন্দ বাধা পেয়ে সে অন্য পথে পা বাড়ায়। একসময় ঠিকই তার পথ পেয়ে যায়। এভাবে মানুষের জীবন সৃষ্টি হয়। নদীতে যেমন ঢেউ উঠে মানুষের জীবনেও তেমনি দুঃখ, কষ্ট, শূন্যতার ঝড় উঠে। সময়ের বিবর্তনে যেমন নদীর ঢেউ থেমে যায়। তেমনি জীবনের ঢেউও থেমে যায়। তাই ঢেউ যখন উঠেছে শান্ত হতে সময়তো লাগবেই।

8) মানুষের মৃত্যু দিন হচ্ছে তার সত্যিকার জন্মদিন। কারণ, জন্ম থেকে শুরু হওয়া সার্কিটটা সম্পূর্ণ হয় মৃত্যুতে এসে। মৃত্যুর পর একজন মানুষের পোর্টেটটা সামনে দৃশ্যমান হয়। তাই মৃত্যুই তার আসল জন্মদিন।

9) মৃত্যুদণ্ড খুবই নিম্নমানের একটা শাস্তি। কারণ সেটা অপরাধীকে মুক্তি দেয় আর শাস্তি দেয় কিছু নিরপরাধ মানুষদের( যেমনমা,বাবা,ভাই,বোন, বউ, ছেলেমেয়ে আত্মীয়স্বজন।

10) পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে জীবনের অর্থ আলাদা। আমার জীবনের অর্থ যেমন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলায়, তেমনি আমার মনে হয় প্রত্যেকটি মানুষ তার জীবনকে ভিন্ন সময়ে ভিন্ন অর্থে খুঁজে পায়। কোন কোন মানুষের জন্য এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার নামই জীবন। আবার কেউ কেউ শুধু বাঁচাটাকে জীবনের অর্থ মনে করে না, তারা জীবনে সুখ খুঁজে পাওয়াটাকে মনে করে জীবন। কিছু মানুষ মনে করেন অনেক টাকা- পয়সা এবং সম্পত্তির মালিক হতে পারলেই জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব।আসলে জীবন হলঃ
 একটি সুন্দর সকালের শুরু মানে জীবন...
প্রতিটি মুহুর্তটিকে আনন্দের সাথে কাটানোর মানে জীবন
আত্নসন্তুষ্টি লাভ করার মানে জীবন
সবরকমের যন্ত্রণাকে লাঘব করার মানে জীবন
সব দুঃখ কষ্টকে জয় করে ... প্রতিটি বাধা- বিপত্তি পেরিয়ে বেচেঁ থাকার মাঝেই জীবন।
নিজের ইচ্ছায় চলা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর মাঝেই জীবন।

12) ‘জীবন প্রবহমান এক গতিধারা। কখনো তরঙ্গময়, কখনো নিস্তরঙ্গ। ক্ষণিকের যাত্রা হয়তো। আর কিছু না। বেঁচে থাকাই যেন বিস্ময়, তবে ভালো কাজের মাধ্যমে জীবনকে উপভোগ করাটাই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। যাতে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকার সময়ে যে কাজ করা হয় তা নিয়ে আলোচনায় মেতে থাকে। জীবন যাতে মানবকল্যাণে, দেশের কল্যাণে নিবেদিত থাকে। আমি এই প্রজন্মকে কী দিতে পারি আমি কেউ নই, কিছু নই। আমি শুধু দিতে পারি আমার জীবনটাকে।
13) ‘জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখো, নিজের মতো করে জীবনটা যাপন করো।
14) “আমার সব সমস্যা তুমি  দাঁড়াও, এটুকু শুনেই চলে যেও না। পুরো বাক্যটা তো আমার সব সমস্যা তুমি আসার পর মিটে গেছে” – হতে পারে। 
15) পূর্ব পরিকল্পনা করে সময় নষ্ট না করে। যখনকার পরিকল্পনা তখন নিতে হবে ... কেননা কোন ঘটনা যে পূর্বপরিকল্পনা মত ঘটবেতার তো কোন নিয়শ্চয়তা নেই তাহলে কেন আমি পূর্বপরিকল্পনা করে সময় এবং ব্রেন দুটোরই অপচয় করব।
16) অতি প্রত্যাশা সব সময় হতাশায় পরিনত হয়। কখনো অতি প্রত্যাশা করবেন না। প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হোন। তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন। প্রত্যাশানুযায়ী কোন কিছু না পেলে স্বাভাবিক ভাবেই হতাশা এসে মনের মধ্যে ভর করে। কাজেই প্রত্যাশা করার পূর্বে বাস্তবতা চিন্তা করুন। অবাস্তব কোন কিছুর পেছনে ছুটলে জীবন থেকে যেমন মূল্যবান সময় চলে যায় তেমনি জীবনের দৈর্ঘ্য কমে যায়। তাই যা করতে সফল হয়েছেন তার জন্য আনন্দবোধ করুন।
17) আত্দকেন্দ্রিকতা ও 'আমারটা আগে' এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় রূপান্তরিত করে। পক্ষান্তরে দয়া ও সহানুভূতি জীবনকে আনন্দে রূপান্তরিত করে। দানবীর হাজী মুহম্মদ মহসীন বলতেন, আমার তো জীবন একটাই। যে পথ দিয়ে এখন যাচ্ছি সে পথে তো আর নাও আসতে পারি।
18) আদিকাল থেকেই মানুষের জিজ্ঞাসা ছিল।যেমন, আমাদের বাচ্চারা জিজ্ঞেস করে এটা কী? ওটা কী? একটা সময় মানুষ জাতিরও শিশুকাল ছিল। তখন মানুষও প্রশ্ন করছে, এটা কী? ওটা কী? এক সময় আমরা বলতাম, সূর্য উঠছে, সূর্য ডুবছে। কিন্তু না, এখন বলি, আমি উঠছি, আমি ডুবছি। মহাবিশ্বের একটা আকর্ষণ ক্ষমতা আছে। পৃথিবীর মতো এ রকম আরও গ্লোব আছে, আকর্ষণের শক্তিও আছে।
19) আপনি একজন মানুষের সাথে যতই ভালো ব্যাবহার বা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন না কেন কোন একদিন তার সাথে আপনার মন বিক্ষিপ্ত থাকার দরুন খারাপ ব্যাবহার করলেন সে আপনার মনের ব্যাপারটা বুঝবে না আপনি তার সাথে খারাপ ব্যাবহার করলেন সেটাই সারা জীবন মনে রাখবে
20) আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিম্বা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে।বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেও আপনার ব্যাবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।

এই বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে ...

এবার মোবাইল ভার্সনে নতুন ফিচার যোগ করা হয়েছে ...

এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন



 বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

postheadericon “ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs) এর 95 পৃষ্ঠার বাংলা বই বা ই-বুক (pdf বই ) + প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) +টিপস নতুন সিলেবাস অনুযায়ী



৩৫তম বিসিএস প্রিলিমিনারির, বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল ভর্তি, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ...বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য … “ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs) এর 95 পৃষ্ঠার বাংলা বই বা ই-বুক (pdf বই ) + এই বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) + বাংলাদেশ বিষয়াবলী জন্য যে বিশয়গুলো পড়তে হবে সে সম্পর্কিত টিপস নতুন সিলেবাস অনুযায়ী
জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন ... কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।।
তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না ... কিন্তু এই ই-বুক যে কোন মুহূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে তাছাড়া আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…! 

























কেন ডাউনলোড করবেন;
* এই বইটির সব তথ্য , বাজারের নামকরা পাবলিকেশনের বই গুলো থেকে যাচাই বাছাই করে তাদের থেকে শুধু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পরিপূর্ণ ভাবে সাজানো হয়েছে ...
* বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী বই
* প্রত্যেকটা বিষয় পড়ার ও মনে রাখার সুবিধার্থে টেবিল দিয়ে ব্যাখ্যা করা হয়েছে
* সাম্প্রতিক অর্থাৎ আপডেট সকল তথ্য যুক্ত করা হয়েছে ...
* এখানে প্রায় সকল ইম্পরট্যান্ট তথ্য দেওয়া হয়েছে ফলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিকসংখ্যক প্রশ্ন কমন থাকবে আশা করি...
এই বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে ...
এবার মোবাইল ভার্সনে নতুন ফিচার যোগ করা হয়েছে ...
তা হচ্ছে বুকমার্ক মেনু ... মানে আপনাকে এখন আর কোন টপিক্স খুঁজতে হবে না ...
আপনি এখন আপনার রিড়ারের বুকমার্ক মেনুতে ক্লিক করলেই দেখবেন অনেক গুলো শিরোনাম দেখাচ্ছে এইবার সেই শিরোনাম থেকে আপনার কাঙ্খিত টপিক্সে ক্লিক করুন দেখবেন সরাসরি সেই পেইজে চলে গেছে ...
আগে এই অপশন শুধু কম্পিউটার পিডিএফ রিড়ারে করা যেত ...
 **** এইটা সহজে ট্রাই করার জন্য আপনার স্মার্ট ফোনের এডোব রিড়ারে এই ফাইল ওপেন করলেই নিচের বারে দেখবেন একটা বুকমার্ক আইকন (যা দেখতে স্কুল ব্যাজের মত) সেখানে ক্লিক করলেই অধ্যায়ের মেনু চলে আসবে ...
যা ওয়েব সাইট মেনুর মত কাজ করবে ...
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন





বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ

নোটঃ
▬▬▬▬
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি
এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...
**** মোবাইল দিয়ে ডাউনলোড করতে যাদের সমস্যা হয় তারা UC Browser দিয়ে ডাউনলোড করুন

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs)

Bangladesh Affairs (A Complete Solution for Jobs).zip
সাইজঃ ১২ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫
ডাউনলোড লিংকঃ 
বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

postheadericon “ সাধারণ জ্ঞান বা আজকের বিশ্ব (আন্তর্জাতিক বিষয়াবলি-International Affairs) এর ১৭৫ পৃষ্ঠার সম্পূর্ণ নতুন বাংলা বই বা ই-বুক (pdf বই ) + এই বিষয়ের প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ)



৩৫তম বিসিএস প্রিলিমিনারির, বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল ভর্তি, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ...বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য …
“ সাধারণ জ্ঞান বা আজকের বিশ্ব  (আন্তর্জাতিক বিষয়াবলি-International Affairs) এর ১৭৫ পৃষ্ঠার সম্পূর্ণ নতুন বাংলা বই বা ই-বুক (pdf বই )  অর্থাৎ … + এই বিষয়ের ওরাকল কোচিং এর সব লেকাচার শিট , অন্যান্য প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) +  আন্তর্জাতিক বিষয়াবলী জন্য যে বিশয়গুলো পড়তে হবে সে সম্পর্কিত টিপস নতুন সিলেবাস অনুযায়ী …
জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন ... কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।।
তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না ... কিন্তু এই ই-বুক যে কোন মু
হূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে …তাছাড়া আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…!

কেন ডাউনলোড করবেন;  

 *  বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী বই
* এখানে আন্তর্জাতিক বিষয়াবলি মোট ১০০ টপিক্স দেওয়া আছে …
* প্রত্যেকটা বিষয় পড়ার ও মনে রাখার সুবিধার্থে টেবিল দিয়ে ব্যাখ্যা করা হয়েছে …
* সাম্প্রতিক অর্থাৎ আপডেট সকল তথ্য যুক্ত করা হয়েছে ... এবং প্রয়োজনীয় ম্যাপ দেওয়া হয়েছে
* এখানে প্রায় সকল ইম্পরট্যান্ট তথ্য দেওয়া হয়েছে ফলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিকসংখ্যক প্রশ্ন কমন থাকবে আশা করি...

নোটঃ সঠিক প্রস্তুতিই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। বিসিএস-এ টিকে থাকা এবং মেধাক্রমে শীর্ষে অবস্থান- সব কিছুই নির্ভর করে ভালো প্রস্তুতির উপর। দক্ষতা ও দূর্বলতা চিহ্নিত করে এগিয়ে যান আগামীর দিকে।

এই ই-বুকের সুবিধাঃ  

-------------------------
ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন।
তাছাড়া এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ
-----------------------------------------
সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি-International Affairs)
----------------------------------------------------------
General Knowledge (International Affairs)
সাইজঃ ২০ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৫
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন …







ডাউনলোড লিংকঃ 

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !