ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

postheadericon কম্পিউটারের গতি বাড়ানোর অব্যর্থ সব টিপস + সফটওয়্যারগত সব সমস্যা সমাধান+ গতি বাড়ানোর সব লাইফটাইম ফুল ভার্সন (১০০% ওয়ারকিং ) সফটওয়্যার


কম্পিউটার এবং ল্যাপটপের সফটওয়্যারগত সব সমস্যা সমাধান ও গতি বাড়ানোর অব্যর্থ ১০ টি প্রি এক্টিভেইট সাইলেন্ট ইন্সটলার ও লাইফটাইম ফুল ভার্সন (১০০% ওয়ারকিং ) সফটওয়্যার ডাউনলোড করুন ....জাস্ট ক্লিক এন্ড ইন্সটল ফুল ভার্সন ...ক্রাক বা প্যাচ করার ঝামিলা কোন নেই!!!
 স্পিড আপ করার হাজারো সফটওয়্যার থাকলেও এই ১০ টি সফটওয়্যার জনপ্রিয়তা কাজের বিচারে বেস্ট। এদের কাজ একই হলেও কিন্তু প্রত্যেকটির রয়েছে অনেক বিশেষ বিশেষ ফিচার।
কম্পিউটারটির কাজের গতি কমে গেলে সেটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।অনেকেই তাদের কম্পিউটার ধীর গতির কারণে বিরক্তিকর অবস্থায় আছেন। কিন্তু খুব সহজেই এই সফটওয়্যার গুলো দ্বারা সমাধান করা যায় এই সমস্যা।
নানা কারণে আপনার প্রিয় কম্পিউটারের গতি কমে যেতে পারে ফলে আপনি পড়তে পারেন বিড়ম্বনায়। অনেকেই ভাবেন কেবল কম্পিউটারে বেশী রেম লাগালেই বুঝি এর গতি বেড়ে যাবে বিষয়টি আংশিক ঠিক তবে অনেক ক্ষেত্রে বেশী রেম লাগানর পরও আপনার কম্পিউটার হতে পারে ধীর গতির। চলুন জেনেনিই কিভাবে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন।

গতি বাড়ানোর সব লাইফটাইম ফুল ভার্সন (১০০% ওয়ারকিং ) সফটওয়্যার

সি সি ক্লিনার v5.40.64

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য যতগুলা PC Optimization Tools আছে, CCleaner এগুলার মধ্যে অন্যতম। আপনি চাইলেই এটির প্রিমিয়াম ব্যবহার করে দেখতে পারেন একদম বিনামূল্যে ।আপনার কম্পিউটার কি স্লো ! অবশ্যই এটি ব্যবহার করে দেখুন 👌👌


ফিচার
১.আপনার কম্পিউটারকে করে তোলে সুপার ফার্স্ট
২.পিসির সুরক্ষা প্রদান করে থাকে
৩.সকল প্রকার জাঙ্ক ফাইল ক্লিন করে
৪.ইন্টারনেট এর ফার্স্ট এক্সেস নিশ্চিত করে
৫.প্রাইভেসি এর নিশ্চয়তা প্রদান করে
৬.শর্টকার্ট ভাইরাস দূর করে
৭.অতিরিক্ত স্টার্টআপ প্রোগ্রাম রিমুভ করে
৭.আরও আছে স্মার্ট র্যাম, স্ক্রীনশর্ট নেওয়া, পিসি মনিটরেট মতো অনেক রকম সুবিধা

খুব সহজে এই কাজগুলো নিয়মিত করতে সি ক্লিনার ইনস্টল করুন 
Analyze করুন এরপর Run Cleaner ok করুন।

 
পরে ট্যাব Applications

রেজিস্ট্রি ক্লিন (Registry clean)  করতে রেজিস্ট্রি বাটনে ক্লিক করে Scan for issues এরপর Fix All selected issues ক্লিক করুন


🗊 সাইজঃ- ১৭ এমবি
📥 ডাউনলোড 👆 লিংকঃ
CCleaner v5.40 by tanbircox.zip


http://www53.zippyshare.com/v/9q4yuQvS/file.html


নোটঃ zippyshare থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...প্রথমবার ক্লিকে ডাউনলোড না হলে কয়েকবার [Download Now ] বাটনে ক্লিক করুন দেখবেন ডাউনলোড হবে
📲 মোবাইল স্ক্রিন অটো-অ্যাডজাস্টেড ভার্সন বাংলা বইয়ের ফোল্ডার ডাউনলোড লিংকঃ http://bit.ly/tanbir
📲 মোবাইল দিয়ে ডাউনলোড করতে chrome বা UC Browser ব্যাবহার করুন ...
💼 ফাইল আনাজিপ করতে যে কোন rar/zip অথবা যে কোন File Explorer অ্যাপস ইউজ করুন যা গুগল প্লে স্টোরে ফ্রিতে সার্চ দিয়ে পাবেন

 Clean Master for PC Pro.v6

কম্পিউটারকে সুপার ফাস্ট করতে ক্লিন মাস্টার ব্যবহার করুন ... মোবাইলের জন্য সবচেয়ে জনপ্রিয় এই সফটওয়্যার পিসি ভার্সন করেছে Clean Master for PC Pro.v6 যা খুবই ইউজার ফ্রেন্ডলি ও কার্যকর ... এর এতো ফিচার আছে তা লিখে শেষ করা যাবে না... প্রি এক্টিভেইট সাইলেন্ট ইন্সটলার ও সাধারণ ক্যাক ভার্সন দুইটাই দেওয়া আছে
🗊 সাইজঃ- ৫৫ এমবি
📥 ডাউনলোড 👆 লিংকঃ
Clean Master for PC Pro.v6.zip
http://www37.zippyshare.com/v/IWzmwb0q/file.html


 kerish Doctor 2018

কম্পিউটারকে সুপার ফাস্ট করতে ও ভাইরাস জনিত সকল সমস্যার সমাধান করতে
kerish Doctor 2018 লাইফটাইম ফুল ভার্সন (১০০% ওয়ারকিং ) সফটওয়্যার ডাউনলোড করুন ....
কম্পিউটার এবং ল্যাপটপের সফটওয়্যারগত সব সমস্যা সমাধান ও গতি বাড়ানোর অব্যর্থ ১০ টি প্রি এক্টিভেইট সাইলেন্ট ইন্সটলার ও জাস্ট ক্লিক এন্ড ইন্সটল ফুল ভার্সন ...ক্রাক বা প্যাচ করার ঝামিলা কোন নেই!!! পর্ব - ৩
🗊 সাইজঃ- 40 এমবি
📥 ডাউনলোড 👆 লিংকঃ
Kerish Doctor 2018 v4.65.zip
http://www80.zippyshare.com/v/PQYLyUaT/file.html

 Advanced SystemCare pro 11.2

আমার প্রিয় পিসি অপটিমাইজেশন ও এরর রিপায়ার সফটওয়্যার
Advanced SystemCare pro 11.2... যে কোন মূহুর্তে জাস্ট ক্লিক করে রার্ম ও প্রসেস স্প্রিড বাড়ানো যায় ... এর রার্ম ও প্রসেস মিটার বার রয়েছে অনেক সময় ইউজ পারসেন্ট বেড়ে গেলে বুস্ট করে র‍্যাম ফ্রি করা যায় ... অন্য সব ফিচার ছবিতে দেখতে পারবেন ...
কম্পিউটারকে সুপার ফাস্ট করতে ও ভাইরাস জনিত সকল সমস্যার সমাধান করতে
🗊 সাইজঃ- 40 এমবি
📥 ডাউনলোড 👆 লিংকঃ
Advanced SystemCare pro 11.2 tanbircox.zip
http://www53.zippyshare.com/v/PNfeMGzN/file.html

 কম্পিউটারের গতি বাড়ানোর অব্যর্থ সব টিপস

কম র‌্যাম এবং পুরোনো ভার্সনের প্রসেসর ওয়ালা ডেস্কটপ বা ল্যাপটপগুলি একটু স্লো হতেই পারে কিন্তু অনেকের কোরআই ফাইভ/সেভেন ৪ জিবি ৮ জিবি র‌্যামের কম্পিউটার ল্যাপটপও স্লো হয়ে যায় এর সমাধান দিতেই আজকের এই পোস্ট


কম্পিউটার স্লো হওয়ার পেছনে নীচের কারণগুলোর সবচেয়ে দায়ী:
১. কম RAM, হার্ডডিস্কে কম জায়গা
২. মাদারবোর্ডে ধুলোবালি জমা
৩. বিভিন্ন জাঙ্ক ফাইল জমা
৪. ভাইরাস স্পাইওয়ার অ্যাডওয়্যার
৫. অপ্রয়োজনীয় সফটওয়্যার
৬. ব্যাকগ্রাউন্ড বা স্টার্টআপে অনেক প্রোগ্রাম চালু থাকা ইত্যাদি

সমাধান:
১. হার্ডওয়্যার আপগ্রেড Harware Upgrade (Optional):
সম্ভব হলে পিসি আপগ্রেড করুন সেক্ষেত্রে কমপক্ষে
   -  কোরআই থ্রি ৬৪ বিট প্রসেসর, র‌্যাম ২-৮ জিবি, পারলে সি ড্রাইভ বানানোর জন্য কমপক্ষে ১২০ জিবি SSD লাগান
   - সি ড্রাইভে কমপক্ষে ১০০ জিবি জায়গা  রাখুন ভিডিও এডিটিং এর কাজ করতে চাইলে সি ড্রাইভে ২০০    জিবি জায়গা রাখা ভালো।
- My Documents, Downloads folder এবং ডেস্কটপ ক্লিন রাখুন।


২. ধুলোবালি পরিষ্কার Dust Clean:
আপগ্রেডের প্রয়োজন নেই তাহলে আপাতত পিসির কেসিং খুলে মাদারবোর্ড এবং ফ্যানগুলি পরিষ্কার করুন এক্ষেত্রে ব্লোয়ার ব্যবহার করলে ভালো হয়। যদি প্রসেসর বা হিট সিঙ্ক ফ্যানে ধুলা জমে যায় তাহলে প্রসেসর অনেক বেশী উত্তপ্ত হয়ে যায় আর তাপমাত্রা বেড়ে গেলে আপনার কম্পিউটার ধীর গতির হয়ে যেতে পারে। তাই, সিপিইউ এর ভেতরের অংশটিকে রীতিমত পরিস্কার করুন।

৩. টেম্পোরারি ফাইল ক্লিন Temporary file clean:
ধুলোবালি পরিষ্কার করেছেন তো এবার  আপনার desktop>start menu>run যান  recent লিখে ok করুন। যে ফাইলগুলো আসবে delete করে দিন।
-একইভাবে run এ গিয়ে  %temp% লিখে ok করুন । যে  ফাইলগুলো আসবে তা delete করে দিন।
- run এ গিয়ে prefetch লিখে ok করুন ।যে ফাইলগুলে  আসবে তা delete করুন।
সবশেষে tree  লিখে যতবার ইচ্ছে ok করুন এতে pc refresh হবে।
৪. ডিস্ক ক্লিনআপ Disk Clean Up:
সি ক্লিন ব্যবহার করলে আলাদাভাবে এটা করতে হবেনা। অন্যথায় Start থেকে গিয়ে Search করুন Disk ক্লিনআপ  এক এক করে ডিস্ক সিলেক্ট করে ক্লিনআপ করুন

Windows 10
৫. ডিফ্র্যাগমেন্ট Disk Defragmenter  :
Start থেকে গিয়ে Search করুন defragment এবার Disk defragmenter ওপেন করে  অ্যানালাইজ করে  defragment ক্লিক করুন এটা শেষ হতে কিছু সময় নেবে।অথবা My Computer এ Right Click করে Properties এ যান। এরপর Tools সেকশনের নীচে দেখবেন “Defragment Now”. এখানে ক্লিক করে আপনার ড্রাইভটি সিলেক্ট করুন এবং Defragment করুন।


৬. অবাঞ্চিত প্রোগ্রাম রিমুভ Uninstalling useless programs:
Control Panel কিংবা Settings থেকে programs and Features থেকে দেখে দেখে ড্রাইভার এবং দৈনিক ব্যবহারের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রেখে অন্যগুলো আনইনস্টল করে ফেলুন।
শুধুমাত্র একটি অ্যান্টিভাইরাস রাখুন, পেইড গুলোর মধ্যে হালকা অ্যান্টিভাইরাস যেমন ট্রেন্ড মাইক্রো, Eset ইত্যাদির যেকোনো একটা ব্যবহার করতে পারেন। আর ফ্রি চাইলে Malwarebyte, Zemana, Hitman Pro যেকোনোটা ব্যবহার করতে পারেন। ফ্রি AVG বা Avast ব্যবহার না করাই ভাল, এগুলো কম্পিউটার অনেক স্লো করে ফেলে।
উইন্ডোজ 7  এ

উইন্ডোজ 10 এ- 

* এরপর আপনার অ্যান্টিভাইরাস দিয়ে পিসি স্ক্যান করে ক্লিন করুন। তবে সাধারণ অ্যান্টিভাইরাসগুলি ছোট টাইপের কিছু সমস্যা সমাধান করতে পারেনা যেমন- ব্রাউজারে আপনাআপনি কোনো ট্যাব খোলা, আপনাআপনি কোনো সাইটে রিডাইরেক্ট করে চলে যাওয়া, নিজে নিজেই ট্যাব খুলে কোনো সাইটে ঢুকে যাওয়া ইত্যাদি । এর সেরা সমাধান: উপরে দেয়া Zemana, বা Hitman pro, এগুলো দিয়ে স্ক্যান করুন এবং ভাইরাস দূর করুন সম্পূর্ণরূপে।

৭. স্টার্টআপ ক্লিন Limit Startup Processes:
স্টার্টআপ বা কম্পিউটার চালু হওয়ার সময় যেসব প্রোগ্রাম স্টার্ট হয় যেমন বিজয় । এই টাইপের কিছু সফটওয়্যার স্টার্টআপে চালু থাকে এবং কম্পিউটার চালু হতে অনেক সময় নেয় এজন্য দরকারি দুএকটি রেখে বাকিগুলো ডিজ্যাবল করে দিন।
উইন্ডোজ 10 এ- 
উইন্ডোজ 7  এ প্রথমে Win + r .চাপুন Run থেকে  msconfig লিখে  এন্টার দিন...

এখানে Startup ট্যাবে ক্লিক করুন অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো থেকে টিকচিহ্ন গুলো তুলে দিয়ে OK চেপে বেরিয়ে আসুন।

অথবা সহজে করতে CCleaner  ব্যবহার করুন


৮. ভার্চুয়াল র‌্যাম বাড়ানো Virtual RAM:
সাধারণত র‌্যামের বাইরে পিসি সাধারণত হার্ডডিস্কের একটু মেমোরি ভার্চুয়াল RAM হিসেবে ব্যবহার করে থাকে, এটা সামান্য হলেও পিসির স্পিড কিছুটা বাড়ায়। My Computer এ রাইট বাটন চেপে Properties এ গিয়ে বাম দিকে Advance System Setting থেকে এটা করতে পারবেন


- প্রথম বক্সের টিক তুলে দিন এরপর
- Custom Size এ ক্লিক করুন নিচের চিহ্নিত স্থান দেখে মাঝের ঘর পুরণ করুন
- Initial এ আপনার র‌্যামের পরিমান দিন বসান ‍(See here ঘরে যেটা Currently...)
- যেটা Recommended ঘরে আছে সেটা Maximum এর ঘরে বসান।রেকমেন্ডেড মূলত আপনার লাগানো র‌্যামের দেড়গুন হবে।
এখানে আমার র‌্যাম ৬  জিবি, আপনারটা আলাদা হলে সেটাই বসাবেন। এবার Set বাটনে ক্লিক করে OK  চাপুন।
উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও একই 

৯. শিডিউল টাস্ক এবং উইন্ডোজ আপডেট অফ রাখা Turn Off Windows Update:
শিডিউল টাস্ক বা ভেতরে ভেতরে চলা ব্যাকগ্রাউন্ড প্রগ্রামগুলি ডিজ্যাবল করতে CCleaner ওপেন করে এটা করুন।
আর উইন্ডোজ আপডেট অফ করতে:
উইন্ডোজ 10 এ উইন্ডোজ সেটআপ দেয়ার পর প্রথমবার আপডেট দেয়া জরুরি কিন্তু সবসময় আপডেট অপশন চালু থাকলে স্পিড এবং ইন্টারনেট ব্যালেন্স দুটোর জন্যই ক্ষতিকর এবং বিরক্তিকরও বটে তাই প্রথমবার আপডেট দেয়ার পর আপডেট বন্ধ করতে Start থেকে Control Panel এ গিয়ে উইন্ডোজ আপডেট এরপর Change setting থেকে Never Check for Update সিলেক্ট করে দিয়ে ওকে করুন।

উইন্ডোজ ৭ এ এভাবে-
উইন্ডোজ ১০ এ সরাসরি এভাবে উইন্ডোজ আপডেট বন্ধ করার অপশন নেই। কেউ করতে চাইলে এভাবে করতে পারেন।
Windows key + R চাপুন Run command. আসলে
gpedit.msc লিখে OK করুন Local Group Policy Editor আসবে
 এবার এখান থেকে আপডেট অপশন মডিফাই করুন

১০. পাওয়ার সেটিং: Power Settings:
System and Security এরপর Power Options থেকে High বা  Maximum Performance নির্বাচন করুন, বিশেষত ল্যাপটপের জন্য।


১১. ট্রাবলশুটার Performance Troubleshooter:
এজন্য  System Security > Check for Performance issue তে ক্লিক করে কোনো Issue বা সমস্যা থাকলে ফিক্স করুন
উইন্ডোজ ৭ এ

উইন্ডোজ ১০ এ এভাবে-
১২. সিস্টেম ট্রে প্রগ্রাম ক্লিন System Tray Programs:
সিস্টেম ট্রেতে অনেক প্রগাম চালু থাকে যেটাতে কাজ চালু নেই সেটা রাইট বাটন চেপে এক্সিট Quit করে দিন।


১৩. অ্যানিমেশন কমান Reduce Animations: 
উইন্ডোজের কিছু অ্যানিমেশনের কারণে পিসি সামান্য স্লো কাজ করতে পারে এজন্য এগুলোকে অফ রাখুন বিশেষত উইন্ডোজ ১০ এ


১৪. ওয়েব ব্রাউজারের বিরক্তিকর টুলবার, অ্যাডঅন রিমুভ Remove annoying toolbar: ওয়েব ব্রাউজারে অনেক সময় ASK টুলবারসহ নানারকম অপ্রয়োজনীয় টুলবার বা অ্যাডঅন ইচ্ছায় অনিচ্ছায় ইনস্টল হয়ে যায়। সেগুলো রিমুভ করুন গুগোল ক্রোমের Seetings থেকে On startUp এর New Tab Page থেকে
ASK বা কোনো টুলবার বা ট্যাব অপশন থাকলে ডিলিট করে দিন এবং ক্রোমের ডিফল্ট New Tab Page বা Blank Tab বা Google Homepage সিলেক্ট করে দিন। নিচের মত টুলবার  থাকলে ওটার উপর রাইট বাটন চেপে Uninstall করুন।

অপ্রয়োজনীয় অ্যাডঅন বা এক্সটেনশন রিমুভ করতে ক্রোমের তিনদাগওয়ালা সেটিং থেকে More tools এ মাউস রাখুন Extensions দেখতে পাবেন যেগুলো চিনতে পারছেন না সেগুলো ডিলিট করে দিন
টিক তুলে দিন কিংবা চাইলে ডিলিটও করে দিতে পারেন।
অথবা অ্যাড অনের উপর রাইট ক্লিক করে রিমুভ করুন
অনেকসময় কিছু বিরক্তিকর টুলবার কিংবা ট্যাব হাইজ্যাকার কোনোভাবেই রিমুভ হতে চায়না । সেক্ষেত্রে Control Panel থেকে এর সফটওয়্যারটাকে খুজে বের করুন আনইনস্টল করুন, এগুলোর নাম এরকম হয়ে থাকে MindSpark Interactive Network, Relevent Knowledge ইত্যাদি
Control Panel এ না পেলে C Drive এর Program files থেকে খুঁজে বের করে ফোল্ডারসহ ডিলিট করে দিন। যেমন-
সেখানেও খুজে না পেলে Malwarebye, Zemana কিংবা Hitman pro ই শেষ ভরসা।
১৬ . প্রাইভেসি অপশন কাস্টমাইজ করা  Customize windows Privacy option:
Settings থেকে Privacy তে যান এবার General এর অপশনগুলো Off করে দিন

Privacy থেকে Location এর অপশনটিও Off করে দিন

এই কাজগুলি করে ফেললে আপনার পুরোনো স্লো পিসি অবশ্যই ফাস্ট হবে আর হাই কনফিগ পিসি তো আলোর গতিতে কাজ করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে টিপসের ইংরেজি অংশটুকু কপি করে গুগোলে লিখে সার্চ দিন এবং নিচের Image অপশনে ক্লিক করে অসংখ্য ছবির সাহায্যে সব স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। ধন্যবা

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !