ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

postheadericon ৩৮তম বিসিএস প্রিলি. প্রস্তুতি (পরীক্ষায় ১০ নম্বর ): ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ডাইজেস্ট ... বিগত ২০ থেকে ৩৭তম বিসিএস প্রিলির প্রশ্নোত্তর



🎯 greenhouse কি: কাঁচের তৈরি ঘর ( ৩৭ তম বিসিএস)
🎯 greenland এর মালিকানা কোন দেশের? danmark (৩২ তম বিসিএস)
🎯 greenpeace যাত্রা শুরু করে- 1971 ( ৩৭ তম বিসিএস)
🎯 law of the sea convention অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? 200 নটিক্যাল মাইল ( ৩৭ তম বিসিএস)
🎯 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন? নিশাত মজুমদার (৩৫ তম বিসিএস)
🎯 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে- 200 নটিক্যাল মাইল (৩৫ তম বিসিএস)
🎯 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল সংশোধন করা হয়- 4 (৩৫ তম বিসিএস)
🎯 2004 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতিছিল ঘন্টায়- 700 থেকে 800 কিলোমিটার (৩৬তম বিসিএস)
🎯 অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? কলা (৩৬তম বিসিএস)
🎯 আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি? পানামা খাল (৩২ তম বিসিএস)
🎯 আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ- ভ্যাটিকেন (৩৪ তম বিসিএস)
🎯 আলুর একটি জাত diamond ( ৩৭ তম বিসিএস)
🎯 কার্টাগেনা প্রটোকল হচ্ছে- জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি (৩৫ তম বিসিএস)
🎯 কিসের স্রোতে নদীখাত গভীর হয়- জোয়ার ভাটার স্রোত (৩৫ তম বিসিএস)
🎯 কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র (৩৫ তম বিসিএস)
🎯 কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার (৩২ তম বিসিএস)
🎯 কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে ডিজেল (৩৬তম বিসিএস)
🎯 কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়ে ( ৩৭ তম বিসিএস)
🎯 গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গকিলোমিটার (৩৫ তম বিসিএস)
🎯 জলবায়ু পরিবর্তন মোকাবেলায় green climate fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমান অর্থ মঞ্জুর করেছে? 100 বিলিয়ন ডলার (৩৬তম বিসিএস)
🎯 জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ (৩৫ তম বিসিএস)
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

postheadericon চাকরির গণিতঃ ১০০টি সমাধানঃ MCQ প্রশ্ন এর অপশন দেখে সহজেই উওর বের করার অব্যার্থ টেকনিক। একই টেকনিক ব্যবহার করে শত শত সমস্যার সমাধান।


চাকরির গণিতঃসরল সমীকরন
 সরাসরি সংখ্যা নির্নয়,পিতা – পুত্রের বয়স নির্নয় করতে বললে এরকম অনেক সমস্যার সমাধান এই নিয়মে করা যায়।তবে অনুশীলন এর মাধ্যমে দ্রুত করার অভ্যাস করতে হবে।খুব অল্প দিনের মধ্যেই আপনি মুখে মুখেই অতি দ্রুত অনেক সমস্যার সমাধান করতে পারবেন।
সরল সমীকরনঃ ধরি,প্রশ্নটি
১।একটি সংখ্যার অর্ধেক তার এক – ততীয়াংশের চেয়ে ১৭ বেশি,সংখ্যাটি কত?
ক।৫২        খ।৮৪
গ।১০২       ঘ।২০৮
সমাধানঃ
ক এর মান যাচাই
৫২ এর অর্ধেক = ৫২/২ = ২৬
৫২ এর এক – ততীয়াংশ = ৫২/৩ = ১৭.৩৩
২৬ – ১৭.৩৩ = ৮.৬৭(১৭ হয় না)
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
৮৪ এর অর্ধেক = ৮৪/২ = ৪২
৮৪ এর এক – ততীয়াংশ = ৮৪/৩ = ২৮
৪২ – ২৮ = ১৪(১৭ হয় না)
কাজেই খ সঠিক নয়।
গ এর মান যাচাই
১০২ এর অর্ধেক = ১০২/২ = ৫১
১০২ এর এক – ততীয়াংশ = ১০২/৩ = ৩৪
৫১ – ৩৪ = ১৭(প্রশ্নের ১৭ এর সাথে মিলে গেছে)
কাজেই গ সঠিক উওর।
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
২।একটি সাভাবিক সংখ্যার বর্গের ৯ গুনের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার সমান হয়।
ক.৭          খ.৮         গ.৯        ঘ.১০
সমাধানঃ
ক এর মান যাচাই
১ম অংশ
৭ এর বর্গ = (৭)২ = ৪৯
সংখ্যাটির বর্গ সংখ্যাটি = ৪৯
                = ৫৬
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি = ৭ ১ = ৮
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন = ৯ ৮ = ৭২
১ম অংশ ও ২য় অংশ সমান নয়।
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
১ম অংশ
৮ এর বর্গ = (৮)২ = ৬৪
সংখ্যাটির বর্গ সংখ্যাটি = ৬৪
                = ৭২
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি = ৮ ১ = ৯
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন = ৯ ৯ = ৮১
১ম অংশ ও ২য় অংশ সমান নয়।
কাজেই খ সঠিক নয়।

গ এর মান যাচাই
১ম অংশ
৯ এর বর্গ = (৯)২ = ৮১
সংখ্যাটির বর্গ সংখ্যাটি = ৮১
                = ৯০
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি = ৯ ১ = ১০
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন = ৯ ১০ = ৯০
১ম অংশ ও ২য় অংশ মিলে গেছে।
কাজেই গ সঠিক উওর।
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
৩।কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে সংখ্যাটির সমান।(৩১ তম বিসিএস)
ক।৭০     খ।৮০       গ।৯০     ঘ।৭৫
সমাধানঃ
ক এর মান যাচাই
৭০ এর ৪০% = (৪০/১০০) ৭০
          = ২৮
সংখ্যাটির ৪০% ৪২
 = ২৮ ৪২ = ৭০(সংখ্যাটির সমান)
তাই ক সঠিক উওর।
ক তে উওর পেয়ে গেছি তাই খ,গ,ঘ যাচাই এর দরকার নাই।
৪। একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হয়। বালকের সংখ্যা কত?
ক।১০    খ।১০০     গ।২৫     ঘ।৩৫
সমাধানঃ

ক এর মান যাচাই
বালকের সংখ্যা ১০ হলে প্রত্যেকে ১০ টাকা দিবে।
এক্ষেত্রে মোট টাকা = ১০ ১০
             = ১০০
কাজেই ক সঠিক উওর।
ক তে উওর পেয়ে গেছি তাই খ,গ,ঘ যাচাই এর দরকার নাই।
৫।মামুন ২৪০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে,যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত।সে কতগুলো কলম কিনেছিলো?
ক।১৩টি    খ।১৪টি    গ।১৫টি    ঘ।১৬টি
সমাধানঃ
ক এর মান যাচাই
১৩টি কলম কলম প্রতিটির দাম = ২৪০/১৩ = ১৮.৪৬
একটি কলম বেশি পেলে প্রতিটির দাম = ২৪০/(১৩ ১) = ২৪০/১৪ = ১৭.১৪
দামের ব্যবধান = ১৮.৪৬ – ১৭.১৪ = ১.৩২(প্রশ্নে ১ টাকা কম হত)
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
১৩টি কলম কলম প্রতিটির দাম = ২৪০/১৪ = ১৭.১৪
একটি কলম বেশি পেলে প্রতিটির দাম = ২৪০/(১৪ ১) = ২৪০/১৫ = ১৬
দামের ব্যবধান = ১৭.১৪ – ১৬ = ১.১৪(প্রশ্নে ১ টাকা কম হত)
কাজেই খ সঠিক নয়।
গ এর মান যাচাই
১৩টি কলম কলম প্রতিটির দাম = ২৪০/১৫ = ১৬
একটি কলম বেশি পেলে প্রতিটির দাম = ২৪০/(১৫ ১) = ২৪০/১৬ = ১৫
দামের ব্যবধান = ১৬ – ১৫ = ১ (প্রশ্নে ১ টাকা কম হত এর সাথে মিলে গেছে)
কাজেই গ সঠিক উওর।
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

postheadericon ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ বা গনিতের জন্য জন্য স্পেশাল সাজেশন (বিসিএস গণিতের পুরোনো প্রশ্নোত্তর গুলোর সংকলন )


🎯 0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল –   2187
🎯 যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়,তবে সংখ্যা দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে? May – 24
🎯 একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈরঘ্য যথাক্রমে 20m, 21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত? 210m^2
🎯 দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 ,তবে বড় সংখ্যাটি কত? 36
🎯 (x – 4)^2    (y 3)^2=100 বৃত্তের কেন্দ্রিয় স্থাংক কত? (4, – 3)
🎯 f(x)=x^3 – 2x 10 হলে f(0) কত? 10
🎯 1^2 2^2 3^2 .......... x^2 এর মান কত { x(x 1)(2x 1)}/6
🎯 .যদি a b=2,ab=1হয় তবে aএবং b এর মান কত? 1,1
🎯 3x – 7y 10=0 এবং y – 2x – 3=0 এর সমাধান –   x= – 1,y=1
🎯 যদি a2 1/a2=51হয় তবে a 1/a এর মান কত?  – 7
🎯 x^3 – x^2 কে x – 2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে    4
🎯 .(4x^2 – 16) এবং 6x^2 24x 24 এর গসাগু –   2(x 2)
🎯 একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত? 12
🎯 Log2(1/32) এর মান –    – 5
🎯 কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60।তবে সংখ্যাটি কত? 200
🎯 .কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি । উহা কত? 70
🎯 রহিম,করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে? 3 দিন
🎯 .যদি Q/P=1/4 হয় তবে (P Q)/(P – Q) এর মান –   5 – Mar
🎯 .কোনটি সবচেয়ে ছোট ? Feb – 13
🎯 .কোন লগিষঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২,১৮ এবং ২৪ দ্ধারা বিভাজ্য হবে ? ৭০
🎯 .নিচের কোনটি মৌলিক সংখ্যা ? ৫৯
🎯 .নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা ? ০.৩
🎯 একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট । সংখ্যাটি কত? ৩৪১
🎯 ক ও খ একএে একটি কাজ ১২ দিনে করতে পারে । ক একা কাজটি ২০ দিনে করতে পারে । খ একা কাজটি কতদিনে করতে পারবে ? ৩০দিনে
🎯 f(x)=x^3 kx^2 – 6x 9; k – এর মান কত হলে f(3)=0 হবে  – 2
🎯 .x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক ? xz<yz
🎯 একটি আয়তক্ষেএের দৈর্ঘ্য প্রস্ত্রের দ্ধিগুন । আয়তক্ষেএটির ক্ষেএফল 1250 র্বগমিটার হলে এর দৈর্ঘ্য কত ? 50
🎯 নিচের কোনটি বৃওের সমীকরণ ? x^2 y^2=16
🎯 a 1/a=3 হলa^3 1/(a^3)এর মান কত ? 18
🎯 .loga (m/n)=কত ? loga^m – logn
🎯 a b=7 এবংa2 b2=25 হলে নিচের কোনটি ab এর মান হবে ? 12
🎯 দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুটি সমকোণ হলে একটি অপরটির কী বলে ? সম্পূরক কোণ
🎯 বৃওের কেন্দ্র্র ছেদকারী জ্যাকে কী বলা হয় ? ব্যাস
🎯 দুটি এিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় ? একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান
🎯 .কোন এিভুজের বাহুগুললোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী এিভুজ অংকন সম্ভব হবে ? ৩:০৪:০৫
🎯 একটি মিনারের পাদদেশে হতে 20 মিটার দুরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30^0 হলে মিনারটির উচ্চতা কত? 20/ 3মিটার
🎯 ১৩.৩/৪% এর সমান ? Nov/৮০
🎯 ৩,৯,৪ এর চতুর্থ সমানুপাতিক কত ? 12
🎯 3x^3 2x^2 – 21x – 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে –   x 1
🎯 ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত? ১০৭
🎯 ৪০ সংখ্যাটি হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে? a=৪০ ১১
🎯 পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 1
🎯 ১.১, .০১ ও .০০১১  – এর সমষ্টি কত? ১.১১১১
🎯 ১.১৬   এর সাধারন ভগ্নাংশ কোনটি? 1  4/25
🎯 ৪ টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট একত্রে ৮ টি ৫ টাকার নোটের কত অংশ? ০১/Feb
🎯 পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে –   ১৫

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !