ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

বুধবার, ২২ মার্চ, ২০১৭

postheadericon খুব সাম্প্রতিক (আপডেট) ঘটনার গুরুত্বপূর্ণ ৪০০টি প্রশ্নোত্তর ...বিসিএস , ব্যাংক জব ও ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ...



🎯 মোট উপজেলা -৪৯১টি , সর্বশেষ : কুমিল্লার লালমাই ।
🎯 মোট থানা -৬৪০টি , সর্বশেষ : নরসিংদির মাধবদী
🎯 ডিএমপি থানা -৪৯টি
🎯 মোট পৌরসভা -৩২৭টি , সর্বশেষ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি ।
🎯 মাথাপিছু আয়-১৪৬৫ মার্কিন ডলার ( সূত্র: বাংলাদেশ ব্যাংক)
🎯 রেমিট্যান্স-৭৮.১৮ বিলিয়ন টাকা ( ফেব্রুয়ারী -’১৭) ( সূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
🎯 রিজার্ভ ৩২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার
🎯 এ্যাডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের ২০তম প্রেসিডেন্ট
🎯 শেখ হাসিনা -বাংলাদেশের ১৪তম প্রধানমন্ত্রী
🎯 ড. শিরীন শারমীন চৌধুরী বাংলাদেশের > ১৩তম স্পিকার(নারী হিসেবে ১ম)
🎯 কে এম নুরুল হুদা ১২তম প্রধান নির্বাচন কমিশনার ।
🎯 ফজলে কবির ১১তম বাংলাদেশ ব্যাংকের গভর্নর
🎯 এস কে সিনহা-২১তম প্রধান বিচারপতি
🎯 পি.এস.সি চেয়ারম্যান-ড. মোহম্মদ সাদিক-১৪তম
🎯 জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক -১১তম
🎯 দুদক এর চেয়ারম্যান   ইকবাল মাহমুদ -৫ম
🎯 এটর্নি জেনারেল -এ্যাডভোকেট মাহবুবে আলম-১৫ তম

🎯 ৩০ নভেম্বর ২০১৬ UNESCO বাংলাদেশের কোন বিষয়টিকে 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয় ? পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
🎯 বর্তমানে বাংলাদেশে কতটি 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্য' রয়েছে? ৩টি(বাউল সংগীত, জামদানি ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা)
🎯 দেশের প্রথম ওষুধনীতি করা হয় কবে? ১৯৮২ সালে
🎯 বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের কতটি দেশে রপ্তানি করা হয়? ১২২ টি দেশে
🎯 বাংলাদেশে WTO'র বাণিজ্য সহজীকরণ চুক্তি(TFA) কবে অনুমোদন করে? ২৭ সেপ্টেম্বর ২০১৬
🎯 বাংলাদেশ কততম দেশ হিসেবে বাণিজ্য সহজীকরণ চুক্তি (TFA) অনুমোদন করে? ৯৪
🎯 স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক একবারই মাত্র একটি নোট বাতিল করে। নোটটি কত মূল্যমানের এবং কত? ১০০ টাকা মূল্যমানের ; ১৯৭৪
🎯 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পীর নাম কি? নমিতা ঘোষ
🎯 চীনের কাছ থেকে বাংলাদেশের নৌবাহিনীর জন্য আনা সাবমেরিন দুটির নাম কি? "বানৌজা নবযাত্রা"ও বানৌজা জয়যাত্রা
🎯 বাংলাদেশ সরকার ঘোষিত মনোগত সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?-৫৭ টি
🎯 Revolution Square কোথায় অবস্থিত? হাভানা, কিউবা
🎯 ২০১৬ সালে আরাকান রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত রোহিঙ্গা নির্মূল অভিযানের নাম কি? অপারেশন ক্লিন
মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

postheadericon হুমায়ূন আহমেদ স্যারের জনপ্রিয় ৪০০ টি চিরন্তন বাণী বা উক্তি;; জাস্ট একবার চোখ বুলিয়ে দেখুন...


বাংলা সাহিত্যের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের লেখা পাঠকদের কাছে যেমন জনপ্রিয় তেমনি তার কিছু উক্তি আজও পাঠকদের মন কে জয় করে রেখেছে। হুমায়ূন আহমেদের জনপ্রিয়  উক্তিগুলো পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো :
[ এই উক্তি গুলো তার বিভিন্ন বই থেকে সংগ্রহ করা ] 
🎯 অতি সাধারন যে মানুষ তার চরিত্রেও অবাক হয়ে লক্ষ করার মতো কিছু ব্যাপার থাকে।
🎯 অতিকাছের মানুষের অবহেলা সহ্য করার ক্ষমতা মানুষের নেই মানুষ বড় অভিমানি প্রাণী ||
🎯 অতিরিক্ত রূপবতীরা বোকা হয়, এটা জগতের স্বঃতসিদ্ধ নিয়ম।
🎯 অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দুর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষই একই। কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভাল মানুষ।
🎯 অধিকাংশ মানুষই আজকাল গুছিয়ে কথা বলতে পারে না। চিন্তা এলোমেলো থাকে বলে কথাবার্তাও থাকে এলোমেলো।
🎯 অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলে। তেমনি কষ্ট বলেও কিছু নেই, সুখের সাময়িক অনুপস্থিতিকে কষ্ট বলে।
🎯 অন্ধকারে একটি সুন্দরী মেয়েও যেমন অসুন্দরী মেয়েও তেমন। পার্থক্যটা হচ্ছে আলোতে।
🎯 অবিশ্বাসের কাজগুলো খুব বিশ্বাসীরাই করে।
🎯 অভাবী মানুষদের চোখ কেন জানি পশুদের মতো চকচক করে।
🎯 অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মত। শুধুই একদিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না।
🎯 অসম্ভব বুদ্ধিমান মানুষ সব সময় এই ছেলেমানুষীটা করে। তাদের বুদ্ধির ছটায় অন্যকে চমকে দিতে চায়।
🎯 অসুস্থ মানুষকে প্রকৃতি খুব প্রভাবিত করে। পরিবেশেরও রোগ নিরাময়ের ক্ষমতা আছে।
🎯 আইসক্রিম আর চুমু খাওয়ার কোন বয়স লাগে না।
🎯 আজকালকার ছেলেরা চা ছাড়া আর কিছু খেতে চায় না – অথচ গরমের মধ্যে তেতুলের সরবতের মত ভাল জিনিস আর কিচ্ছু নেই।
🎯 আবেগ লুকাতে হয় । অতি আবেগ মানুষকে সামনে এগুতে দেয় না ।
🎯 আমরা (বাংলাদেশের মানুষ) অতি দরিদ্র এই কথা সত্যি। দু’বেলা খেতে পারি না এও সত্যি। অভাবের কারণে জাল-জুয়াচুরি কেউ কেউ করে, এও সত্য- তবে সঙ্গে সঙ্গে এটাও সত্যি আমরা আমাদের আত্মাকে হারাইনি। আমরা দুঃখে-কষ্টে জীবন-যাপন করি এবং এর মধ্যেই আত্মাকে অনুসন্ধান করি।খাঁচার ভেতর যে অচিন পাখি আসা-যাওয়া করে সেই পাখিটাকে বোঝার চেষ্টা করি।
🎯 আমরা কাউকেই হারাতে চাই না, কিন্তু সবাইকেই হারাতে হয়।
🎯 আমরা জানি একদিন আমরা মরে যাব। এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।
🎯 আমরা পৃথিবীতে আসি একা,পৃথিবী থেকে ফেরত যাই একা , কিন্ত পৃথিবীতে ঘোরাফিরা করি অনেককে নিয়ে।
🎯 আমরা মানুষের জটিলতা দেখে অভ্যস্ত, সারল্যকে আমরা ভয় করি। কারো ভেতরে ঐ ব্যাপারটি দেখলে থমকে যাই, এবং আমাদের মনের একটি অংশ বলতে থাকে নিশ্চয়ই কোন একটা রহস্য আছে।
🎯 আমরা মুখে অনেক কথা বলি না, কিন্ত আমাদের শরীর বলে। মনের ভেতরের কথা শরীর প্রকাশ করে দেয়। আমাদের মন অনেক কিছু বলতে চায় না। কিন্ত শরীর বলে দেয়
🎯 আমরা যে জিনিস বুঝতে পারিনা তাকেই ভয় পাই।
🎯 আমরা শূন্য হতে এসেছি, আবার শূন্যে ফিরে যাব। দুই শূন্যের মাঝে আমরা বাস করি। ভয় বাস করে এই দুই শূন্যে।
🎯 আমরা স্বপ্ন পূজারী তাই সর্বদা স্বপ্ন গড়ি। একটা স্বপ্ন ভেঙ্গে গেলে আবার নতুন একটা স্বপ্ন গড়ি এভাবে চলতেই থাকে।

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !