ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

postheadericon হাসির যতো বাংলা বই … কৌতুক বা জোকস ও রম্য গল্প এর গিগা কালেকশন...

হাসির দুনিয়া :-) :lol: -নিজে হাসুন অন্যকেও হাসান........হাসতেই থাকুন হাসতেই থাকুন ........ কৌতুক ও রম্য গল্প সংকলনের উপর মোট ১০ টি বাংলা বই বা ই-বুক দেওয়া আছে … মোট কৌতুক সংখ্যাঃ ৩০০০ ……ও রম্য গল্প সংখ্যা ১০০০… প্রত্যেকটা বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে………এই ই-বুক গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...জাস্ট একবার অনলাইন লাইভ ভিউ বা প্রিভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
প্রযুক্তির ছোঁয়া জনজীবনকে দিয়েছে আকাশচুম্বি সফলতা, তারই ধারাবাহিকতার জের ধরে আজ জনজীবন হতে চলেছে যান্ত্রিক, প্রানহীন। যান্ত্রিকতার বেড়ানালে চাপা পড়ে ধীরে-ধীরে মানুষের মধ্যে মানষিক অশান্তি বাড়ছে দিনকে-দিন। আর এই মানষিক অশান্তির একমাত্র ঔষধ একচামচ হাসি :D। হাসির নামক এই ঔষদের ক্ষমতা খুব বেশি। শুধুমাত্র হাসি আপনাকে দিতে পারে দুঃখ ও হতাশা থেকে মুক্তি । আমরা একটু হাসি-খুশী, দুশ্চিন্তামুক্ত ও উচ্ছ্বসিত থাকলে অনেক রোগ থেকেই মুক্তি পাওয়া সম্ভব। হাসির রয়েছে হরেক রকমের শারীরিক, মানসিক ও সামাজিক উপকারিতা । বিনা খরচে চেহারা পরির্বতন করার ও সুস্থ থাকার একমাত্র উপায় হলো হাসি .......... তাই জীবনকে ঝরঝরে রাখতে প্রতিদিন এই ঔষধ পান করুন। কি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভাবছেন? ভয় নেই, সম্পূর্ন পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত এ ঔষধ বিনামূল্যে সর্বত্রই পাওয়া যাচ্ছে। বিনা পয়সার জিনিস বলে ভাবছেন? ভয় করবেন না, শুধু একবার মনে করতে চেষ্টা করূন- আমরা বাঙ্গালি জাতী, আর এ জাতীর গৌরব আছে এ ব্যাপারে। বাঙ্গালি বিনাপয়সায় পেলে আলকাতরাও গায়ে মাখতে রাজী।
কিন্তু চাইলেই তো আর হাসা যায় না এর জন্য দরকার হাসির উপকরণ। আর সেই উপকরণ আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই বই গুলো দেখুন হাসতে পারেন কিনা ...আমার এই কষ্ট আপনাদের এই ব্যস্ত জীবনেসামান্য হাসি ও অনন্দ নিয়ে আসলে ই আমি খুশি হবো এবং কষ্ট সার্থক মনে করব ......।।


প্রথমে জেনে নিন হাসির উপকারিতাঃ

হাসি দেহের ইমিউন সিস্টেম উন্নত করেঃ
নেতিবাচক মনোভাব এবং মানসিক চাপের কারণে দেহে একধরণের কেমিক্যাল রিঅ্যাকশন ঘটায় যা আমাদের দেহের ইমিউন সিস্টেম দুর্বল করে তোলে এবং আমরা অসুস্থবোধ করি। কিন্তু প্রাণখোলা হাসি আমাদের ইমিউন সিস্টেম উন্নত করে তোলে। এতে করে আমাদের দেহ রোগ প্রতিরোধ করতে পারে এবং আমরা সুস্থ থাকি।
হাসলে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়ঃ
আমরা যখন প্রাণখোলা হাসি হেসে থাকি তখন আমাদের দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে এবং মস্তিষ্কে ভালো ভাবে রক্ত সঞ্চালন হয় যা প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে সচল এবং সুস্থ রাখতে সাহায্য করে।
হাসলে ক্যালোরি ক্ষয় হয়ঃ
আমরা দেহের ক্যালোরি ক্ষয়ের জন্য কতো কিছুই না করে থাকি। কিন্তু আমরা জানিও না সারাদিনের প্রাণখোলা হাসি আমাদের ক্যালোরি ক্ষয় করতে কতোটা সহায়ক। মাত্র ১৫ মিনিটের প্রাণ খোলা হাসি আমাদের ২০-৪০ ক্যালোরি পর্যন্ত ক্ষয় করে।
মানসিক চাপ মুক্ত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় হাসিঃ
মানসিক চাপ আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এটি আমাদের আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। কিন্তু হাসলে ‘এনডোরফিন’ নামক হরমোনের নিঃসরণ হয়, যা আপনার মস্তিষ্কে জাগায় ভাল লাগার অনুভূতি। এতে মানসিক চাপ দূর হয় এবং আমাদের হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে। সুতরাং প্রাণখুলে হাসুন।

বিখ্যাত ব্যক্তি ও গুণীজনদের কৌতুক ও হাস্যরসাত্মক মজার ঘটনা নিয়ে ৫০ পৃষ্ঠার বাংলা ই-বুক (+মোবাইল ভার্সন)

গুণীজন অর্থাৎ বিখ্যাত ব্যক্তিগণ অনেক অনেক মজার লেখা লিখে গেছেন অথবা এমন মজার কান্ড করে গেছেন যা সত্যি হাস্যরসাত্মক এবং একই সাথে গুরুত্বপূর্ণ আমাদের জন্য ।
বিখ্যাত ব্যক্তিরা তাদের জীবনের সময়গুলো ব্যবহার করেছেন মানব জাতির কল্যানে। সৃষ্টির জন্য ক্লান্তহীন পরিশ্রম করে। এই পরিসরে তাদের আছে অনেক মজার ঘটনা। আমরা তাদের সফলতাগুলো জানলেও মজার ঘটনা খুবই কম জানি। তাই বাছাই করে চমৎকার সব মজার ঘটনার সংগ্রহশালা তৈরী করেছি আপনাদের জন্য। আশা করি ভালো লাগবে।
এই ই-বুকের সুবিধাঃ
এই ই-বুকে মোট বিখ্যাত ব্যাক্তিদের ২৫০ টি কৌতুক ও ২০০ টি মজার বাস্তব ঘটনা দেওয়া আছে ...
ব্যাক্তির নাম অনুসারে ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন।
তাছাড়া এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!

অনলাইনে লাইভ পড়তে বা প্রিভিউ দেখতে চাইলেঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন …






বুধবার, ১ এপ্রিল, ২০১৫

postheadericon Reading Comprehension & Comprehension Solve Strategy, Tactics & Technique



Reading Comprehension & Comprehension Solve Strategy, Tactics & Technique
1) যে কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অবশ্যই সবশেষে Comprehension Solve করা শুরু করবে। কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে যারা প্রথমেই Comprehension Answer করেছে এদের ৯৫% ই ব্যর্থতার সম্মুখীন হয়েছে (Exception is not an example)। কারণ তোমাকে নির্ধারিত সময়ের মধ্যে পুরো  Question Answer করতে হবে। আর শুরুতেই Comprehension Solve করা শুরু করলে  Time Management ঠিক রাখা যায় না।
2) আমরা বিভিন্ন Assessment Test কিংবা Competitive Test-এ  Comprehension হতে যে সব  Question আসে, এদের পর্যালোচনায় Question সমূহকে Categorize করেছি যা তোমাদেরকে  Answer-টির গতি প্রকৃতি কী হবে তা বুঝতে সহায়তা করবে। নিম্নে এর একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হল। তোমাদের কাজ হবে যে শিরোনামে প্রশ্ন Set করা হয় এবং কী জানতে/জিজ্ঞাসা করা হয় এই সংকেতগুলো ভালভাবে মনে রাখা।

1. Types of Questions: Main Idea / Main Topic Questions
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): Option গুলোতে প্রদত্ত কোন্ Title-টি পুরো Passage কে represent করে। অর্থাৎ কোন্ Option টি  Passage টির  Title হবার জন্য সবচেয়ে যৌক্তিক।
Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়):“What is the main idea of the Passage?” / “What is the passage primarily about? / “Why did the author write the passage?”

2. Types of Questions: Factual Questions
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): প্রদত্ত Word/phrase টি সম্পর্কে  একটি specific/নিদিষ্ট তথ্য জানতে চাওয়া হয়।
Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়):“According to the passage, where did …? / “According to the passage where did …? / “Which of the following is true, according to the passage?”

3. Types of Questions: Tone Questions / Main Purpose Questions
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): Author কোন্ মতবাদ বা কী ধরনের ধ্যান ধারণার প্রতি ইঙ্গিত করেছেন। অথাৎ তিনি কথাগুলো  Socialistic, Democratic, Idealistic, Communist, Anarchist, Optimistic, Pessimistic অথবা Philanthropic কোন সুরে গেয়েছেন। এদের মধ্য হতে কোনটির প্রতি গুরুত্ব আরোপ করেছেন অর্থাৎ তাঁর রচনায় কোন ধরনের মানসিকতা প্রকাশিত হয়েছে।
Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়): Reading the Passage we can assume the author is having a …………….. tone./From the discussion at the end of the passage, we get a picture of……………/The inherent nature oh the paragraph is................

4. Types of Questions: Negative Questions
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): Option গুলোতে পদত্ত expression গুলোর কোনটি passage এ বা জিজ্ঞাসিত অংশে আলোচিত হয় নি, তা জানতে চাওয়া হয়।
Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়): “Which of the following is NOT true about……. /“All of the following are true EXCEPT….”

5. Types of Questions: Scanning Questions
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): Passage এর কোন অংশে/Paragraph এর জিজ্ঞাসিত বিষয়বস্তু আলোচিত হয়েছে তা জানতে চাওয়া হয়।
Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়): “Where in the passage does the author first discuss …”

6. Types of Questions: Inference Question
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): Passage এর আলোচনার পরিপ্রেক্ষিতে কী অনুমান করা যায় বা ধরে নেয়া যায় অর্থাৎ আলোচনার প্রেক্ষিতে উপসংহার কী হবে তা জানতে চাওয়া হয়।
Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়): “The author implies that which of the following is true?” / “Which of the following can be inferred from the passage?”

7. Types of Questions: Vocabulary-in-Context Questions
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): Passage হতে একটি  word তুলে এনে এর  Synonym/Antonym জানতে চাওয়া হয়। অবশ্যই তা Passage এর context অনুযায়ী হতে হবে।
Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়): The word ‘-‘ in line** is closest in meaning to .”/  The word ‘…’ can best be replaced by

8. Types of Questions: Reference Questions
Explanation(কী জানতে/জিজ্ঞাসা করা হয়): Passage এ উল্লিখিত *** (বিশেষত Noun/Pronoun) দিয়ে কাকে/কোনটি/কী বোঝানো হয়েছে?

Key Word(যে শিরোনামে প্রশ্ন Set করা হয়): “The word ‘it’ in line ** refers to…” / “In line **, the word ‘there refers to which of the following?”

Comprehension পড়ার কৌশল

Admission test এর গত ৫ বছরের  Question analysis করলে দেখা যায়, the question pattern is much more reading-skill oriented rather than memory-based preparation oriented. কেননা Comprehension, sentence completion, sentence structure related correction, pinpoint questions এর মত important item গুলোতে স্মৃতিশক্তি নির্ভর vocabulary এবং grammar ই যথেষ্ট নয়। বরং effective reading skill সেখানে গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে দাঁড়ায়। এখানে চমৎকার কিছু strategy উল্লেখ করা হবে যেগুলো effective reading skill grow করতে সহায়তা করবে। তবে আবারো মনে করিয়ে দিচ্ছি-পুরো বিষয়টিই depend করছে practice এর উপর।
Straegy-1: Eye Movement
সঠিক Eye movement, effective reading এর পূর্বশর্ত। Efficient reader এর eye span হয় extended এবং fixation হয় কম। unskilled reader, word by word পড়ার কারণে তার eye span narrow এবং fixation বেশি হয়।
[পড়ার সময় আমাদের চোখ কিছু শব্দ একত্রে দেখার পর সামান্য বিরতি দিয়ে পরবর্তী শব্দগুচ্ছে দ্রুত ধাবিত হয়। আমরা একই সাথে যতগুলো শব্দ পড়ি তাকে বলা হয়  eye span এবং দুই eye span এর মাঝে সংক্ষিপ্ত বিরতিকে বলা হয় fixation.]

Strategy-2: Reading sense group
Skilled reader word by word না পড়ে কতগুলো শব্দের  meaningful sense group তৈরি করে পড়ে। একে আমরা phrase reading ও বলতে পারি। এভাবে phrase by phrase ভাগ করলে reading speedy হয় এবং  comprehending easy হয়।
যেমন: একজন Skilled reader পড়বে:
The good old man / raised his hand / in blessing.
[only two fixations]
অন্যদিকে একজন অদক্ষ পাঠক পড়বে:
The good / old man/ raised his/ hand in blessing.

Strategy-3: Visual reading
Efficient reader পড়ার সময় silently পড়েন, meaningfully visualize করেন এবং feel করেন হৃদয় দিয়ে। এটাই  visual reading এর মূল কথা। অন্যদিকে aloud reading দক্ষ reader হওয়ার ক্ষেত্রে বাঁধা (barrier).

Strategy-4: Reading Formats and Layout
Passage এর Printing style এ যে message থাকে তাও effective reading এর জন্য গুরুত্বপূর্ণ। এসব style এর মধ্যে রয়েছে- bold,italic, capitalization, even punctuation and layout.
Example:
(i) The Jewish character is susccesfully depiceted I tolic in the marchant of Venice.
(ii)The total annual precipition of an area with forty inches of rain------
(iii) we can’t understand what they called total satisfaction.

Strategy-5: Skimming
Efferent Reading এর একটি কেৌশল হচ্ছে Skimming যার অর্থ হচ্ছে glancing rapidly through a text to determine its gist. অর্থাৎ মূল বিষয়বস্তু জানার জন্য Passage এর উপর দ্রুত চোখ বুলানোই skimming. এক্ষেত্রে top-down process of reading প্রয়োগ করা হয়। Passage এর title কিংবা writer এর implication সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে skimming একটি essential technique হিসেবে বিবেচিত।

Strategy-6: Scanning
Scanning হলো glancing rapidly through a text either to search for a specific piece of information or to get an initial impression of difficulty level. যা খুঁজতে Scanning use করা হয় তা হলো- ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, তারিখ বা সন pronoun এর reference প্রভৃতি। Skill reader পড়ার সময়ই প্রয়োজনীয় information দাগিয়ে রাখে।

Strategy-7: Marking the text
Skill reading এর অন্যতম কৌশল হচ্ছে পড়ার সময় স্থান, সন, তারিখ, ব্যক্তি, বস্তু প্রভৃতি marking করা। বিষয়ের আধিক্য থাকলে বিভিন্ন ধরনের দাগ ব্যবহার করা যেতে পারে।  scanning এর সময়ই marking করাটা উত্তম।

Strategy-8: Using Context Clue
Context clue হচ্ছে এমন words or phrase যা বক্যের  meaning অনুধাবনে সাহায্য করে। Specially যথন Passage হতে কিছু infer বা guess করা হয় তখন context clue use অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়।

Strategy-9: Observe the Connector
Passage এর সঠিক meaning realize করতে  connector গুলো thought extend করছে নাকি though reverse  করছে তা carefully observe করতে হবে।
For example:
Your argument is weak but his argument is cogent. এখানে But connector দ্বারা সহজেই  cogent শব্দটির অর্থ বুঝা যায়।
Difference between efficient and inefficient reader

দক্ষ ও অদক্ষ Reader এর পার্থক্য:
Efficient reader Inefficient reader
1. Efficient reader reads ideas 1. Inefficient reader reads words
2. দক্ষ পাঠক phrase করে পড়ে। 2.  অদক্ষ পাঠক word by word পড়ে।
3. Efficient reader visualize ideas 3. Inefficient reader vocalize words
4.  দক্ষ পাঠক প্রয়োজন অনুযায়ী পড়ার speed নির্ধারণ করে। 4.  অদক্ষ পাঠক প্রতিটি বিষয় আস্তে আস্তে ও অত্যাধিক সতর্কতার সাথে পড়ে।
5.  দক্ষ পাঠক দ্রুত তথ্য বের করার জন্য passage এর বিভিন্ন স্থান দাগিয়ে নেয়। 5. অদক্ষ পাঠক পৃষ্ঠাকে রাখে ঝকঝকে তকতকে।
6.  দক্ষ পাঠক অব্যাহতভাবে পড়তে থাকে। 6. অদক্ষ পাঠক বুঝার জন্য একই বাক্য বার বার পড়ে।
7.  দক্ষ পাঠকের রয়েছে সমৃদ্ধ vocabulary 7. অদক্ষ পাঠকের রয়েছে সীমিত vocabulary.

Preparation for being an efficient reader:
1. দক্ষ পাঠক হওয়ার জন্য পড়ার কোন বিকল্প নেই। প্রতিদিন কমপক্ষে 30 minutes পড়তে হবে। কয়েক সপ্তাহ পরেই লক্ষ্য করা যাবে যে-আগে এক page পড়তে যে সময় লাগতো তা কমে এসেছে এবং understanding ও ভাল হচ্ছে।
2. সপ্তাহে কমপক্ষে ১টি পেপার (e.g. the daily star of Sunday or Friday) সংগ্রহ করতে হবে এবং প্রতিদিনই কিছু পড়ার চেষ্টা করতে হবে (specially editorial, sub-editorial sports and business page.) Try to guess the meaning of unknown word. প্রয়োজনে Dictionary ও দেখতে পারো।

যেভাবে Comprehension Solve করা শুরু করবে----
1) Passage টি পড়ার আগে Questions গুলো (Option ছাড়া) দুবার মনোযোগ দিয়ে পড়ে নাও। এবং কী কী জানতে চাওয়া হয়েছে তা মাথায় রাখ। এর উদ্দেশ্য হলো তোমকে কোন কোন তথ্যের উত্তর করতে হবে, তা পূর্ব থেকে  Target –এ রাখা।
2) তারপর পুরো Comprehension টি মনোযোগ দিয়ে পড়তে থাক। যে লাইনগুলোতে উত্তর আছে বলে মনে হবে, সে লাইনগুলো বা সে অংশগুলো Underline কর।
3) যেহেতু Word এর meaning জানলেই, Parts of Speech সম্পর্কে ধারণা থাকলেই Vocabulary-in-Context Question গুলো  Answer করা যায়। তাই এই Question গুলো প্রথমেই  Answer করবে।
4) এ পর্যায়ে serially Reference Questions, Inference Questions , Factual Questions, Negative Questions এবং Scanning Questions (যদি থাকে) গুলো Answer করবে।
5) যেহেতু বেশ কয়েকবার Passage টি পড়া হয়ে গেল সুতরাং এই মুহূর্তে Passage টির Title কী হবে অর্থাৎ Main Idea/Main Purpose Questions তা সহজেই  Answer করা যাবে।
6) সর্বশেষে অন্যান্য Question গুলো  Answer করবে।



  প্রয়োজনীয় সব 🕮ই-বুক, 💻সফটওয়্যার ও টিটোরিয়াল🎬 কালেকশ একসাথে সংগ্রহ করতে!

আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের যে একটি লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড লিংকঃ

📝 অনলাইনে প্রিভিউ 🕮 দেখতেঃ এখানে👆ক্লিক করুন


🎯এই কালেকশ সম্পর্কে কোন কিছু বুঝতে সমস্যা হলে অথবা আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে ... যোগাযোগ করতে পারেন ...!
👨 ফেসবুকঃ www.facebook.com/tanbir.cox
🖄 ই-মেইলঃ tanbir.cox@gamil.com
📲 Mobile: +88 01738359555 (Viber, Whatsapp & imo Available)
📞🎧 Skype: tanbir.cox
👓👀all ebooks Online Preview: এখানে👆ক্লিক






প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !