ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

postheadericon বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ও মান বণ্টন

(ক) প্রার্থীদেরকে ২০০(দুইশত) নম্বরের একটি  Multiple choice question (MCQ) type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরিক্ষার পূর্ণ সময় দেয়া হবে ২(দুই) ঘণ্টা।
(খ) এই পরীক্ষায় মোট ২০০(দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য  ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন  ০.৫০ নম্বর কাটা হবে।
প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন নিম্নে প্রদান করা হলো : 
বিষয়ের নাম
নম্বর বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য
৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য
৩৫
বাংলাদেশ বিষয়বলী
৩০
আন্তজাতিক বিষয়বলী
২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) দুর্যোগ ও ব্যবস্থাপনা
১০
সাধারন বিজ্ঞান
১৫
কম্পিটার ও তথ্য প্রযুক্তি
১৫
গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
১৫
নৈতিকতা, সুশাসন, সামাজিক মূল্যবোধ
১৫
মোট
২০০



                                         বিসিএস প্রিলিমিনারি সিলেবাস
 বিষয়ের নাম : বাংলা ভাষা ও সাহিত্য
 পূর্ণমান : ৩৫
ভাষা :                                                                                                                                                                                                    
প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ,
ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস  (১৫ নম্বর)

সাহিত্য :                                                                                                                                                                                 
(ক) প্রাচীন ও মধ্যযুগ (৫ নম্বর)
(খ) আধুনিক যুগ (১৮০০-বর্তমান পর্যন্ত)      (১৫ নম্বর)                                                                                                                                                                                                    
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

postheadericon স্পোকেন ইংলিশ শেখার জন্য দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ৩৩০ টি গুরুত্বপূর্ণ ইংলিশ শব্দ (বাংলা উচ্চারণ ও অর্থ সহকারে )...



কিছু ভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া হল যা কথোপকথনে বহুল ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ জানা থাকলে নিজেও বাক্য তৈরি করে কথা চালিয়ে যাওয়া যায়।

নোটঃ -নিজের প্রয়োজনে শেয়ার করে পোস্ট লিংক সেইভ রাখুন না হলে পরে আবার খুজতে হবে ...
ভূমিকা বা আজাইরা কথাঃ
মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করার একমাত্র উপায় ভাষা। ভিন্ন ভিন্ন গোত্র, গোষ্ঠির ভাষাও ভিন্ন ভিন্ন। স্ব স্ব গোষ্ঠির মানুষ নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য তাদের মাতৃভাষা ব্যবহার করে থাকে। কিন্তু বিপত্তি বাঁধে তখনই যখন ভিন্ন জাতি গোষ্ঠির মধ্যে ভাব আদান প্রদান করতে হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই ইংরেজিকে গ্লোবাল ল্যাংগুয়েজ করা হয়। তাই সভ্য জাতি হিসেবে ইংরেজি শেখাটা বাঞ্ছনীয়।
মাতৃভাষা ব্যতিত অন্য ভাষা আয়ত্তে আনা চারটি খানি কথা নয়। প্রয়োজন সেই ভাষা শেখার ধৈর্য্য, সেই ভাষার প্রতি শ্রদ্ধা আর সাধনা। ইচ্ছা থাকলে তা কখনই অসম্ভব নয়।
ইংরেজি ভাষা শেখানো আমাদের জাতীয় পাঠ্যনীতির অন্তর্ভূক্ত। ইংরেজি ভাষা শেখার আদর্শ সময় হচ্ছে মাধ্যমিক পর্যায় পর্যন্ত। কিন্তু যারা আমার মতো মফস্বল শহর থেকে লেখাপড়া করেছেন, স্কুল ফাঁকি আর দুরন্তপানার যাঁতাকলে সেই সময়টাকে মধুর জলাঞ্জলী দিয়েছেন তারা ভালো করেই জানেন ইংরেজি ভীতি কি? তাদের অধিকাংশেরই শেষ পরিণতি হয় সময়ের অভাবে ভালো কোন প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি শিখতে না পারাটা। যার ফলশ্রুতিতে মাশুল গুনতে হয় সারা জীবন। আর আফসোস করতে থাকেন জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোর জন্য। কিন্তু তারাই হয়তো একটু দিক নির্দেশনা ও ইম্পরট্যান্ট রিসোর্স পেলে তাদের সেই ভুলগুলোকে শুধরাতে পারেন। আর পারেন মাথানত জীবনের অবসান ঘটাতে। 




1) Aurora(অরোরা) – মেরুপ্রভা
2) Anchor (এ্যা ঙ্কর) – নোঙ্গর
3) Antimony (এ্যান্টিমোনি) – সুরমা
4) Arsenic (আর্সেনিক) – সেঁকোবিষ
5) Admire (এ্যাডমায়ার) – প্রসংসা করা
6) Allot (এ্যালট) – বরাদ্দ করা
7) Astral(এ্যাস্ট্রাল) – তারকাসন্ধীয়
8) Aggression(এ্যাগরেশন) – জবর দখল।
9) Armour (আর্মার) – বর্ম
10) Author (অথার) – গ্রন্থকার
11) Atmosphere (অ্যাটমোস্ফেয়ার) – বায়ুমন্ডল
12) Appetite (এ্যাপেটাইট) – রুচি

13) Befall (বিফল) – ঘটা
14) Butcher(বাচার) – কসাই
15) Beaten paddy(বিটেন প্যাডি) – চিড়া
16) Ban(ব্যান) – প্রতিবন্ধ
17) Banish(ব্যানিশ) – তাড়ানো
18) Blister(বিস্টার) – ফোস্কা
19) Bargain(বার্গেইন) – চুক্তি করা
20) Bait(বেইট) – টোপ
21) Battle(ব্যাটেল) – যুদ্ধ
22) Brook (ব্রুক) – ছোট নদী
23) Beckon(বেকন) – হাত দিয়ে ইশারা করা
24) Bow (বো) – ঝুঁকা
25) Bribe(ব্রাইব) – ঘুষ
26) Bury(বারি) – কবরস্থ করা
27) Bend(বেন্ড) – নোয়ানো

postheadericon বিশ্ববিখ্যাত উপন্যাস বা সাহিত্যকর্ম গুলোর বাংলা অনুবাদ ...





Long Walk To Freedom

d8959-594199953ডাউনলোড     

Living Historyd8959-594199953ডাউনলোড




a
Television Songbadd8959-594199953ডাউনলোড


Bill Gatesd8959-594199953ডাউনলোড 

postheadericon কমপিউটার ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনাসমূহের কালনুক্রমিক তালিকা

কমপিউটার ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনাসমূহের কালনুক্রমিক তালিকা
(Highlights of Important Facts & Times in computer History)

সময়
উল্লেখযোগ্য ঘটনা/ঘটনাবলি
খৃষ্টপূর্ব ৩০০০
অ্যাবাকাসের আবিস্কার।
১৬১২-১৬১৪
লগারিদম আবিষ্কার (জন নেপিয়ার)।
১৬১২
বৃত্তাকার সস্নাইড রম্নলের প্রবর্তন (উইলিয়াম অড্রেট)।
১৬২৩
গিয়ারচালিত হিসাবযন্ত্র (উইলিয়াম শিকার্ড)।
১৬৪২-১৬৪৩
‘‘প্যাসকালিন’’- প্রথম যান্ত্রিক যোগযন্ত্র (বেস্নইজ প্যাসকেল)।
১৬৪৬
সামুয়েল মোরল্যাল্ড মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেন যা যোগ ও বিয়োগের কাজ করতে পারতো।
১৬৭৪
সিলিন্ডার আকৃতি বিশিষ্ট গিয়ারচালিত হিসাবযন্ত্র (গটফ্রিড লিবনিজ)।
১৭০৩
Gottfried Wilhelm Leibniz বাইনারি পদ্ধতি আবিস্কার করেন।
১৭৯১
চার্লস ব্যাবেজ জন্ম গ্রহণ।
১৮০১
বস্ত্রশিল্পে প্রথম পাঞ্চ কার্ডের ব্যবহার।
১৮২০
Arithmometer-সর্বপ্রথম বাণিজ্যিক ক্যালকুলেটরের প্রবর্তন (টমাস দ্য কলমার)।
১৮২২
ডিফারেন্স ইঞ্জিনের নকশা (চার্লস ব্যাবেজ)।
১৮৩৪-১৮৩৫
অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা (চার্লস ব্যাবেজ)।
১৮৩৪-১৮৪৩
সর্বপ্রথম প্রোগ্রামের ধারণা (অগাস্টা এডা বায়রন)।
১৮৫৪
প্রতীকি যুক্তির উপর গবেষণামূলক রচনা প্রকাশ (জর্জ বুল)।
১৮৮৩
Georg Scheutz প্রথম প্রিন্টিং ক্যালকুলেটর আবিস্কার করেন।
১৮৮৯
আদমশুমারির হিসেবের জন্য পাঞ্চ কার্ড ব্যবহারী হিসাবযন্ত্র (হারম্যান হলিরিথ)।
১৮৯৬
হলিরিথ কর্তৃক টেবুলেটিং মেশিন কোম্পানি (Tabulation Machine Co)
১৯০৪-১৯০৬
বায়ুশূন্য টিউব বা ভ্যাকুয়াম টিউবের আবিষ্কার (জন ফ্লেমিং ও লি দ্য ফরেস্ট)।
১৯৩৭
বুলিয়ান এলজেবরার ভিত্তিতে বাইনারি সার্কিটের উদ্ভাবন (জর্জ স্টিবিজ)।
১৯৩৯
বাইনারি গণিত ভিত্তিক ইলেকট্রনিক ডিজিটাল ABC কমপিউটার (এ্যাটানসফ ও বেরি)।
১৯৪৩-১৯৪৫
ENIAC কমপিউটার নির্মাণ কাজ শুরম্ন (মশলী ও ইকার্ট)।
১৯৪৪
Mark-1 কমপিউটার তৈরি (হাওয়ার্ড আইকেন)।
১৯৪৫
· ENIAC নির্মাণ কাজের সমাপ্তি ও EDVAC কমপিউটারের কাজ শুরম্ন (মশলী ও ইকাট)
· প্রোগ্রাম সংরক্ষণের ধারণা উপস্থাপন (জন ভন নিউম্যান)।
১৯৪৭
বেল ল্যাব-এ ট্রানজিস্টর আবিস্কার (উইলিয়াম শক্লি)
Mark- II কমপিউটারের নির্মাণ কাজের সমাপ্তি (হাওয়ার্ড আইকেন)
১৯৪৮
Manchester Mark I সর্বপ্রথম সক্রিয় সংরক্ষিত প্রোগ্রামের ডিজিটাল কমপিউটার।
১৯৪৯
Short Order Code প্রথম উচ্চপর্যায়ের প্রোগ্রামিং ভাষা (জন মশলী)।
EDSAC-কমপিউটার (মরিস উইলক্স)
১৯৫১-১৯৫২
A-O প্রথম কম্পাইলারের প্রবর্তন (গ্রেজ মারে হপার)।
১৯৫৩
IBM650 সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি কমপিউটার (IBM)
১৯৫৬
FORTAN কমপাইলার (জন ব্যাকাস ও সহকর্মীরা)
ট্রানজিস্টরভিত্তিক ইউনিভ্যাক।
১৯৫৮
· ইন্টিগ্রেটেড সার্কিটের আদিরূপে উপস্থাপন (জ্যাক কিলবি)।
· বেল ল্যাবে সাফল্যজনকভাবে মডেমের মাধ্যমে তথ্য আদান প্রদান।
১৯৫৮
· LISP প্রোগ্রাম ভাষার উপস্থাপন COBL ভাষার উদ্ভাবন।
১৯৬০
PDP-1 মনিটর ও কী-বোর্ডসহ প্রথম বাণিজ্যিক কমপিউটার (ড্যাক)।
১৯৬১
IBM 7030 এর পরিবর্তন (IBM)।
১৯৬২
· মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ও পারডু বিশ্ববিদ্যালয় প্রথম কমপিউটার বিজ্ঞান বিভাগ চালু।
· প্রথম ভিডিও গেম খেলার উদ্ভাবন (MIT এর ছাত্র স্টিভ রাসেল)।
১৯৬৪
IBM 36 এর প্রবর্তন (IBM)
CDC 6600 প্রথম বাণিজ্যিকভাবে সাফল্যজনক সুপার কমপিউটার (CDC)
মাউস আবিষ্কার (ডাক এংগেলবার্ট)।
১৯৬৫
PDP-8 প্রথম মিনি কমপিউটার
ড্যাক উদ্ভাবন (ট্রানজিস্টারভিত্তিক)।

postheadericon SSC ,HSC ও ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থীদের "ইংলিশ" এর জন্য কিছু এক্সক্লুসিভ নোট ও লেকচার শিট..

এই নোট ও লেকচার শিট গুলো  শুধু এইচএসসি বা এসএসসি স্টুডেন্ট দের জন্য নয় , ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থী ও যে কোন স্টুডেন্ট জন্য কাজে লাগবে... এই নোট গুলোর ব্যাপারে শুধু একটা কথা বলতে পারি আপনাকে ইংরেজিতে ভালো করার জন্য আর টাকা খরচ করে কোচিং করতে হবে না... বিশ্বাস না হলে এই শিটগুলোর সাথে আপনার পরিচিত কোন কোচিং সেন্টারের শিটের সাথে তুলনা করবেন আশা করি তখন বুঝতে পারবেন …
… অনেকে ভাবতে পারেন আমার পড়ালেখা শেষ আমি এই বই দিয়ে কি করব !…
আরে আপনি আপনার জন্য না আপনার কাছের বা দূরের ছোট ভাই , বোনের জন্য ডাউনলোড করে নিন …
আর ই-বুক কখনো অকাজে যায় না …
কোন না কোন সময় কাজে লাগে …
তাই সংগ্রহে রেখে দিন কখন কার কাজে লেগে যাবে বলা তো যায় না …
ভাই কত আজাইরা ফাইলই তো প্রতিদিন ডাউনলোড করছেন …
কয়টা কাজে লাগে চিন্তা করুন তো …অথচ একটা ই-বুক একটা গানের চেয়ে সাইজ কম ...
কিন্তু ই-বুক আপনার সারা জীবন কাজে লাগবে আপনার না লাগলেও আপনার বন্ধু বা ছোট ভাই ও বোনের ও কাজে লাগতে পারে ………
তাছাড়া বইগুলো আপনি সম্পূর্ণ ফ্রি তে পাচ্ছেন তাহলে ডাউনলোড করতে সমস্যা কি ?
বইয়ের নামঃ

Cloze test with & without clues অর্থাৎ  Fill in the blanks এর ম্যাজিক রুলস বা নিয়ামাবলি + ৩০০ বাংলা অর্থ সহ মডেল টেস্ট

মোট পৃষ্ঠা সংখ্যাঃ  146

গুরুত্বপূর্ণ ফিচার সমূহঃ 
  • ***important Rules of Fill in the blank
  • * Basic Rules of Cloze Test With & Without Clues
  • * Tips On How To Complete Cloze Tests
  • * Advance Rules Of Cloze Test With & Without Clue
  • *বাংলা অর্থ সহ বিগত JSC , SSC & HSC বোর্ড পরীক্ষায় আসা 300 টি Cloze Test With & Without Clue এর সমাধান
  • * SSC Board Questions of Cloze Test With Clues
  • * HSC Board Questions of Cloze Test With Clues
  • * Cloze Test with clues for SSC/H.S.C Exam
  • * Close Test Without clues এর ১০০ টি মডেল টেস্ট


অনলাইনে লাইভ পড়তে বা প্রিভিউ দেখতে চাইলেঃ 
http://www.slideshare.net/tanbircox/cloze-test-with-without-clues


হাইলি কমপ্রেস ডাউনলোড লিঙ্কঃ
সাইজঃ  ১০ এমবি


postheadericon খুব গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দের এক বিশাল ভান্ডার ...মোট ৯০ টি

সম্প্রতি বিসিএস, শিক্ষক নিবন্ধন,ব্যাংক ও বিভিন্ন সরকারী জব পরীক্ষায় বাংলা অংশে প্রায় বাংলা শব্দের সমর্থক অর্থ থেকে প্রশ্ন আসে ... তাই আপনাদের জন্য এইগুলো শেয়ার করলাম ... আশা করি কমন পাওয়ার জন্য এইগুলোই যথেষ্ট ...

যে সব শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক শব্দ বা একার্থক শব্দ বলে ।

মূলত, রচনায় মাধুর্য সৃষ্টি বা রক্ষার জন্য রচনার বিভিন্ন জায়গায় একই অর্থবোধক একটি শব্দ ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় । বিশেষত কবিতায় এবং কাব্যধর্মী গদ্যরচনায় এর প্রয়োজনীয়তা খুবই বেশি ।

গুরুত্বপূর্ণ শব্দ : রাত্রি, কপাল, গরু, লাল, পদ্ম, কোকিল, সাগর, নদী, ঘোড়া, সূর্য, চাঁদ, আলো, ঘর, বায়ু, পানি, পর্বত, পৃথিবী, বিদ্যুত, মেয়ে/স্ত্রী/কন্যা, মেঘ অগ্নি, হাতি, কপাল, সাহসী, নারী, সুগন্ধ্য,

কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ
অগ্নি
অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
অন্ধকার
আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
অতনু
মদন, অনঙ্গ, কাম, কন্দর্প
আকাশ
আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
আলোক
আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা
ইচ্ছা
আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
কপাল
ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
কোকিল
পরভৃত, পিক, বসন্তদূত
কন্যা
মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
গরু
গো, গাভী, ধেনু
ঘোড়া
অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
ঘর
গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
চক্ষু
চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
চন্দ্র
চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
চুল
চিকুর, কুন্তল, কেশ, অলক,
জননী
মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,
দিন
দিবা, দিবস, দিনমান
দেবতা
অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
দ্বন্দ্ব
বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
তীর
কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
নারী
রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
নদী
তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
নৌকা
নাও, তরণী, জলযান, তরী
পণ্ডিত
বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ
পদ্ম
কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
পৃথিবী
ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল
পর্বত
শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র
পানি
জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়
পুত্র
তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন
পত্নী
জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী
পাখি
পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ
ফুল
পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন
বৃক্ষ
গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
বন
অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন
বায়ু
বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ
বিদ্যুত
বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা
মানুষ
‍মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর,
মাটি
ক্ষিতি, মৃত্তিকা,
মেঘ
জলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর
রাজা
নরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ
রাত
রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা
শরীর
দেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব
সর্প
সাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক
স্ত্রী
পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ,
স্বর্ণ
সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ
স্বর্গ
দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত
সাহসী
অভীক, নির্ভীক,
সাগর
সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি
সূর্য
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
হাত
কর, বাহু, ভুজ, হস্ত, পাণি
হস্তী
হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ
লাল
লোহিত, রক্তবর্ণ
ঢেউ
তরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ

90টি খুব গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দ

1) অগ্নি অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
2) অন্ধকার আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
3) অখন্ড  সম্পূর্ণ, আস্ত, গোটা, অক্ষত, পূর্ণ, সমগ্র, সমাগ্রিক।
4) অবকাশ সময়, ফূসরত, অবসর, ছুটি, সুযোগ, বিরাম।
5) অক্লান্ত  ক্লান্তিহীন, শ্রান্তিহীন, অনলস, নিরলস, অদম্য, উদ্যমী, পরিশ্রমী, অশ্রান্ত।
6) অপূর্ব  অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর, আজব, তাজ্জব, চমকপ্রদ, অবাক করা, মনোরম, সুন্দর।
7) অক্ষয় চিরন্তন, ক্ষয়হীন, নাশহীন, অশেষ, অনন্ত, অব্যয়, অবিনাশী, অলয়, অনশ্বর, লয়হীন, অমর, স্থায়ী।
8) অঙ্গ  দেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, বপু, তনু, গতর, কাঠামো, আকৃতি, দেহাংশ।
9) অবস্থা  দশা, রকম, প্রকার, গতিক, হাল, স্তিতি, অবস্থান, পরিবেশ, ঘটনা, ব্যাপার, প্রসঙ্গ, হালচাল, স্টাটাস।
10) আইন  বিধান, কানুন, বিহিতক, অধিনিয়ম, বিধি, অনুবিধি, উপবিধি, ধারা, বিল, নিয়ম, নিয়মাবলি, বিধিব্যবস্থা।
11) আসল  খাঁটি, মূলধন, মৌলিক, মূল, প্রকৃত, যথার্থ।
12) আনন্দ  হর্ষ, হরষ, পুলক, সুখ, স্ফূতর্ত, সন্তোষ, পরিতোষ, প্রসন্নতা, আমোদ, প্রমোদ, হাসি, উল্লাস, মজা, তুষ্টি, খুশি, হাসিখুশি।
13) আদি  প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন, মূল।
14) অতনু মদন, অনঙ্গ, কাম, কন্দর্প
15) আকাশ আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ
16) আলোক আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা
17) ইচ্ছা আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
18) আল্লাহ্   আল্লাহ্ ,ঈশ্বর, খোদা, ঈশ, ইলাহি, সৃষ্টিকর্তা, বিশ্বপতি, পরমাত্মা, জগদীশ্বর, জগদীশ, জগন্নাথ, আদিনাথ, অমরেশ, পরেশ, লোকনাথ, পরমপুরুষ, পরমপিতা, করুণাময়, দয়াময়, বিধি, পরমেশ, জীবিতেশ, মালিক , ভগবান, ধাতা।
19) উঁচু  উচ্চ, তুঙ্গ, সমুন্নত, আকাশ-ছোঁয়া, গগনচূম্বী, অভ্রভেদী, অত্যুচ্চ, সুউচ্চ।
20) উদাহরণ দৃষ্টান্ত, নিদর্শন, নজির, নমুনা, উল্লেখ, অতিষ্ঠা।
21) উত্তম  প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, ভালো, অগ্রণী, অতুল।
22) উত্তর  জবাব, প্রতিবাক্য, মীমাংশা, সাড়া, সিদ্ধান্ত।
23) একতা  ঐক্য, মিলন, একত্ব, অভেদ, সংহতি, ঐক্যবদ্ধ, একাত্মতা, একীভাব।
24) কপাল ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
25) কোকিল পরভৃত, পিক, বসন্তদূত
26) কষ্ট  মেহনত, যন্ত্রনা, ক্লেশ, আয়াস, পরিশ্রম, দু:খ।
27) কুল  বংশ, গোত্র, জাতি, বর্ণ, গণ, সমূহ, অনেক, যূথ, জাত, শ্রেণী, ইত্যাদি।
28) খ্যাতি  যশ, প্রসিদ্ধি, সুখ্যাতি, সুনাম, নাম, সুবাদ, প্রখ্যাতি, সুযশ, বিখ্যাতি, নামযশ, নামডাক, প্রখ্যা, প্রচার, হাতযশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা।
29) কন্যা মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
30) গরু গো, গাভী, ধেনু
31) ঘোড়া অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
32) মেঘ ঘন, অভ্র, নিবিড়, জলধর, গাঢ়, জমাট, গভীর।
33) চাঁদ  সুধাকর, শশী, শশধর, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, সুধানিধি, রাকেশ, সুধাময়, ইন্দু, তারানাথ।
34) চতুর  বুদ্ধিমান, নিপুণ, কুশল, ধূর্ত, ঠগ, চালাক, সপ্রতিভ।
35) ঘর গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
36) চক্ষু চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
37) চন্দ্র চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !