ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

postheadericon বাংলাদেশ ট্রাভেল বা ভ্রমণ বিষয়ক পরিপূর্ণ বাংলা ই-বুক বা pdf বই (প্রয়োজনীয় ছবি , বুকমার্ক ও হাইপারলিঙ্ক মেনু দেওয়া আছে )

আমাদের প্রিয় বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের ছোট দেশটাকে কতটুকুই বা জানি? অনেকের জীবন হয়তোবা দু-তিনটি এলাকার ভিতরেই কেটে যায়। আমাদের দেশটা যে কত সুন্দর, তা বেরিয়ে না পড়লে বুঝবেনই না। ইট-কাঠের এই খাঁচাগুলোর মাঝে জীবন না কাটিয়ে হাঁফ ছেড়ে বাঁচতে কিছুটা সময় করে বেড়িয়ে আসুন না, কাছের কোন দর্শনীয় জায়গা থেকে। আর যদি আরও একটু সময় করতে পারেন, তাহলে চলে যান দূরের কোন এক জায়গায়। যেখানে অন্তত আপনাকে পরিচিত মানুষের ভীড় থেকে মুক্তি দিতে পারবে ও আপনার একঘেয়ামি জীবনকে একটু নতুনত্বের স্বাদ দিতে পারবে । মোট কথা আমাদের এই নাগরিক জীবনের শতরকমের ঝামেলা থেকে কিছুদিনের জন্য হলেও মুক্তি মিলবে।
ঘুরতে যাওয়া হোক বা না হোক , বাংলাদেশের প্রত্যেকটি জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানুন ... দেখুন আপনার জেলায় কোন কোন দর্শনীয় স্থান রয়েছে ?



কিন্তু যেখানেই যান না কেন, সেই জায়গা সম্পর্কেতো আপনার জানতে হবে। সেখানে গিয়ে জানার থেকে আগে থেকেই যদি তথ্যগুলো জানা থাকে তাহলে আপনার অনেক কষ্ট লাঘব হবে এবং ভ্রমণ হবে আনন্দদায়ক। আর সেজন্য যদি আপনার কাছে একটি তথ্য সমৃদ্ধ বই থাকে, তাহলে তো কথাই নেই। অবশ্য বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পাওয়ায়, তথ্য পাওয়ার উৎসও বেড়েছে। কিন্তু সবস্থানে ইন্টারনেট স্প্রিডের সমস্যার জন্য আপনি ওই সময় কোন প্রয়োজনীয় তথ্য মিস করবেন ... ঐ মুহূর্তে আপনার কাছে যদি ভ্রমণ ই-বুক থাকে তাহলে আপনি আর কোন কিছুই মিস করবেন না ...


এই ই-বুকের সুবিধা সমূহঃ

"Beautiful places in Bangladesh" বাংলাদেশের ভ্রমণ বিষয়ক একটি তথ্য সমৃদ্ধ বই।
এই বইতে বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান সমূহের ছবি সহ বিস্তারিত বর্ণনা ও তাদের ইতিহাস দেওয়া আছে ..
ও সেখানকার যোগাযোগ ব্যবস্থা, সেখানকার থাকার ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া আছে

মোট কথা,  বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের বর্ণনা বাংলা ভাষায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিপূর্ণ প্যাকেজ ভ্রমণ ট্যুরের তথ্য রয়েছে এখানে। দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের আবাসিক হোটেল, ট্যুর অপারেটরদের তথ্য, পরিবহন ব্যবস্থা, বিভিন্ন প্যাকেজ ও ট্যুর ক্লাবের খবরাখবরও রয়েছে এখানে।
এটিকে বাংলাদেশের ভ্রমণ গাইড বললেও ভুল হবে না। বাংলাদেশের বিখ্যাত সব জায়গাগুলোর অনেক সুন্দর সুন্দর ছবি এই বইটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।


এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
আরো অসংখ্য সুবিধা আছে যা এখানে লিখে শেষ করা যাবে না
বিশ্বাস না হলে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন ... তাহলেই সব বুঝতে পারবেন



বইটার নামঃ Beautiful places in Bangladesh

▬▬▬▬▬▬۩۞۩▬▬▬▬▬▬

মোট পৃষ্ঠা সংখ্যাঃ ২০০

সাইজ: মাত্র ২১ এমবি

হাইলি কমপ্রেস ডাউনলোড লিংকঃ

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

postheadericon ইংলিশ স্পোকেন ভোকাবুলারী খুব সহজে শিখার জন্য গুরুত্বপূর্ণ কিছু বাংলা বই বা ই-বুক (pdf) [কম্পিউটার + মোবাইল ভার্সন ]

এই বইগুলো আইবিএ(IBA)-আইবিএ-এমবিএ(MBA),বিআইবিএম-এমবিএম, ঢাবির ইএমবিএ , ব্যাংকার্স রিক্রুটম্যান্ট,
ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কাজে লাগবে …। এই বইগুলো ইংরেজিতে ব্যবহারিক দক্ষতার পাশাপাশি জিআরই(GRE),জিম্যাট(GMAT),স্যাট(SAT),আইইএলটিএস(IELTS) ও টোফেল(TOEFL) -এর মতো ভাষা দক্ষতার টেস্টগুলোতে কাঙ্ক্ষিত স্কোর পেতে আপনাকে খুব ভালো ভাবে সহযোগিতা করবে …।

প্রসঙ্গ কথাঃ
ইংরেজী একটি আন্তর্জাতিক ভাষা, তাই এই ভাষা সম্পর্কে কমবেশি জেনে রাখা সবার জন্যই ভালো । চাকরী, বাবসা- বানিজ্য, উচ্চশিক্ষা, ইত্যাদির জন্য ইংরেজী ভাষা জানা অপরিহার্য । তাছাড়া বর্তমান যুগে আমাদের প্রতিদিনের কাজকর্মের সাথেও ইংরেজী মিশে আছে । তাই ইংরেজীতে সবার দক্ষতা বৃদ্ধির জন্য আমার এই প্রচেষ্টা ...।

ইংরেজী ভাষায় কথাবলা বা ভাব আদানপ্রদান করা খুব কঠিন কোনো কাজ না । বাংলাদেশে SSC পাশ যেকোনো শিক্ষার্থী ইংরেজীতে কথাবলা এবং বুঝতে পারার কথা । অথচ মাস্টার্স পাশ করা অনেক শিক্ষার্থী আছেন যারা ইংরেজীতে কথা বলার সাহস করেন না । তাই সবার জন্যই এখানে ইংরেজী শিখার কিছু সহজ ও কার্যকরী পদ্ধতি দেওয়া হল ।
1) নির্ভুল ইংরেজীর জন্য মুখস্ত করা গ্রামারগুলো ঠুটের আগায় নিয়ে আসতে হবে

2) যতবেশি সম্ভব ইংরেজী গল্পের বই পড়তে হবে বাংলা অর্থসহ

3) বাংলা থেকে ইংরেজী এবং ইংরেজী থেকে বাংলা শব্দার্থ মনে রাখার জন্য একটি নোটখাতা ব্যাবহার করুন

4) নতুন কোনো ইংরেজী শব্দের মুখোমুখি হলে তাত্ক্ষণিক তার বাংলা অর্থসহ বিস্তারিত জেনেনিন, সম্ভব হলে নোটখাতায লিখে রাখুন । পরে জানার বা করার অলসতা করলে ইংরেজী শিখতে পারবেননা ।

5) সাব-টাইটেল দেওয়া আছে এমন ইংলিশ-মুভি নিয়মিত দেখার চেষ্টা করুন, মুভির ইংরেজী উচ্চারণ এবং নিচের লেখাগুলো মিলাতে চেষ্টা করবেন, ইংরেজী উচ্চারণ বুঝার জন্য মুভির একটি নির্দিষ্ট অংশ রেকর্ড করে বারবার দেখাই সবচেয়ে ভালো ।

6) একটি ইংরেজী শব্দের যেমন অনেকগুলো বাংলা অর্থ আছে তেমনি একটি বাংলা শব্দের জন্যও অনেক ইংরেজি শব্দ রয়েছে, এগুলো জানতে হবে ।

▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬

অনেক আজাইরা কথা হল এইবার মূল আলোচনায় ফিরে আসি ...।

নোটঃ
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি
এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...


▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
এই হাইলি কমপ্রেস করা জিপ ফাইলে তিনটি বই আছে ...
এই বই গুলোর নাম

Important newspaper word's

Important daily word’s

Compound bangla word


▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬

অনলাইন লাইভ পড়তেঃ
▬▬▬▬▬▬
Important newspaper word's 
 

http://www.slideshare.net/tanbircox/important-newspaper-words

Important daily word’s


http://www.slideshare.net/tanbircox/important-daily-words

Compound bangla word এখানে ক্লিক করুন
http://www.slideshare.net/tanbircox/compound-bangla-word

কম্পিউটার ভার্সনঃ

▬▬▬▬▬▬
সাইজঃ ৮ এমবি
ডাউনলোড লিংকঃ

postheadericon স্পোকেন ইংলিশ শেখার জন্য খুব সহজ ও কার্যকরী নতুন কিছু বাংলা ই-বুক/ পিডিএফ(pdf) বই [ কম্পিউটার ভার্সন +মোবাইল ভার্সন +অডিও বা mp3 ভার্সন ]

মনের ভাব প্রকাশ করার একমাত্র উপায় ভাষা। আর পরিপূর্ণভাবে প্রকাশ করার একমাত্র উপায় মাতৃভাষা ...। মানুষ নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য তাদের মাতৃভাষা ব্যবহার করে থাকে। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন ভিন্ন জাতি গোষ্ঠির মধ্যে ভাব আদান প্রদান করতে হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই ইংরেজিকে গ্লোবাল ল্যাংগুয়েজ করা হয়। তাই সভ্য জাতি হিসেবে ইংরেজি শেখাটা বাঞ্ছনীয়।
মাতৃভাষা ব্যতিত অন্য ভাষা আয়ত্তে আনা চারটি খানি কথা নয়। প্রয়োজন সেই ভাষা শেখার ধৈর্য্য, সেই ভাষার প্রতি শ্রদ্ধা আর সাধনা। ইচ্ছা থাকলে তা কখনই অসম্ভব নয়।
ইংরেজি ভাষা শেখানো আমাদের জাতীয় পাঠ্যনীতির অন্তর্ভূক্ত। ইংরেজি ভাষা শেখার আদর্শ সময় হচ্ছে মাধ্যমিক পর্যায় পর্যন্ত। কিন্তু যারা আমার মতো মফস্বল শহর থেকে লেখাপড়া করেছেন, স্কুল ফাঁকি আর দুরন্তপানার যাঁতাকলে সেই সময়টাকে মধুর জলাঞ্জলী দিয়েছেন তারা ভালো করেই জানেন ইংরেজি ভীতি কি? তাদের অধিকাংশেরই শেষ পরিণতি হয় সময়ের অভাবে ভালো কোন প্রতিষ্ঠানে গিয়ে ইংরেজি শিখতে না পারাটা। যার ফলশ্রুতিতে মাশুল গুনতে হয় সারা জীবন। আর আফসোস করতে থাকেন জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোর জন্য। কিন্তু তারাই হয়তো একটু দিক নির্দেশনা পেলে তাদের সেই ভুলগুলোকে শুধরাতে পারেন। আর পারেন মাথানত জীবনের অবসান ঘটাতে।
ইংরেজি ভাষা শেখার জন্য অসংখ্য বই বাজারে আছে । কিন্তু সর্ব স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখার সব ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন বই নেই বললেও চলে । শুধু তাই নয় , বাংলা ভাষায় এমন কোন ইংলিশ স্পোকেন বই নেই যা পড়ে শিক্ষার্থীরা নিজেরাই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে । ফলে শিক্ষার্থীদের প্রতিক্ষেত্রেই কোচিং এর সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয় , নিজে নিজে ইংরেজি ভাষা শেখা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার যারা ভালো শিক্ষক ও কোচিং এর সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তারা ইংরেজি ভাষাকে পরিহার করা শুরু করে , একসময় তাঁদের মধ্যে ইংলিশ ভীতি সৃষ্টি হয় যা তাঁদের চির জীবনের দুঃখে পরিণত হয় ।
এসব দিক বিবেচনা করেই স্পোকেন ইংলিশ এর উপর কিছু সহজ বই আপনাদের জন্য শেয়ার করলাম ...।
বইগুলো কেমন বা কি কি সুবিধা আছে তা আপনাদের কে কিছুই বলব না ...
জাস্ট ডাউনলোড করে দেখুন অথাবা অনলাইন লাইভ দেশে সিদ্বান্ত নিন ডাউনলোড করবেন কিনা ?
যাক অনেক আজাইরা প্যেচাল পারলাম এইবার মূল বিষয়বস্তুতে ফিরে আসি


নোটঃ
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি
এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬

বইয়ের নামঃ Easy Learning English Conversation

▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
এই বই সম্পর্কে একটাই কথা বলব কম্পিউটার /মোবাইল ও অডিও ভার্সন দুইটাই ডাউনলোড করুন
তারপর চ্যাপ্টার অনুযায়ি অডিও প্লে করে ওই চ্যাপ্টার পড়তে থাকুন...।
এর পর আশা করি উচ্চারণ নিয়েও কোন সমস্যা থাকবে না
অনলাইন লাইভ পড়তেঃ
▬▬▬▬▬▬

http://www.slideshare.net/tanbircox/easy-learning-english-conversation



কম্পিউটার ভার্সনঃ
▬▬▬▬▬▬
সাইজঃ ১১ এমবি
ডাউনলোড লিংকঃ

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !