ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

postheadericon ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক ১৭০ পৃষ্ঠার বাংলা ই-বুক(pdf বই) [কম্পিউটার + মোবাইল ভার্সন ]




প্রতিযোগিতামূলক এই যুগে ভালো ক্যরিয়ারের জন্য নিজেকে যদি তৈরি করে নিতে পারেন, তবে আর পড়াশোনা শেষে বসে বসে মাথার চুল ছিঁড়তে হবে না। কীভাবে তৈরি করবেন নিজেকে? কীভাবে পৌঁছবেন অভীষ্ট লক্ষ্যে? এ বইটিই আপনাকে সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর পথ দেখাবে ও সুস্পষ্ট নির্দেশনা ও পরামর্শ দিবে ...
এই ই-বুকটি পড়লে আপনি উপকৃত হবেন কারণ এই বইটিতে এমন কিছু উপায় দেয়া হয়েছে যা আপনাকে জীবনে জয়ী হতে সাহায্য করবে। প্রত্যেক মানুষই জীবনে সফল হতে চায় যদিও খুব কমসংখ্যক মানুষই শেষপর্যন্ত জয়ী হন। মানুষ সাধারণত জানে সে কোথায় পৌঁছাতে চায় কিন্তু জানে না কীভাবে পৌঁছাতে হয়। একজন মানুষ জীবনে কতোটুকু অর্জন করলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি নিজে কী করবেন?
অথবা পড়াশোনা শেষ করে কি করবেন ভাবছেন? চাকরির সন্ধানে আছেন? আকর্ষণীয় কোনো পেশা বেছে নিতে চাইছেন? অথবা বর্তমান পেশায় জীবিকায় উন্নতি চাইছেন? এসব প্রশ্নের উত্তর পেতে পারেন এ বইটি থেকে। বইটি সঠিক ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করবে আপনাকে। বইটিতে আরো রয়েছে পেশায় ও কর্মজীবনে উন্নতি, আত্মকর্মসংস্থানের দিকনির্দেশনা, চাকরি পাওয়ার কৌশল ও প্রস্তুতি, ব্যবসায় সফলতা ও উন্নতির কৌশল, শিল্পোদ্যোগ নির্দেশনা, বিভিন্ন সরকারি ও বেসরকারি ইন্সটিটিউটে প্রশিক্ষণ, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ এবং বিভিন্ন পেশা সম্পর্কে মূল্যবান তথ্য।
সোনার হরিণের মতো চাকরির দেখা মেলাও নাকি ভার! কিন্তু ক্যারিয়ারিস্ট ও চাকরিদাতাদের অভিমত, চাকরি নয়, যোগ্য প্রার্থীরই অভাব রয়েছে চাকরির বাজারে। আসলে চাকরিদাতারা কী চায়, সে জায়গাটাতেই যেতে পারছে না চাকরিপ্রার্থীরা। নিজেকে যদি যোগ্যভাবে গড়ে তোলা যায়, তবে আর সেই সোনার হরিণের পেছনে ছুটতে হবে না। চাকরিই আপনাকে খুঁজে নেবে। কিন্তু এর জন্য কীভাবে তৈরি করবেন নিজেকে? এ বিষয়ে দিকনির্দেশনা দিতেই এবারের ই-বুক ... বইটির উদ্দেশ্য চাকরির সন্ধান দেয়া নয়, চাকরির বাজারের জন্য চাকরিপ্রার্থীকে তৈরি করা।
জীবনে সফল হওয়া খুব সহজ নয়। আবার কঠিনও নয়। মানুষই তো জীবনে সফল হয়, জয়ী হয় এবং সুখী হয়। মানুষ যা আশা করে তা যদি বিশ্বাসে রূপান্তরিত করতে পারে তাহলে তা অবশ্যই পেতে পারে। এটাই জীবনের ধর্ম সাফল্যের নীতি। আপনি যে পেশারই হোন না কেন, জীবনে সফল হতে চাইলে কিছু কৌশল অবলম্বন করতে হবে এবং নিরন্তর চেষ্টা চালাতে হবে। মানুষ তার আশার সমান সুন্দর আর বিশ্বাসের সমান বড়।



এই ই-বুকের গুরুত্বপূর্ণ মূল অধ্যায় সমূহ ... এই প্রত্যেকটি অধ্যায়ের ভিতর রয়েছে ১০ টি করে আর্টিকেল


1)    ক্যারিয়ার পরামর্শ [ ক্যারিয়ার সম্পর্কিত যাবতীয় টিপস ]

2)    জীবন বৃত্তান্ত (Curriculum Vitae) [ সুন্দর সিভি লেখার নিয়ম]

3)    সাক্ষাৎকার / ইন্টারভিউ / ভাইভা [মৌখিক পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, টিকে থাকার জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে]

4)    কর্মক্ষেত্রে সফলতা

5)    আকর্ষণীয় ব্যক্তিত্ব

6)    আত্মোন্নয়ন

7)    গুরুত্বপূর্ণ সব আদব – কায়দা ( Manners ) [কোন ক্ষেত্রে কি কি নিয়ম নীতি মেনে চলা উত্তম তা এখানে বিস্তারিত দেওয়া আছে ]

8)    ইমিগ্রেশন / বিদেশ গমন

9)    উচ্চতর ভাষা শিক্ষা [GRE, IELTS , TOEFL, SAT সম্পর্কে বিস্তারিত আলোচনা ও এর সম্পর্কিত টিপস ]

10)  উচ্চতর পড়াশুনা ও কোর্স [ এমআইটি , ACCA এবং CAT...।

11)  ব্যাংকিং

12)  বিভিন্ন ধরনের ক্যারিয়ার

এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।

এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন ...
তাহলেই সব বুঝতে পারবেন ...
তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অবশ্য এই বইয়ের মেগাবাইট খুব একটা বেশি না ...







এই লিংক থেকে আপনি চাইলে বই ডাউনলোড ও করতে পারবেন ...
উপরের বারে save অপশনে ক্লিক করে
জাস্ট ফেসবুক দিয়ে লগইন করুন দেখবেন ডাউনলোড লিংক শো করছে

কম্পিউটার ভার্সন ডাউনলোড লিংকঃ

রবিবার, ১ জুন, ২০১৪

postheadericon ভূমি বা জমিজমা সংক্রান্ত যাবতীয় বাংলা ই-বুক (pdf বই).....



[ বইগুলো হলোঃ - ১) ভূমি বা জমিজমার পরিমাণ পদ্ধতি, জরিপ ও আইন ২) ভূমি জরিপ, দলিল সম্পাদন ও রেজিষ্ট্রশন সংক্রান্ত আইন ৩) রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ৪) জমিজমা সংক্রান্ত আইন 5)মুসলিম উত্তরাধিকার আইনঃ ]
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কর্মকান্ডের নিরন্তর সঙ্গী ভূমি। এ মূল্যবান ভূমির মালিকানা নিষ্কন্টক ও নির্ঝঞ্জাটভাবে উপভোগ করা মানুষের একটি ন্যায্য প্রত্যাশা। কিন্তু ভূমির রেকর্ড সংক্রান্ত কিছু জটিলতা এ বিষয়টিকে সাধারণ মানুষের কাছে করে রেখেছে দুর্বোধ্য। এ বিষয়টিতে জ্ঞানার্জনের একটি অন্যতম প্রতিবন্ধক হলো এই বিষয়ে বিস্তারিত বর্ণনাসহ অনলাইনে প্রামাণ্য ইবুকের অভাব। অথচ সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতের অন্যতম উপায় হল ভূমি জরিপ পদ্ধতি তথা ভূমির খতিয়ান ও নকসা প্রণয়নের কার্যক্রম সম্পর্কে সৃষ্ট ধারণা অর্জন। জরিপ কর্মী, জরিপ বিভাগীয় কর্মকর্তা, ভূমি ব্যবস্থাপনায় জড়িত কর্মকর্তা, কর্মচারী এবং ভূমি সম্পর্কে ধারণা অর্জনে ইচ্ছুক সাধারণ জনগণ সকলের জন্যই এ কথা সমভাবে প্রযোজ্য।
এছাড়া সাধারণ মানুষ প্রতিনিয়ত নিজ নিজ জমি-জমার কাগজপত্র বুঝতে না পারার বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হন। দেওয়ানী আদালতের প্রায় ৮৫% মামলাই হচ্ছে ভূমি বিরোধ সম্পর্কিত। মূলত ভূমি জরিপ এবং ভূমি আইন সম্পর্কে জ্ঞানের অভাবই ভূমি বিষয়ক সমস্যা সৃষ্টির অন্যতম কারণ। সহজে যাতে ভূমি বিষয়ক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়টিকে চিন্তা করেই এই বাংলা ই-বুক গুলো আপনাদের সাথে শেয়ার করছি ...

এই বই গুলো আইনজীবী, আইনের শিক্ষক-শিক্ষার্থী, আমিন বা সার্ভেয়ার, রিয়েল এস্টেট কোম্পানী, যিনি জমি কিংবা এপার্টমেন্ট কিনতে আগ্রহী, যার নিজস্ব জমি কিংবা এপার্টমেন্ট আছে এবং ভূমি জরিপ ও ভূমি আইন সম্পর্কে জানতে আগ্রহী সকল পাঠক-পাঠিকাদের জন্য অতি প্রয়োজনীয় ।
আশা করি এই বইগুলো প্রত্যেকের উপকারে আসবে ... ফ্রি যেহেতু পাচ্ছেন ডাউনলোড করে রেখে দিন ... আপনার কাজে না লাগলেও ...আপনার আত্মীয় স্বজন দের কারো না কারো কাজে লাগতে পারে ...

এই ই-বুকের সুবিধাঃ
-------------------------
ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন।
তাছাড়া এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
  
বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ
 ১) ভূমি বা জমিজমার পরিমাণ পদ্ধতি, জরিপ ও আইন
Land Measurement and Survey.zip
সাইজঃ ১৪ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ৭১
অনলাইন লাইভ ভিউঃ





ডাউনলোড লিংকঃ

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !