ভিজিটর সংখ্যা

জনপ্রিয়

T@NB!R ব্লগ সংরক্ষাণাগার

Blogger দ্বারা পরিচালিত.

Social

Random Post

নাম

your name

ইমেল *

Your Email

বার্তা *

your message

Pages

Like Us On Facebook

Popular Posts

শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

postheadericon ৩৫তম বিসিএস ও ব্যাংক জন্য “কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি” এর ১৫০ পৃষ্ঠার বাংলা ই-বুক (pdf বই )[ নতুন সিলেবাস অনুযায়ি]+ মোবাইল ভার্সন

৩৫তম বিসিএস প্রিলিমিনারির, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ,বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার "কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি" বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্যগুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর এর ১৫০ পৃষ্ঠার বাংলা বই বা ই-বুক (pdf বই )(নতুন সিলেবাস অনুযায়ি)+ মোবাইল ভার্সন
জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন ... কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।
নিচে এই বইয়ের সূচিপত্র ও একটা পেইজের ইমেইজ দেওয়া আছে ... দেখে সিদ্বান্ত নিন ডাউনলোড করবেন কিনা ...  
তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না ... কিন্তু এই ই-বুক যে কোন মুহূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে …তাছাড়া আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…!
কেন ডাউনলোড করবেন;


* এই বইটির সব তথ্য , বাজারের নামকরা পাবলিকেশনের বই গুলো থেকে যাচাই বাছাই করে তাদের থেকে শুধু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পরিপূর্ণ ভাবে সাজানো হয়েছে ...
* বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী বই
* সাম্প্রতিক অর্থাৎ আপডেট সকল তথ্য যুক্ত করা হয়েছে ...
* এখানে প্রায় সকল ইম্পরট্যান্ট তথ্য দেওয়া হয়েছে ফলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিকসংখ্যক প্রশ্ন কমন থাকবে আশা করি...

নোটঃ বইটি তথ্যপ্রযুক্তির এই মহান কর্মযজ্ঞে ও আপনার বিসিএস প্রস্তুতিতে সামান্যতম হলেও যদি কোন ভূমিকা রাখতে পারে তাহলে আমার সকল কষ্ট সার্থক হবে।
  • এই বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে ...
  • এবার মোবাইল ভার্সনে নতুন ফিচার যোগ করা হয়েছে ...
  • তা হচ্ছে বুকমার্ক মেনু ... মানে আপনাকে এখন আর কোন টপিক্স খুঁজতে হবে না ...
  • আপনি এখন আপনার রিড়ারের বুকমার্ক মেনুতে ক্লিক করলেই দেখবেন অনেক গুলো শিরোনাম দেখাচ্ছে এইবার সেই শিরোনাম থেকে আপনার কাঙ্খিত টপিক্সে ক্লিক করুন দেখবেন সরাসরি সেই পেইজে চলে গেছে ...
  • আগে এই অপশন শুধু কম্পিউটার পিডিএফ রিড়ারে করা যেত ...
  •  **** এইটা সহজে ট্রাই করার জন্য আপনার স্মার্ট ফোনের এডোব রিড়ারে এই ফাইল ওপেন করলেই নিচের বারে দেখবেন একটা বুকমার্ক আইকন (যা দেখতে স্কুল ব্যাজের মত) সেখানে ক্লিক করলেই অধ্যায়ের মেনু চলে আসবে ...
  • যা ওয়েব সাইট মেনুর মত কাজ করবে ...
এই ই-বুকের সুবিধাঃ
ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন।
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন …
http://www.slideshare.net/tanbircox/computer-and-information-technology


শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

postheadericon 3000 টি বাংলা প্রবচন সংকলন (উপদেশ মূলক সুন্দর বচন বা কথা ,স্ট্যাটাস ও টুইট কালেকশন) এর ই-বুক বা pdf বই কম্পিউটার + মোবাইল ভার্সন



উপদেশ কেউই পছন্দ করে না। কারণ অধিকাংশ মানুষ যা কিছু শেখে, সবটাই ঠেকে শেখে কিংবা ঠকে শেখে, কখনো উপদেশ থেকে কেউ কিছু শেখে না………।। এই ঠেকে শিখতে গিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে জীবন জ্ঞান লাভ করতে পারে সত্য কিন্তু অনেক সময় এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে এমন ভাবে পড়ে যায় যেখান থেকে উঠতে অনেক কষ্ট হয় এবং জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।
তাই আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত নোট , বিভিন্ন ওয়েব সাইট , ব্লগ ও  বন্ধুদের ও নিজের ফেইসবুক স্ট্যাটাস থেকে উপদেশ মূলক লেখা গুলো সংগ্রহ করে এই ই-বুক তৈরি করেছি যা ফলে উপদেশ আপনাদের ঠেকে শিখতে হবে না পড়েই শিখতে পারবেনকারন এইগুলো যুক্তিসহ উপস্থাপন করা হয়েছে
যা আমার নিজের জীবন ও আমার চারপাশে কাছের মানুষদের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে পাওয়া শিক্ষা/অভিজ্ঞতার বাস্তব গল্পের মূল সারাংশ মাত্র
যে আশাতে লেখাগুলো এখানে জমিয়েছি তা হলো হয়ত এই লেখাগুলো আপনাকে একটু চিন্তার খোরাক, একটু আনন্দ, একটু আশা জাগাবে। জীবনের কথাগুলোকেই এখানে সাজিয়ে রাখা হয়েছে। একটু যদি কার ভালো লাগে, মন্দ কী তাতে?
তাছাড়া কিছু কিছু উপদেশ বা উক্তি আমাদের মন-মানসিকতা অনেক উন্নত করবে ... এবং জিবনে এই সব উপদেশ ফলো করলে জীবন হয়তো আরো অনেক সুখের ও নির্ভুল হবে ...

এখানে কয়েটি উপদেশ বা স্ট্যাটাস দেওয়া হল ... ভালো লাগলে নিচের লিংক থেকে এই ই-বুক টি ডাউনলোড করে নিন

1) আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরনের জন্য। একটা লক্ষ পুরণ হয়ে গেলে আর একট লক্ষ এসে সামনে হাজির হয়। যখন ভাবতে বসি তখন খুজে পাই সব লক্ষ্য পুরণ ই অলাভজনক। আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এরজন্য আমাকে যা যা ছাড়তে হয়েছে তার মূল্য এর চেয়ে অনেক বেশী। সে জন্য মনেহয় বেচে থাকাটা শুধুমাত্র মরে যাওয়ার জন্য অপেক্ষা করা। লক্ষ অর্জণ মাঝখানে শুধু শুধু বশে না থেকে কিছু করা। বসে বসে মরার অপেক্ষা তো করা যায় না তাই।
2) আমি লাইফ থেকে যেই বিষয়টা শিখতে পেরেছি তা হল যেচে কাউকে উপকার করতে নাই অর্থাৎ কেউ না চাইলে তাকে আগ বাড়িয়ে উপকার করতে নেই তাহলে আপনি নিজেই বিপদে পরবেন তাছাড়া আপনি নিজ থেকে আগ বাড়িয়ে যতো উপকার করেন না কেন সেইটা সে মনে রাখবে না এবং মূল্যও দিবে না বরঞ্চ তার প্রয়োজনে যে উপকার করবেন সেটাই সে সারা জীবন মনে রাখবে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবে । আর তার প্রয়োজনে যদি কোন কারণে আপনি তাকে সহযোগিতা করতে না পারেন তাহলে সেটাই সারা জীবন মনে রাখবে সেইটাই আপনাকে সবসময় দেখিয়ে দিবে এবং আপনার পূর্বের অসংখ্য আগ বাড়িয়ে উপকার সে ভুলে যাবে এটাই স্বাভাবিক [এই ব্যাপারটা সবার ক্ষেত্রে নয় তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে]

3) কাউকে দৌড়ানি দিতে হলে প্রথমে নিজে ভাল করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয়, তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভবনা থাকে ।

4) জীবন তো একটাই , এই এক জীবন যদি টাকা ইনকাম আর খাওয়ার পিছনে ব্যয় করে দি তাহলে লাইফে আর থাকল কি ...অন্য সাধারন মানুষের মত ভালো জব করে ভালো টাকা ইনকাম করে নিজের বউ , ছেলে, মেয়ে কে আরামদায়ক ও অলস জিবন দিলাম ... কিন্তু এতে আমার লাভ কি হল ... বরঞ্চ আমি আমার ছেলে মেয়েকে পরনির্ভরশীল করে দিলাম ! একদিন আমি ঠিকই মারা যাব ...গুটি কিছু কাছের লোক ছাড়া আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা কেউ অনুভব করল না ... তাহলে কি এই জীবনের কোন মানে আছে !!!!!!

5) যা হয়েছে তা ভালই হয়েছে ,যা হচ্ছে তা ভালই হচ্ছে, যা হবে তাও ভালই হবে।তোমার কি হারিয়েছে, যে তুমি কাঁদছ ? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ, যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে ,কাল তা অন্যকারো ছিল,পরশু সেটা অন্যকারো হয়ে যাবে।পরিবর্তনই সংসার এর নিয়ম ।

6) কয়লা ধুইলে কয়লার ময়লা যাবেনা ঠিকই কিন্তু কয়লা ক্ষয়েক্ষয়ে নিঃশেষ হওয়ার সুযোগ থাকে। আর আমাদের সবার সে সুযোগটা নেয়া উচিত।

7) মানুষের জীবন ক্ষরস্রোত নদীর মত। পাথরের আঘাতে আঘাতে যেমন নদী সৃষ্টি তেমনি মানুষের বাধ আর আঘাতে আঘাতে পরিপূর্নতা আসে। অভিজ্ঞতা অর্জিত হয়ে। যা খেয়ে খেয়ে সে জীবনকে বুঝতে শিখে চিনতে শেখে। পাথরের আঘাতে আঘাতে যেমন নদী আকাঁ বাকাঁ হয় তেমনি মানুষের জীবনেও দেখা যায় একটি পথে পা বাড়াল কিন্তু পথটি বন্দ বাধা পেয়ে সে অন্য পথে পা বাড়ায়। একসময় ঠিকই তার পথ পেয়ে যায়। এভাবে মানুষের জীবন সৃষ্টি হয়। নদীতে যেমন ঢেউ উঠে মানুষের জীবনেও তেমনি দুঃখ, কষ্ট, শূন্যতার ঝড় উঠে। সময়ের বিবর্তনে যেমন নদীর ঢেউ থেমে যায়। তেমনি জীবনের ঢেউও থেমে যায়। তাই ঢেউ যখন উঠেছে শান্ত হতে সময়তো লাগবেই।

8) মানুষের মৃত্যু দিন হচ্ছে তার সত্যিকার জন্মদিন। কারণ, জন্ম থেকে শুরু হওয়া সার্কিটটা সম্পূর্ণ হয় মৃত্যুতে এসে। মৃত্যুর পর একজন মানুষের পোর্টেটটা সামনে দৃশ্যমান হয়। তাই মৃত্যুই তার আসল জন্মদিন।

9) মৃত্যুদণ্ড খুবই নিম্নমানের একটা শাস্তি। কারণ সেটা অপরাধীকে মুক্তি দেয় আর শাস্তি দেয় কিছু নিরপরাধ মানুষদের( যেমনমা,বাবা,ভাই,বোন, বউ, ছেলেমেয়ে আত্মীয়স্বজন।

10) পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে জীবনের অর্থ আলাদা। আমার জীবনের অর্থ যেমন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলায়, তেমনি আমার মনে হয় প্রত্যেকটি মানুষ তার জীবনকে ভিন্ন সময়ে ভিন্ন অর্থে খুঁজে পায়। কোন কোন মানুষের জন্য এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার নামই জীবন। আবার কেউ কেউ শুধু বাঁচাটাকে জীবনের অর্থ মনে করে না, তারা জীবনে সুখ খুঁজে পাওয়াটাকে মনে করে জীবন। কিছু মানুষ মনে করেন অনেক টাকা- পয়সা এবং সম্পত্তির মালিক হতে পারলেই জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব।আসলে জীবন হলঃ
 একটি সুন্দর সকালের শুরু মানে জীবন...
প্রতিটি মুহুর্তটিকে আনন্দের সাথে কাটানোর মানে জীবন
আত্নসন্তুষ্টি লাভ করার মানে জীবন
সবরকমের যন্ত্রণাকে লাঘব করার মানে জীবন
সব দুঃখ কষ্টকে জয় করে ... প্রতিটি বাধা- বিপত্তি পেরিয়ে বেচেঁ থাকার মাঝেই জীবন।
নিজের ইচ্ছায় চলা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর মাঝেই জীবন।

12) ‘জীবন প্রবহমান এক গতিধারা। কখনো তরঙ্গময়, কখনো নিস্তরঙ্গ। ক্ষণিকের যাত্রা হয়তো। আর কিছু না। বেঁচে থাকাই যেন বিস্ময়, তবে ভালো কাজের মাধ্যমে জীবনকে উপভোগ করাটাই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। যাতে মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকার সময়ে যে কাজ করা হয় তা নিয়ে আলোচনায় মেতে থাকে। জীবন যাতে মানবকল্যাণে, দেশের কল্যাণে নিবেদিত থাকে। আমি এই প্রজন্মকে কী দিতে পারি আমি কেউ নই, কিছু নই। আমি শুধু দিতে পারি আমার জীবনটাকে।
13) ‘জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখো, নিজের মতো করে জীবনটা যাপন করো।
14) “আমার সব সমস্যা তুমি  দাঁড়াও, এটুকু শুনেই চলে যেও না। পুরো বাক্যটা তো আমার সব সমস্যা তুমি আসার পর মিটে গেছে” – হতে পারে। 
15) পূর্ব পরিকল্পনা করে সময় নষ্ট না করে। যখনকার পরিকল্পনা তখন নিতে হবে ... কেননা কোন ঘটনা যে পূর্বপরিকল্পনা মত ঘটবেতার তো কোন নিয়শ্চয়তা নেই তাহলে কেন আমি পূর্বপরিকল্পনা করে সময় এবং ব্রেন দুটোরই অপচয় করব।
16) অতি প্রত্যাশা সব সময় হতাশায় পরিনত হয়। কখনো অতি প্রত্যাশা করবেন না। প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হোন। তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন। প্রত্যাশানুযায়ী কোন কিছু না পেলে স্বাভাবিক ভাবেই হতাশা এসে মনের মধ্যে ভর করে। কাজেই প্রত্যাশা করার পূর্বে বাস্তবতা চিন্তা করুন। অবাস্তব কোন কিছুর পেছনে ছুটলে জীবন থেকে যেমন মূল্যবান সময় চলে যায় তেমনি জীবনের দৈর্ঘ্য কমে যায়। তাই যা করতে সফল হয়েছেন তার জন্য আনন্দবোধ করুন।
17) আত্দকেন্দ্রিকতা ও 'আমারটা আগে' এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় রূপান্তরিত করে। পক্ষান্তরে দয়া ও সহানুভূতি জীবনকে আনন্দে রূপান্তরিত করে। দানবীর হাজী মুহম্মদ মহসীন বলতেন, আমার তো জীবন একটাই। যে পথ দিয়ে এখন যাচ্ছি সে পথে তো আর নাও আসতে পারি।
18) আদিকাল থেকেই মানুষের জিজ্ঞাসা ছিল।যেমন, আমাদের বাচ্চারা জিজ্ঞেস করে এটা কী? ওটা কী? একটা সময় মানুষ জাতিরও শিশুকাল ছিল। তখন মানুষও প্রশ্ন করছে, এটা কী? ওটা কী? এক সময় আমরা বলতাম, সূর্য উঠছে, সূর্য ডুবছে। কিন্তু না, এখন বলি, আমি উঠছি, আমি ডুবছি। মহাবিশ্বের একটা আকর্ষণ ক্ষমতা আছে। পৃথিবীর মতো এ রকম আরও গ্লোব আছে, আকর্ষণের শক্তিও আছে।
19) আপনি একজন মানুষের সাথে যতই ভালো ব্যাবহার বা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন না কেন কোন একদিন তার সাথে আপনার মন বিক্ষিপ্ত থাকার দরুন খারাপ ব্যাবহার করলেন সে আপনার মনের ব্যাপারটা বুঝবে না আপনি তার সাথে খারাপ ব্যাবহার করলেন সেটাই সারা জীবন মনে রাখবে
20) আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিম্বা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে।বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেও আপনার ব্যাবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।

এই বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে ...

এবার মোবাইল ভার্সনে নতুন ফিচার যোগ করা হয়েছে ...

এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন



 বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

postheadericon “ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs) এর 95 পৃষ্ঠার বাংলা বই বা ই-বুক (pdf বই ) + প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) +টিপস নতুন সিলেবাস অনুযায়ী



৩৫তম বিসিএস প্রিলিমিনারির, বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল ভর্তি, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ...বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য … “ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs) এর 95 পৃষ্ঠার বাংলা বই বা ই-বুক (pdf বই ) + এই বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) + বাংলাদেশ বিষয়াবলী জন্য যে বিশয়গুলো পড়তে হবে সে সম্পর্কিত টিপস নতুন সিলেবাস অনুযায়ী
জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন ... কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।।
তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না ... কিন্তু এই ই-বুক যে কোন মুহূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে তাছাড়া আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…! 

























কেন ডাউনলোড করবেন;
* এই বইটির সব তথ্য , বাজারের নামকরা পাবলিকেশনের বই গুলো থেকে যাচাই বাছাই করে তাদের থেকে শুধু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পরিপূর্ণ ভাবে সাজানো হয়েছে ...
* বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী বই
* প্রত্যেকটা বিষয় পড়ার ও মনে রাখার সুবিধার্থে টেবিল দিয়ে ব্যাখ্যা করা হয়েছে
* সাম্প্রতিক অর্থাৎ আপডেট সকল তথ্য যুক্ত করা হয়েছে ...
* এখানে প্রায় সকল ইম্পরট্যান্ট তথ্য দেওয়া হয়েছে ফলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিকসংখ্যক প্রশ্ন কমন থাকবে আশা করি...
এই বইয়ের কম্পিউটার ও মোবাইল ভার্সন দুইটাই এখানে দেওয়া আছে ...
এবার মোবাইল ভার্সনে নতুন ফিচার যোগ করা হয়েছে ...
তা হচ্ছে বুকমার্ক মেনু ... মানে আপনাকে এখন আর কোন টপিক্স খুঁজতে হবে না ...
আপনি এখন আপনার রিড়ারের বুকমার্ক মেনুতে ক্লিক করলেই দেখবেন অনেক গুলো শিরোনাম দেখাচ্ছে এইবার সেই শিরোনাম থেকে আপনার কাঙ্খিত টপিক্সে ক্লিক করুন দেখবেন সরাসরি সেই পেইজে চলে গেছে ...
আগে এই অপশন শুধু কম্পিউটার পিডিএফ রিড়ারে করা যেত ...
 **** এইটা সহজে ট্রাই করার জন্য আপনার স্মার্ট ফোনের এডোব রিড়ারে এই ফাইল ওপেন করলেই নিচের বারে দেখবেন একটা বুকমার্ক আইকন (যা দেখতে স্কুল ব্যাজের মত) সেখানে ক্লিক করলেই অধ্যায়ের মেনু চলে আসবে ...
যা ওয়েব সাইট মেনুর মত কাজ করবে ...
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন





বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ

নোটঃ
▬▬▬▬
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি
এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...
**** মোবাইল দিয়ে ডাউনলোড করতে যাদের সমস্যা হয় তারা UC Browser দিয়ে ডাউনলোড করুন

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি-Bangladesh Affairs)

Bangladesh Affairs (A Complete Solution for Jobs).zip
সাইজঃ ১২ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫
ডাউনলোড লিংকঃ 
বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

postheadericon “ সাধারণ জ্ঞান বা আজকের বিশ্ব (আন্তর্জাতিক বিষয়াবলি-International Affairs) এর ১৭৫ পৃষ্ঠার সম্পূর্ণ নতুন বাংলা বই বা ই-বুক (pdf বই ) + এই বিষয়ের প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ)



৩৫তম বিসিএস প্রিলিমিনারির, বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল ভর্তি, ব্যাংক নিয়োগ পরীক্ষাসহ ...বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ ও যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য …
“ সাধারণ জ্ঞান বা আজকের বিশ্ব  (আন্তর্জাতিক বিষয়াবলি-International Affairs) এর ১৭৫ পৃষ্ঠার সম্পূর্ণ নতুন বাংলা বই বা ই-বুক (pdf বই )  অর্থাৎ … + এই বিষয়ের ওরাকল কোচিং এর সব লেকাচার শিট , অন্যান্য প্রয়োজনীয় বাংলা বই (মোবাইল ভার্সন সহ) +  আন্তর্জাতিক বিষয়াবলী জন্য যে বিশয়গুলো পড়তে হবে সে সম্পর্কিত টিপস নতুন সিলেবাস অনুযায়ী …
জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন ... কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।।
তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না ... কিন্তু এই ই-বুক যে কোন মু
হূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে …তাছাড়া আপনার কাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে…!

কেন ডাউনলোড করবেন;  

 *  বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুগান্তকারী বই
* এখানে আন্তর্জাতিক বিষয়াবলি মোট ১০০ টপিক্স দেওয়া আছে …
* প্রত্যেকটা বিষয় পড়ার ও মনে রাখার সুবিধার্থে টেবিল দিয়ে ব্যাখ্যা করা হয়েছে …
* সাম্প্রতিক অর্থাৎ আপডেট সকল তথ্য যুক্ত করা হয়েছে ... এবং প্রয়োজনীয় ম্যাপ দেওয়া হয়েছে
* এখানে প্রায় সকল ইম্পরট্যান্ট তথ্য দেওয়া হয়েছে ফলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিকসংখ্যক প্রশ্ন কমন থাকবে আশা করি...

নোটঃ সঠিক প্রস্তুতিই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। বিসিএস-এ টিকে থাকা এবং মেধাক্রমে শীর্ষে অবস্থান- সব কিছুই নির্ভর করে ভালো প্রস্তুতির উপর। দক্ষতা ও দূর্বলতা চিহ্নিত করে এগিয়ে যান আগামীর দিকে।

এই ই-বুকের সুবিধাঃ  

-------------------------
ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন।
তাছাড়া এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
বইগুলোর নাম ও ডাউনলোড লিংকঃ
-----------------------------------------
সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি-International Affairs)
----------------------------------------------------------
General Knowledge (International Affairs)
সাইজঃ ২০ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৫
অনলাইন লাইভ ভিউঃ জাস্ট একবার প্রিভিউ দেখে আসুন …







ডাউনলোড লিংকঃ 
বুধবার, ১ অক্টোবর, ২০১৪

postheadericon ৩৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট-এর সিলেবাস( Syllabus of 35th BCS Published, 2014)



বাংলা ভাষা ও সাহিত্য।পূর্ণমান : ৩৫

ভাষাঃ (মান ১৫)
প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস।
সাহিত্যঃ (মান ২০)
(ক) প্রাচীন ও মধ্যযুগ ০৫
(খ) আধুনিক যুগ (১৮০০-বর্তমান পর্যন্ত) ১৫

English Language and Literature | Total Marks : 35

PART- I : Language (Marks : 20)
Parts of Speech: 
The Noun:
The Determiner
The Gender
The Number
The Pronoun
The Verb:
The Finite: transitive, intransitive
The Non-finite: participles, infinitives, gerund
The Linking Verb
The Phrasal Verb
Modals
The Adjective
The Adverb
The Preposition
The Conjunction
Idioms & Phrases:
Meanings of Phrases
Kinds of Phrases
Identifying Phrases
Clauses: 
The Principal Clause
The Subordinate Clause:
The Noun Clause
The Adjective Clause
The Adverbial Clause & its types
Corrections:
The Tense
The Verb
The Preposition
The Determiner
The Gender
The Number
Subject-Verb Agreement
Sentences & Transformations:
The Simple Sentence
The Compound Sentence
The Complex Sentence
The Active Voice
The Passive Voice
The Positive Degree
The Comparative Degree
The Superlative Degree
Words:
Meanings
Synonyms
Antonyms
Spellings
Usage of words as various parts of speech
Formation of new words by adding prefixes and suffixes
Composition:
Names of parts of paragraphs/letters/applications

PART- II : Literature (Marks :15)
English Literature:
Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century. Quotations from drama/poetry of different ages.

বাংলাদেশ বিষয়াবলী । পূর্ণমান : ৩০

(১) বাংলাদেশের জাতীয় বিষয়াবলী : ০৬
প্রাচীনকাল হতে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস: ভাষা আন্দোলন; ১৯৫৪ সালের নির্বাচন; ছয়-দফা আন্দোলন, ১৯৬৬; গণ অভ্যুত্থান ১৯৬৮-৬৯; ১৯৭০ সালের সাধারণ নির্বাচন; অসহযোগ আন্দোলন ১৯৭১; ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ; স্বাধীনতা ঘোষণা; মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী; মুক্তিযুদ্ধের রণকৌশল; মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা; পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়।
(২) বাংলাদেশের কৃষিজ সম্পদ : ০৩
শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা।
(৩) বাংলাদেশের জনসংখ্যাঃ ০৩
আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি।
(৪) বাংলাদেশের অর্থনীতি : ০৩
উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।
(৫) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : ০৩
শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানি-করণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি।
(৬) বাংলাদেশের সংবিধান : ০৩
প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ।
(৭) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : ০৩
রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা।
(৮) বাংলাদেশের সরকার ব্যবস্থা : ০৩
আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার।
(৯) বাংলাদেশের জাতীয় অর্জন: ০৩
বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচিচত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪

postheadericon বিসিএস, ব্যাংকার্স রিক্রুটম্যান্ট ও যে কোন চাকরির পরীক্ষার প্রস্ততির জন্য গনিতের(Math) প্রয়োজনীয় সকল বাংলা ই-বুক + গুরুত্বপূর্ন কিছু টিপস…

এই বই গুলো IBA এর এমবিএ(MBA), ঢাবির ইএমবিএ(EMBA) এবং জি আর ই(GRE) ভর্তি প্রস্তুতির ছাড়াও যে কোন প্রতিয়োগিতামূলক পরীক্ষার প্রস্ততির জন্য অনেক উপকারে আসবে। বিশ্বাস না হলে জাস্ট পোষ্টে মধ্যে দেওয়া বইয়ের নাম গুলো একবার দেখুন !এবং সামান্য কিছু কিলোবাইট খরচ করে যে কোন একটা বই ডাউনলোড করে দেখুন ।
এই বইগুলো অবশ্যই আপনার কালেকশনে রাখা উচিত…
[আপনার না লাগলেও আপনার বন্ধু বা ছোট ভাই ও বোনের ও কাজে লাগতে পারে....]
[ ফেইসবুকে শেয়ার করে পোস্টের লিংক সেইভ রাখুন ...পরে কাজে লাগবে ]
যে কোন চাকরির পরীক্ষাতে ভালো করতে হলে গণিতের অংশে ভালো করার বিকল্প কিছু নাই। তাই সার্বিক ভাবে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য নিচের বইগুলো আপনার ডাউনলোড করা উচিত


 

 

 

 

 

সংবিধিবদ্ব সতর্কীকরণঃ

গণিত মোটেও মুখস্ত করবেন না ... না বুঝে করবেন না। না বুঝে করলে আপনার কোনও কাজে আসবে না। কারণ অংক প্রশ্ন কখনই হুবুহু আসে না ... সূত্র / বেসিকের উপর প্রশ্ন হয়।
প্রতিদিন ১ টা টপিক ভালোভাবে বুঝে করার চেস্টা করুন ... এতে আপনার / আপনাদের কাজে লাগবে ...
যারা গণিতে সবল নয় তাদের প্রয়োজন প্র্যাকটিস। শুধুমাত্র প্র্যাকটিসের কারণেই আপনি গণিত অংশে ভালো করতে পারবেন ...

এক্সকলুসিভ টিপসঃ

যে কোণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অংক গুলো আসে তা মোটামুটি সহজ অর্থাৎ স্কুল লেভেলের , কিন্তু এই অংক গুলো সমাধানের জন্য অধিকাংশের কমপক্ষে ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই অংক করারা জন্য আপনি সময় পাবেন মাত্র ৩৬ সেকেন্ড (প্রশ্ন পড়াসহ)। এখন এই অল্প সময়ে অংক সমাধানের জন্য নিজস্ব কোন শর্টকাট টেকনিক ফলো করতে হবে। না হয় সেই সব অংক নির্দিষ্ট সময়ের মধ্যে করা প্রায় অসম্ভব।
একটা কথা মাথায় রাখবেন … সময় লাগে এমন প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে না … সূত্র ও ট্রিকের মাধ্যমে কম সময়ে করা যায় এমন প্রশ্ন দেওয়া হবে … কোন অংকের প্রসেস বড় মনে হলেই একটু অন্য ভাবে চিন্তা করুন কয়েক বার প্রশ্ন পড়ে এর ট্রিক বের করার চেষ্টা করুন …
আর যোগ,বিয়োগ,গুন ভাগ অবশ্যই মাথায় গণনা বা হিসাব করার চেষ্টা করুন …
আপনার ক্যাকুলেটর আপনার থেকে ১০০ হাত দুরে রেখেই অংক প্যাক্টিস করুন
মাথায় দ্রুত গণনার ক্ষেত্রে যে সংখ্যা কে রাউন্ড ফিগারে কল্পনা করুন তারপর হিসাব করুন …
আর দ্রুত করতে পারবেন যদি শূন্য হিসাব বাদ দিয়ে করতে পারেন …
যেমনঃ ৫৪ + ১২৭ =? [ এক্ষেত্রে ৫০+১২০= ১৭০ (শূন্য হাতে রেখে ৫+১২=১৭ এইবার হাতের শূন্য বাসান তাহলে ১৭০ হবে ) … এরপর ৪+৭=১১ করে … শেষে ১৭০+১১= ১৮১ … ]
আবার [৭৩ * ৫= ? এক্ষেত্রে ৫*৭০=৩৫০ অথবা ৫*৭=৩৫লিখে হাতের শূন্য বসান ৩৫০… এরপর ৩*৫=১৫ …শেষে ৩৫০+১৫=৩৬৫ ]
কি এই পদ্বতি অনেক বড় ও ঝামিলার মনে হচ্ছে … চিন্তার কিছুই নাই এভাবে কিছু গণনা প্যাক্টিস করুন দেখবেন গণনা কত সহজ …
আমি জাস্ট কিছু নমুনা দেখিয়েছি … তবে এই দ্রুত হিসাব পদ্বতি একেক জনেরটা একেক রকম … যে যার সুবিধা অনুসারে নিজস্ব কিছু কৌশল ও পদ্বতিতে দ্রুত গণনা করে …
৩৫তম বিসিএস ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের (মোট ৩৫ মার্কস ) মানবন্টন-
  • পাটিগণিত=৫
  • বীজগণিত=১০
  • জ্যামিতি=১০
  • গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা=১০
নোটঃ
zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের" [Download Now ] যে ব্যাটন আছে সেইটি ...

গণিতের সকল বইয়ের ডাউনলোড ও অনলাইন ভিউ লিংকঃ

ব্যান্ড নিউ বইঃ

1500+ Math Question Bank with Answer (for BCS ,Bank & any Govt. job)

এই ই-বুকের সুবিধাঃ
  • * এই বইতে ম্যাথের সকল ব্যাসিক ক্যাটগরি অনুযায়ী দেওয়া আছে …
  • * প্রতি আধ্যায়ের শুরুতে ঐ বিষয়ক অনেক গুলো ইউনিক সূত্র দেওয়া আছে …
  • * ক্যাটগরি অনুযায়ী গণিতের ১৫০০+ এমসিকিউ প্রশ্ন ও এর উত্তর সহ দেওয়া আছে
ক্যাটগরী ভিত্তিক হওয়ায় সহজেই পড়তে পারবেন ও বুঝতে পারবেন। তাছাড়া এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...।
এই ই-বুক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ...
আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন। তাহলেই সব বুঝতে পারবেন। তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!অবশ্য এই বইয়ের মেগাবাইট খুব একটা বেশি না ...
http://www.slideshare.net/tanbircox/1500-math-question-bank-with-answer



এই লিংক থেকে আপনি চাইলে বই ডাউনলোড ও করতে পারবেন ...উপরের বারে save অপশনে ক্লিক করে... জাস্ট ফেসবুক দিয়ে লগইন করুন দেখবেন ডাউনলোড লিংক শো করছে
ডাউনলোড লিঙ্কঃ
পৃষ্ঠা সংখ্যাঃ ৩০০ +

শনিবার, ১৯ জুলাই, ২০১৪

postheadericon চিকিৎসা বিষয়ক বেসিক বাংলা ইবুক (pdf format) [ ভেষজ , হারবাল, হোমিওপ্যাথি ও এলোপ্যাথিক চিকিৎসা ]



আজ থেকে প্রায় ১৩০ বছর আগে মশহুর মার্কিন আবিষ্কারক টমাস আলভা এডিসন (১৮৪৭-১৯৩১) যথার্থই বলেছিলেন, “'ভবিষ্যতের চিকিৎসক রোগীকে ওষুধ না দিয়ে তাকে শেখাবেন শরীরের যত্ন নেয়া, সঠিক খাদ্য নির্বাচন, রোগের কারণ নির্ণয় ও তা প্রতিরোধের উপায়'
আমারা সবাই জানি “Prevention Is Better Than Cure অর্থাৎ নিরাময় অপেক্ষা প্রতিরোধই শ্রেয় কিন্তু আমারা যদি রোগর কারন ও প্রতিকার সম্পর্কে ভালোভাবে না জানি তাহলে প্রতিরোধ কিভাবে করব আর সেই জন্যই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকিৎসা বিষয়ক বেসিক কিছু বাংলা বই
এই বইগুলো পড়লে আপনি বাসায় বসে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হতে পারবেন এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে সাধারণ অসুখ দুর করতে পারবেন ...মোট কথা আপনি ঘরোয়া উপায়ে সুস্থ থাকতে পারবেন ...এবং আপনি সহজে কোন রোগে আক্রন্ত ও হবেন না ...
 


















ভেষজ, কবিরাজী ও হারবাল চিকিৎসা বিষয়ক পরিপূর্ণ বাংলা ই-বুক বা PDF বই...

আমাদের উপমহাদেশে হাজার হাজার বছর ধরে যে ভেষজ শাস্ত্র চলে আসছে তাতে রয়েছে নানা রোগ নিরাময়ের প্রাকৃতিক উপায় বর্তমানে উন্নত বিশ্বেও এইসব হারবাল চিকিৎসা নিয়ে তৈরী হচ্ছে ব্যপক আগ্রহ সেই ধারাবাহিকতায় বিভিন্ন রোগের সমস্যা সমাধানে আপনাদের জন্য আরো কিছু কার্যকরী পন্থা উল্লেখ করা হলো আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি দরকার
ভেষজ চিকিৎসা প্রচলিত ছিল অনেক আগে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারের কারনে একটু মলিন হয়েছিল এখন অল্টারনেটিভ মেডেসিন হিশাবে আবার এর আবির্ভাব হয়েছে অসুখ বিসুখ তো প্রত্যেকদিন লেগে আছে কারো না কারো সেই সাথে লেগে আছে কেটে যাওয়া, ছিলে যাওয়া, পুড়ে যাওয়ার মতন দুর্ঘটনা অনেক অসুখ-বিসুখ আছে, যাদের চিকিৎসা ঘরোয়া ভাবেই সম্ভব ভেষজ চিকিৎসা দিয়ে এই ভেষজ চিকিৎসা একদিকে যেমন নিরাপদ, তেমনই সহজলভ্য আর শতভাগ নিরাময় ক্ষমতা সম্পন্ন
আদিযুগে গাছপালার মাধ্যমেই মানুষের রোগের চিকিৎসা করা হতো এই চিকিৎসা বর্তমানেহারবাল চিকিত্সাতথাঅলটারনেটিভ ট্রিটমেন্টনামে পরিচিতি লাভ করেছে

-বুকের সুবিধা সমূহঃ
এই বইতে বুকমার্ক মেনু ও হাইপারলিঙ্ক মেনু যুক্ত আছে আপনাকে কোন অধ্যায়ে যেতে মাউসের চাকা ঘুরানো লাগবে জাস্ট ওই অধ্যায়ের নামের উপর ক্লিক করলেই হবে ...
ই ইবুক সম্পর্কে আমি কিছুই বলব না ...আপনার নিজ চোখে অনলাইন লাইভ ভিউ দেখে আসুন ...
তাহলেই সব বুঝতে পারবেন ...তারপর সিদ্বান্ত নিন আপনার মেগাবাইট খরচ করে ডাউনলোড করবেন কিনা ... !!!
অবশ্য এই বইয়ের মেগাবাইট খুব একটা বেশি না ... মাত্র ১২ এমবি ...








বইয়ের নামঃ Amazing Herbal Remedies & Natural Cures
সাইজ মাত্রঃ ১২ এমবি
পৃষ্ঠা সংখ্যাঃ ৭০
ডাউনলোড লিংকঃ

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক

প্রয়োজনীয় সব বাংলা 🕮ই-বুক বা বই, 💻সফটওয়্যার ও 🎬টিটোরিয়াল কালেকশ সংগ্রহ করতে!
আপনারা সামান্য একটু সময় ব্যয় করে ,শুধু এক বার নিচের লিংকে ক্লিক করে এই কালেকশ গুলোর মধ্যে অবস্থিত বই ও সফটওয়্যার এর নাম সমূহের উপর চোখ বুলিয়ে 👓👀 নিন।”তাহলেই বুঝে যবেন কেন এই ফাইল গুলো আপনার কালেকশনে রাখা দরকার! আপনার আজকের এই ব্যয়কৃত সামান্য সময় ভবিষ্যতে আপনার অনেক কষ্ট লাঘব করবে ও আপনার অনেকে সময় বাঁচিয়ে দিবে।
বিশ্বাস করুন আর নাই করুনঃ-“বিভিন্ন ক্যাটাগরির এই কালেকশ গুলোর মধ্যে দেওয়া বাংলা ও ইংলিশ বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর কালেকশন দেখে আপনি হতবাক হয়ে যাবেন !”
আপনি যদি বর্তমানে কম্পিউটার ব্যবহার করেন ও ভবিষ্যতেও কম্পিউটার সাথে যুক্ত থাকবেন তাহলে এই ডিভিডি গুলো আপনার অবশ্যই আপনার কালেকশনে রাখা দরকার !
মোট কথা আপনাদের কম্পিউটারের বিভিন্ন সমস্যার চিরস্থায়ী সমাধান ও কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সব বই, সফটওয়্যার ও টিউটোরিয়াল এর সার্বিক সাপোর্ট দিতে আমার খুব কার্যকর একটা উদ্যোগ হচ্ছে এই ডিভিডি প্যাকেজ গুলো।আশা করি এই কালেকশন গুলো শিক্ষার্থীদের সকল জ্ঞানের চাহিদা পূরন করবে…!
আমার আসল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল এইডেড লার্নিং ডিভিডি কার্যক্রম এর মাধ্যমে সফটওয়্যার, টিটোরিয়াল ও এইচডি কালার পিকচার নির্ভর ই-বু বা বইয়ের সহযোগিতায় শিক্ষাগ্রহন প্রক্রিয়াকে খুব সহজ ও আনন্দদায়ক করা।
এবং সকল স্টুডেন্ট ও টিচারকে কম্পিউটার ও মোবাইল প্রযুক্তির সম্পৃক্তকরণ এবং সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রযুক্তিবান্ধব করা এবং একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যে প্রযুক্তি শিক্ষাকে আনন্দদায়ক করে এবং জ্ঞান অর্জনের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে…
🎯 কালেকশ সম্পর্কে বিস্তারিত 👀জানতেঃ নিচের লিংকে 👆ক্লিক করুন
www.facebook.com/tanbir.ebooks/posts/777596339006593

এখানে👆 ক্লিক করুন

🎯 সুন্দর ভাবে বুঝার জন্য নিচের লিঙ্ক থেকে ই-বুক্টি ডাউনলোড করে নিন...
📥 ডাউনলোড 👆 লিংকঃ এখানে👆ক্লিক

আপডেট পেতে

আপডেট ই-বুক

Recent Posts

মন্তব্য দিন

আমার সম্পর্কে !